Class VIII - Multiplication and Division
Math
অষ্টম শ্রেণী
অংক
কষে দেখি - 4.2
বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ
গণিতপ্রভা অষ্টম শ্রেণী; Class VIII Mathematics; Math for class VIII; অষ্টম শ্রেণীর অংক; অষ্টম শ্রেণীর গণিত; Class VIII Math ; Math Exercise 4.2 for Class VIII; Multiplication and Division for Class VIII; অষ্টম শ্রেণী - অংক ; অষ্টম শ্রেণীর কষে দেখি 4.2; বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ অষ্টম শ্রেণীর জন্য; পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত; কষে দেখি 4.2 অষ্টম শ্রেণী
কষে দেখি - 4.2
1. দুটি সংখ্যার গুণফল 3x² + 8x + 4 এবং একটি সংখ্যা 3x + 2 হলে, অপর সংখ্যাটি হিসাব করে লিখি।
Answer:
দুটি সংখ্যার গুণফল 3x² + 8x + 4
এবং একটি সংখ্যা 3x + 2 হলে
অপর সংখ্যাটি হবে, (3x² + 8x + 4 ) ÷ (3x + 2)
∴
x + 2
3x + 2 ) 3x² + 8x + 4
3x² + 2x
– –
+ 6x + 4
+ 6x + 4
– –
0
Ans. অপর সংখ্যা : (x + 2)
2. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল (24x² – 65xy + 21y²) বর্গ সেমি. এবং দৈর্ঘ্য (8x – 3y) সেমি. হলে প্রস্থ কত হিসাব করে লিখি।
Answer:
আমরা জানি, আয়তক্ষেত্রের প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য
∴ প্রস্থ = (24x² – 65xy + 21y²) ÷ (8x – 3y) সেমি.
3x – 7y
8x – 3y) 24x² – 65xy + 21y²
24x² – 9xy
– +
– 56xy + 21y²
– 56xy + 21y²
+ –
0
Ans. আয়তক্ষেত্রের প্রস্থ : (3x – 7y) সেমি.
3. একটি ভাগ অঙ্কে ভাজ্য (x⁴ + x³y + xy³ – y⁴) ভাজক (x² + xy – y²); ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি।
Answer:
আমরা জানি,
ভাগফল
ভাজক ) ভাজ্য
ভাগশেষ
∴
x² + y²
x² + xy – y²) x⁴ + x³y + xy³ – y⁴
x⁴ + x³y – x²y²
– – +
+ x²y² + xy³ – y⁴
+ x²y² + xy³ – y⁴
– – +
0
Ans. ভাগফল: (x² + y²) ; ভাগশেষ : 0
4. ভাগ করি -
(a) (m² + 4m – 21) কে (m – 3) দিয়ে।
(b) (6c² – 7c + 2) কে (3c – 2) দিয়ে।
(c) (2a⁴ – a³ – 2a² + 5a – 1) কে (2a² + a – 3) দিয়ে।
(d) (m⁴ – 2m³ – 7m² + 8m + 12) কে (m² – m – 6) দিয়ে।
Answer:
(a) (m² + 4m – 21) কে (m – 3) দিয়ে।
m + 7
m – 3 ) m² + 4m – 21
m² – 3m
– +
+ 7m – 21
+ 7m – 21
– +
0
Ans. ভাগফাল ঃ (m + 7)
(b) (6c² – 7c
+ 2) কে (3c – 2) দিয়ে।
2c – 1
3c
– 2 ) 6c² – 7c + 2
6c² – 4c
– +
– 3c + 2
– 3c + 2
+ –
0
Ans. ভাগফাল ঃ (2c – 1)
(c) (2a⁴ – a³ – 2a² + 5a – 1) কে (2a² + a – 3) দিয়ে।
a² – a + 1
2a² + a – 3 ) 2a⁴ – a³ – 2a² + 5a – 1
2a⁴ + a³ – 3a²
– – +
– 2a³ + a² + 5a – 1
– 2a³ – a² + 3a
+ + –
+ 2a² + 2a – 1
+ 2a² + a – 3
– – +
a + 2
Ans. ভাগফাল ঃ (a² – a + 1) ; ভাগশেষ (a + 2)
(d) (m⁴ – 2m³ – 7m² + 8m + 12) কে (m² – m – 6) দিয়ে।
m² – m – 2
m² – m – 6 ) m⁴ – 2m³ – 7m² + 8m + 12
m⁴ – m³ – 6m²
– + +
– m³ – m² + 8m + 12
– m³ + m² + 6m
+ – –
– 2m² + 2m + 12
– 2m² + 2m + 12
+ – –
0
Ans. ভাগফাল ঃ (m² – m – 2)
5. (a) $(6x²a³-4x³a²+8x⁴a²) ÷ 2a²x²$
= $\frac{6x²a³}{2a²x²}-\frac{4x³a²}{2a²x²}+\frac{8x⁴a²}{2a²x²}$
= $ 3a - 2x + 4x² $
Ans. $ 3a - 2x + 4x² $
(b) $\frac{2y^9x^5}{5x^2}\times\frac{125xy^5}{16x^4y^{10}}$
∴ $\frac{2y^9x^5}{5x^2}\times\frac{125xy^5}{16x^4y^{10}}$
Ans. $\frac{25y^4}{8}$
6. কোনাে ভাগ অঙ্কে ভাজক (x –4) , ভাগফল (x² + 4x + 4) ও ভাগশেষ 3 হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি । [ ভাজ্য = ভাজক × ☐ + ভাগশেষ ]
আমরা জানি, ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
এখানে, ভাজক = (x – 4)
ভাগফল = (x² + 4x + 4)
ভাগশেষ = 3
7. কোনাে ভাগ অঙ্কে ভাজক (a² + 2a – 1) , ভাগফল (5a – 14) এবং ভাগশেষ (35a – 17) হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি ।
আমরা জানি, ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
এখানে, ভাজক = (a² + 2a –1)
8. ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি ।
i ) ( x² + 11x + 27 ) ÷ ( x + 6 )
ii ) ( 81x⁴ + 2 ) ÷ ( 3x – 1 )
i ) ( x² + 11x + 27 ) ÷ ( x + 6 )
x + 5
x + 6 ) x² + 11x + 27
x² + 6x
– –
+ 5x + 27
+ 5x + 30
– –
– 3
Ans. ভাগফাল ঃ (x + 5); ভাগশেষ: – 3
ii ) ( 81x⁴ + 2 ) ÷ ( 3x – 1 )
81x⁴ – 27x³
+ 27x³ + 2
+ 27x³ – 9x²
+ 9x² – 3x
+ 3x – 1
Ans. ভাগফাল ঃ (27x³ + 9x² + 3x + 1); ভাগশেষ: 3
iii ) ( 63x² – 19x – 20 ) ÷ ( 9x² + 5 )
7
9x² + 5 ) 63x² – 19x – 20
– –
– 19x – 55
Ans. ভাগফাল ঃ 7 ; ভাগশেষ: – 19x – 55
iv ) ( x³ – x² – 8x – 13 ) ÷ ( x² + 3x + 3)
x – 4
– – –
+ x – 1
Ans. ভাগফাল ঃ (x – 4); ভাগশেষ: x – 1
আরো পড়ে দেখার জন্য -
কষে দেখি 1:2 - পূর্বপাঠের পুনরালোচনা - Exercise 1:2 - Review of previous lessons
কষে দেখি 1:1 - পূর্বপাঠের পুনরালোচনা - Exercise 1:1- Review of previous lessons
1 মন্তব্যসমূহ
Hey, Thanks for your nice blog and very effective information about GK Question answer HATS OFF to the creativity of your mind. This concept is a good way to enhance the knowledge of all student's information and thanks for sharing us. This article is very helpful for people who are looking for a state and central government job-www.wbgovtjob.info
উত্তরমুছুনYour comment will be visible after approval