WBCS Prelim Question Paper 2020 - (Part -3)

WBCS Prelim Question Paper 2020 - (Part -3)

WBCS Preliminary Exam Question Paper 2020 (Part 3)

পাঠক, West Bengal Public Service Commission দ্বারা আয়োজিত West Bengal Civil Service Exam-এর প্রস্তুতি হিসেবে প্রিলিমিনারি পরীক্ষার বিভিন্ন অংশ নিয়ে নিয়মিত আলোচনা করছি । আশা করি আপনাদের এই উদ্যোগটি ভালোপ্রিয়  লাগছে । আপনাদের পরীক্ষায় প্রস্তুতিতে যদি আমাদের এই অংশগুলি সাহায্য করে তবে নিজেদের কৃতার্থ মনে করব । আপনাদের কোন প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন যাতে করে আমরা আমাদের এই Blog-টিকে আরো উন্নততর করে গড়ে তুলতে পারি যেগুলো আপনাদের প্রয়োজন এটাতে সাহায্য করবে । আপনাদের জন্য আজকে থাকলো 2020 সালের ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কিছু প্রশ্ন ।


WBCS Preliminary Question, WBCS Previous Year Question, WBCS Question, WBCS 2020 question. WBCS Prelim Questions, 

WBCS Exam Preparation

ডব্লিউ বি সি এস - ২০২০ তৃতীয় পর্ব (প্রশ্ন ৬১-৯৫)

WBCS - 2020 PART-3 ( QUESTION 61-95)

61. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয়?

( A ) খিলাফত আন্দোলন
( B ) অসহযােগ আন্দোলন
( C ) আইন অমান্য আন্দোলন
( D ) ভারত ছাড়ো আন্দোলন


Answer : ( C )


62. ধরুন X1, x2, ____,X100 -- 100 টি সংখ্যা যাতে সকল i-এর জন্য Xi + Xi+1 = 100 হয় । যদি X10 = 1 হয়, তবে X1 কত হবে ?
( A ) 100
( B ) 99
( C ) 101
( D ) 1


Answer : ( B )


63. বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে ?
( A ) বনস
( B ) চম্বল
( C ) শতদ্রু
( D ) যমুনা


Answer : ( C )


64. 2019 - এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণবর্ত হয়েছে তার নাম
( A ) Fani
( B ) Bulbul
( C ) Phinge
( D ) Sumi


Answer : ( B )


65. কোনাে বছরের একটি নির্দিষ্ট মাসে তিনটি সােমবারের তারিখ জোড় সংখ্যা । ঐ মাসের 15 তারিখ কী বারে পড়বে ?
( A ) সোমবার
( B ) বুধবার
( C ) শুক্রবার
( D ) রবিবার


Answer : ( D )


66. 'শিক্ষক দিবস' ভারতে প্রতি বছর পালিত হয়
( A ) 5 ই সেপ্টেম্বর
( B ) 2 রা অক্টোবর
( C ) 6 ই নভেম্বর
( D ) 25 শে ডিসেম্বর


Answer : ( A )


67. 'Constituent Assembly' ভারতীয় সংবিধান গ্রহণ করেছে
( A ) 15 ই আগসট , 1947
( B ) 26 শে জানুয়ারী , 1950
( C ) 26 শে নভেম্বর, 1949
( D ) 2 রা অক্টোবর, 1950


Answer : ( C )


68. নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানীকৃত সামগ্রী হিসাবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হত ?
( A ) মুক্তো
( B ) মূল্যবান পাথর
( C ) অশ্ব
( D ) রেশম


Answer : ( C )


69. 'FACT Check Module' - এর লক্ষ্য হল
( A ) বিরােধী রাজনৈতিক দলগুলির দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি নিয়ন্ত্রণ করতে ।
( B ) অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা ।
( C ) সমাজের বিবিধ সংস্কৃতির মধ্যে সংহতি উৎসাহিত করতে ।
( D ) ভারত সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করতে ।


Answer : ( D )


70. 'রাজতরঙ্গিনী' - র রচয়িতা কে ?
( A ) মেগাস্থিনিস
( B ) কলহন
( C ) অল - বিরুনি
( D ) হেরােডােটাস


Answer : ( B )


71. ভারতে 'অর্থনৈতিক সংস্কার’ নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে (formally ) উপস্থাপিত হয়
( A ) জুলাই , 1991
( B ) আগস্ট , 1947
( C ) জানুয়ারী , 1980
( D ) মার্চ , 1990


Answer : ( A )


72. কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয় ?
( A ) 1818
( B ) 1821
( C ) 1819
( D ) 1823


Answer : ( A )


73. ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের' পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল ?
( A ) গণেশ ঘােষ
( B ) চন্দ্রশেখর আজাদ
( C ) সূর্য সেন
( D ) লালা হরদয়াল


Answer : ( C )


74. 500 ও 1000 টাকার নােট বাতিল ঘােষিত হয়েছিল
( A ) 8 ই নভেম্বর , 2016
( B ) 1 লা জানুয়ারী , 2017
( C ) 15 ই আগস্ট 2016
( D ) 31 শে মার্চ , 2017


Answer : ( A )


75. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন
( A ) জয়প্রকাশ নারায়ণ
( B ) মােরারজি দেশাই
( C ) চৌধুরী চরণ সিং
( D ) অটল বিহারী বাজপেয়ী


Answer : ( B )


76. বর্তমানে ভারতের অর্থমন্ত্রী হলেন
( A ) অরুণ জেটলি
( B ) নির্মলা সীতারামন
( C ) পি . চিদাম্বরম
( D ) প্রণব মুখার্জী


Answer : ( B )


77. নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হল ---
( A ) তাপ
( B ) কৌণিক ভরবেগ
( C ) সময়
( D ) কাজ


Answer : ( B )


78. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে ?
( A ) প্রতাপগড়
( B ) মেহেরগড়
( C ) কোয়েটা
( D ) কালাট


Answer : ( B )


79. মহামান্য সুপ্রীম কোর্টের আদেশবলে ‘RTI’ প্রয়ােগ করা যাবে
( A ) Office of the CBI তেও
( B ) Office of the NIA তেও
( C ) Office of the CJI তেও
( D ) Office of the PMO তেও


Answer : ( C )


80. সূর্য থেকে আলাে আমাদের কাছে পৌঁছতে সময় লাগে
( A ) 2 মিনিট
( B ) 8 মিনিট
( C ) 4 মিনিট
( D ) 16 মিনিট


Answer : ( B )


81. 'Fit India Movement' August 2019 - এ শুরু করে ।
( A ) কপিলদেব
( B ) সৌরভ গাঙ্গুলী
( C ) নরেন্দ্র মােদী ( প্রধানমন্ত্রী )
( D ) বিরাট কোহলি


Answer : ( C )


82. জন, অ্যারিস ও যােসেফ বিভিন্ন বয়সের তিন ভাই। দেওয়া আছে
( i ) অ্যারিস সবার বড়
( ii ) যােসেফ সবার বড় না
( iii ) জন সবার ছােট নয়
তবে , কে সবার ছােট ?
( A ) অ্যারিস
( B ) জন
( C ) যােসেফ
( D ) দেয় তথ্য থেকে এটি বলা সম্ভব না ।


Answer : ( C )


83. 'গরিবি হঠাও' শ্লোগানটি প্রথম দিয়েছিলেন
( A ) ইন্দিরা গান্ধী
( B ) রাজীব গান্ধী
( C ) সােনিয়া গান্ধী
( D ) রাহুল গান্ধী


Answer : ( A )


84. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
( A ) তেলেঙ্গানা
( B ) কেরল
( C ) জম্মু ও কাশ্মীর
( D ) অন্ধ্রপ্রদেশ


Answer : ( C )


85. 14 টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়
( A ) 1969 সালে
( B ) 1980 সালে
( C ) 1971 সালে
( D ) 1991 সালে


Answer : ( A )


86. ভারতের পারমাণবিক শক্তি কমিশন ( AEC ) 1948 সালে কে , প্রতিষ্ঠা করেন ?
( A ) P. K. Iyengar
( B ) M. R. Srnivasan
( C ) Vikram Sarabhai
( D ) Homi Bhabha


Answer : ( D )


87. নীচের ছকে সঠিক শব্দগুলি বসিয়ে ছকটি পূরণ করুন । কোন শব্দটি ছকে উপযুক্ত নয় ?

FATE, FLAT, FORT, ROLE, TILL


( A ) FATE
( B ) FLAT
( C ) ROLE
( D ) TILL


Answer : ( B )


88. পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় ---
( A ) ফার্মি
( B ) অ্যাংস্ট্রম
( C ) নিউটন
( D ) টেসলা


Answer : ( A )


89. National Institute of Disaster Management বা NIDM পূর্বে নামাঙ্কিত ছিল--
( A ) National Centre of Disaster Management
( B ) National Council of Disaster Management
( C ) National Committee for Disaster Management
( D ) National Task Force on Disaster Management


Answer : ( A )


90. কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজের' দাবী ঘােষিত হয়?
( A ) লাহাের কংগ্রেস
( B ) সুরাট কংগ্রেস
( C ) কলকাতা কংগ্রেস
( D ) নাগপুর কংগ্রেস


Answer : ( A )


91. নিম্নলিখিত কোন ঐতিহাসিক 'The wonder that was India' গ্রন্থটির রচয়িতা ?
( A ) এ. এল. ব্যাসম
( B ) অ্যালিসন ব্যাশফোর্ড
( C ) রমেশ চন্দ্র মজুমদার
( D ) সতীশ চন্দ্র


Answer : ( A )


92. একটি ঘনকাকৃতি ছক্কার ঘুঁটির দুটি অবস্থান দেখানাে হয়েছে । ঐ ঘুঁটির যে তলে 3 টি dot আছে ঠিক তার বিপরীত তলে কয়টি dot থাকবে ?

( A ) 1
( B ) 2
( C ) 4
( D ) 5


Answer : ( D )


93. গ্রাফাইট, কার্বন এবং হীরা হল
( A ) আইসােটোপ
( B ) আইসােমার
( C ) আইসােটোন
( D ) অ্যালােট্রোপ


Answer : ( D )


94. কেন রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট’ উপাধি প্রত্যাখ্যান করেছিলেন ?
( A ) বঙ্গবিভাজনের বিরুদ্ধে
( B ) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে
( C ) অসহযােগ আন্দোলন স্তব্ধ হবার বিরুদ্ধে
( D ) আলিপুর ষড়যন্ত্র মামলার প্রতিবাদে


Answer : ( B )


95. ভারতের 70 তম সংবিধান দিবস পালিত হয় / হবে—
( A ) 2020
( B ) 2018
( C ) 2017
( D ) 2019


Answer : ( D )


WBCS preliminary question paper solved with answer key

MCQ Test on above Questions

WBCS Preliminary Exam 2020

Part-3 of WBCS 2020

Question of

Good Try!

Corrected out of Questions!

Percentage



আরও পড়ার জন্য নিচের পোষ্টগুলোও দেখতে পারেন



আমাদের আলোচনা আপনাদের কেমন লাগছে নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মূল্যাবান মতামত আমাদের অনুপ্রানিত করবে আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ