WBCS Preliminary Exam Question Paper 2020 (Part 3)
WBCS Exam Preparation
61. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয়?
( A ) খিলাফত আন্দোলন
( B ) অসহযােগ আন্দোলন
( C ) আইন অমান্য আন্দোলন
( D ) ভারত ছাড়ো আন্দোলন
Answer : ( C )
62. ধরুন X1, x2, ____,X100 -- 100 টি সংখ্যা যাতে সকল i-এর জন্য Xi + Xi+1 = 100 হয় । যদি X10 = 1 হয়, তবে X1 কত হবে ?
( A ) 100
( B ) 99
( C ) 101
( D ) 1
Answer : ( B )
63. বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে ?
( A ) বনস
( B ) চম্বল
( C ) শতদ্রু
( D ) যমুনা
Answer : ( C )
64. 2019 - এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণবর্ত হয়েছে তার নাম
( A ) Fani
( B ) Bulbul
( C ) Phinge
( D ) Sumi
Answer : ( B )
65. কোনাে বছরের একটি নির্দিষ্ট মাসে তিনটি সােমবারের তারিখ জোড় সংখ্যা । ঐ মাসের 15 তারিখ কী বারে পড়বে ?
( A ) সোমবার
( B ) বুধবার
( C ) শুক্রবার
( D ) রবিবার
Answer : ( D )
66. 'শিক্ষক দিবস' ভারতে প্রতি বছর পালিত হয়
( A ) 5 ই সেপ্টেম্বর
( B ) 2 রা অক্টোবর
( C ) 6 ই নভেম্বর
( D ) 25 শে ডিসেম্বর
Answer : ( A )
67. 'Constituent Assembly' ভারতীয় সংবিধান গ্রহণ করেছে
( A ) 15 ই আগসট , 1947
( B ) 26 শে জানুয়ারী , 1950
( C ) 26 শে নভেম্বর, 1949
( D ) 2 রা অক্টোবর, 1950
Answer : ( C )
68. নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানীকৃত সামগ্রী হিসাবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হত ?
( A ) মুক্তো
( B ) মূল্যবান পাথর
( C ) অশ্ব
( D ) রেশম
Answer : ( C )
69. 'FACT Check Module' - এর লক্ষ্য হল
( A ) বিরােধী রাজনৈতিক দলগুলির দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি নিয়ন্ত্রণ করতে ।
( B ) অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা ।
( C ) সমাজের বিবিধ সংস্কৃতির মধ্যে সংহতি উৎসাহিত করতে ।
( D ) ভারত সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করতে ।
Answer : ( D )
70. 'রাজতরঙ্গিনী' - র রচয়িতা কে ?
( A ) মেগাস্থিনিস
( B ) কলহন
( C ) অল - বিরুনি
( D ) হেরােডােটাস
Answer : ( B )
71. ভারতে 'অর্থনৈতিক সংস্কার’ নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে (formally ) উপস্থাপিত হয়
( A ) জুলাই , 1991
( B ) আগস্ট , 1947
( C ) জানুয়ারী , 1980
( D ) মার্চ , 1990
Answer : ( A )
72. কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয় ?
( A ) 1818
( B ) 1821
( C ) 1819
( D ) 1823
Answer : ( A )
73. ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের' পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল ?
( A ) গণেশ ঘােষ
( B ) চন্দ্রশেখর আজাদ
( C ) সূর্য সেন
( D ) লালা হরদয়াল
Answer : ( C )
74. 500 ও 1000 টাকার নােট বাতিল ঘােষিত হয়েছিল
( A ) 8 ই নভেম্বর , 2016
( B ) 1 লা জানুয়ারী , 2017
( C ) 15 ই আগস্ট 2016
( D ) 31 শে মার্চ , 2017
Answer : ( A )
75. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন
( A ) জয়প্রকাশ নারায়ণ
( B ) মােরারজি দেশাই
( C ) চৌধুরী চরণ সিং
( D ) অটল বিহারী বাজপেয়ী
Answer : ( B )
76. বর্তমানে ভারতের অর্থমন্ত্রী হলেন
( A ) অরুণ জেটলি
( B ) নির্মলা সীতারামন
( C ) পি . চিদাম্বরম
( D ) প্রণব মুখার্জী
Answer : ( B )
77. নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হল ---
( A ) তাপ
( B ) কৌণিক ভরবেগ
( C ) সময়
( D ) কাজ
Answer : ( B )
78. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে ?
( A ) প্রতাপগড়
( B ) মেহেরগড়
( C ) কোয়েটা
( D ) কালাট
Answer : ( B )
79. মহামান্য সুপ্রীম কোর্টের আদেশবলে ‘RTI’ প্রয়ােগ করা যাবে
( A ) Office of the CBI তেও
( B ) Office of the NIA তেও
( C ) Office of the CJI তেও
( D ) Office of the PMO তেও
Answer : ( C )
80. সূর্য থেকে আলাে আমাদের কাছে পৌঁছতে সময় লাগে
( A ) 2 মিনিট
( B ) 8 মিনিট
( C ) 4 মিনিট
( D ) 16 মিনিট
Answer : ( B )
81. 'Fit India Movement' August 2019 - এ শুরু করে ।
( A ) কপিলদেব
( B ) সৌরভ গাঙ্গুলী
( C ) নরেন্দ্র মােদী ( প্রধানমন্ত্রী )
( D ) বিরাট কোহলি
Answer : ( C )
82. জন, অ্যারিস ও যােসেফ বিভিন্ন বয়সের তিন ভাই। দেওয়া আছে
( i ) অ্যারিস সবার বড়
( ii ) যােসেফ সবার বড় না
( iii ) জন সবার ছােট নয়
তবে , কে সবার ছােট ?
( A ) অ্যারিস
( B ) জন
( C ) যােসেফ
( D ) দেয় তথ্য থেকে এটি বলা সম্ভব না ।
Answer : ( C )
83. 'গরিবি হঠাও' শ্লোগানটি প্রথম দিয়েছিলেন
( A ) ইন্দিরা গান্ধী
( B ) রাজীব গান্ধী
( C ) সােনিয়া গান্ধী
( D ) রাহুল গান্ধী
Answer : ( A )
84. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
( A ) তেলেঙ্গানা
( B ) কেরল
( C ) জম্মু ও কাশ্মীর
( D ) অন্ধ্রপ্রদেশ
Answer : ( C )
85. 14 টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়
( A ) 1969 সালে
( B ) 1980 সালে
( C ) 1971 সালে
( D ) 1991 সালে
Answer : ( A )
86. ভারতের পারমাণবিক শক্তি কমিশন ( AEC ) 1948 সালে কে , প্রতিষ্ঠা করেন ?
( A ) P. K. Iyengar
( B ) M. R. Srnivasan
( C ) Vikram Sarabhai
( D ) Homi Bhabha
Answer : ( D )
87. নীচের ছকে সঠিক শব্দগুলি বসিয়ে ছকটি পূরণ করুন । কোন শব্দটি ছকে উপযুক্ত নয় ?
FATE, FLAT, FORT, ROLE, TILL
( A ) FATE
( B ) FLAT
( C ) ROLE
( D ) TILL
Answer : ( B )
88. পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় ---
( A ) ফার্মি
( B ) অ্যাংস্ট্রম
( C ) নিউটন
( D ) টেসলা
Answer : ( A )
89. National Institute of Disaster Management বা NIDM পূর্বে নামাঙ্কিত ছিল--
( A ) National Centre of Disaster Management
( B ) National Council of Disaster Management
( C ) National Committee for Disaster Management
( D ) National Task Force on Disaster Management
Answer : ( A )
90. কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজের' দাবী ঘােষিত হয়?
( A ) লাহাের কংগ্রেস
( B ) সুরাট কংগ্রেস
( C ) কলকাতা কংগ্রেস
( D ) নাগপুর কংগ্রেস
Answer : ( A )
91. নিম্নলিখিত কোন ঐতিহাসিক 'The wonder that was India' গ্রন্থটির রচয়িতা ?
( A ) এ. এল. ব্যাসম
( B ) অ্যালিসন ব্যাশফোর্ড
( C ) রমেশ চন্দ্র মজুমদার
( D ) সতীশ চন্দ্র
Answer : ( A )
92. একটি ঘনকাকৃতি ছক্কার ঘুঁটির দুটি অবস্থান দেখানাে হয়েছে । ঐ ঘুঁটির যে তলে 3 টি dot আছে ঠিক তার বিপরীত তলে কয়টি dot থাকবে ?
( A ) 1
( B ) 2
( C ) 4
( D ) 5
Answer : ( D )
93. গ্রাফাইট, কার্বন এবং হীরা হল
( A ) আইসােটোপ
( B ) আইসােমার
( C ) আইসােটোন
( D ) অ্যালােট্রোপ
Answer : ( D )
94. কেন রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট’ উপাধি প্রত্যাখ্যান করেছিলেন ?
( A ) বঙ্গবিভাজনের বিরুদ্ধে
( B ) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে
( C ) অসহযােগ আন্দোলন স্তব্ধ হবার বিরুদ্ধে
( D ) আলিপুর ষড়যন্ত্র মামলার প্রতিবাদে
Answer : ( B )
95. ভারতের 70 তম সংবিধান দিবস পালিত হয় / হবে—
( A ) 2020
( B ) 2018
( C ) 2017
( D ) 2019
Answer : ( D )
0 মন্তব্যসমূহ
Your comment will be visible after approval