WBCS preliminary exam question paper with Solution 2020 (Part 2)

WBCS preliminary exam question paper with Solution 2020 (Part 2)

WBCS Prelim Exam 2020

Question (Part 2)



WBCS Exam Preparation


প্রিয় পাঠক, আমরা আজ থেকে West Bengal Public Service Commission দ্বারা আয়োজিত West Bengal Civil Service Exam-এর প্রস্তুতি হিসেবে প্রিলিমিনারি পরীক্ষার বিভিন্ন অংশ নিয়ে নিয়মিত আলোচনা করব । আশা করি আপনাদের এই উদ্যোগটি ভালো লাগবে । আপনাদের পরীক্ষায় প্রস্তুতিতে যদি আমাদের এই অংশগুলি সাহায্য করে তবে নিজেদের কৃতার্থ মনে করব । আপনাদের কোন প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন যাতে করে আমরা আমাদের এই Blog-টিকে আরো উন্নততর করে গড়ে তুলতে পারি যেগুলো আপনাদের প্রয়োজন এটাতে সাহায্য করবে । আপনাদের জন্য আজকে থাকলো 2020 সালের ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কিছু প্রশ্ন ।




26. গােদাবরী ও কৃষ্ণার ব - দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী?

( A ) কল্লেরু হ্রদ 

( B ) পুলিকট হ্রদ 

( C ) চিলিকা হ্রদ 

( D ) লােকতাক হ্রদ 


Answer: (A)



27. বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হল 

( A ) ভারত  

( B ) আমেরিকা যুক্তরাষ্ট্র 

( C ) চিন

( D ) অস্ট্রেলিয়া 


Answer: (A)



28. 'NATGRID' শুরু হবে 

( A ) 31 শে ডিসেম্বর 2020 - এর মধ্যে 

( B ) 31 শে ডিসেম্বর 2019 - এর মধ্যে 

( C ) 31 শে মার্চ 2020 - এর মধ্যে 

( D ) 15 ই আগস্ট 2020 - এর মধ্যে ।


Answer: (A)



29. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 

( A ) ভারতীয় ন্যাশানাল কংগ্রেস 

( B ) ইন্ডিয়ান লিগ 

( C ) ভারতীয় সাংবিধানিক সভা 

( D ) উপরের কোনােটিই নয় 


Answer: (C)



30. ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি ( কুঠী ) নির্মাণ করেন ?

( A ) বােম্বে 

( B ) সুরাট 

( C ) সুতানুটি 

( D ) মাদ্রাজ 


Answer: (B)



31. A হল C- এর ছেলে । C এবং Q দুই বােন । Z হল Q- এর মা । P হল Z- এর ছেলে । A ও P- এর মধ্যে সম্পর্ক কী ? 

( A ) ভাই 

( B ) মামা 

( C ) কাকা 

( D ) দাদু 


Answer: (B)



32. অ্যাক্ট III , 1872 কী ছিল ? 

( A ) সমাজ সংস্কার আইন 

( B ) জুরী আইন 

( C ) রাজস্ব আইন 

( D ) শাসনসংক্রান্ত আইন 


Answer: (A)



33. নীচের কোনটি অন্যদের থেকে আলাদা ? 

( A ) Zoology 

( B ) Physiology 

( C ) Botany

( D ) Philosophy 


Answer: (D)



34. কে অ্যাংলাে - ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ? 

( A ) দয়ানন্দ সরস্বতী 

( B ) লালা হংসরাজ 

( C ) আত্মারাম পান্ডুরঙ্গ 

( D ) মহাদেব গােবিন্দ রানাডে 


Answer: (B)



35. ভারতের প্রথম ‘G.I. Tag’ প্রাপ্ত পদার্থ হল 

( A ) এলাচ 

( B ) দার্জিলিং চা 

( C ) বাসমতি চাল 

( D ) গােবিন্দভােগ চাল 


Answer: (B)



36. একটি নির্দিষ্ট নিয়ম মেনে নীচের টেবিলে সংখ্যাগুলি বসানাে হয়েছে । ' ? ' চিহ্নিত স্থানের সঠিক সংখ্যাটি কত হবে ?


5 9 14 20
9 17 27 ?


( A ) 35

( B ) 37

( C ) 39 

( D ) 41


Answer: (C)


 

37. Census 2011-এ পশ্চিমবঙ্গের literacy rate হল

( A ) 97 %

( B ) 70 %

( C ) 80 %

( D ) 77 %


Answer: (D)



38. কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারী মর্যাদা দেওয়া হয়েছে এবং UNESCO-র দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে ? 

( A ) Santali ভাষা

( B ) Kurukh ভাষা

( C ) Kurmali ভাষা

( D ) Sadri ভাষা


Answer: (B)



39. ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় depreciate করে তখন

( A ) আমাদের রপ্তানি সস্তাতর ও আমদানির দাম বাড়ে 

( B ) আমদানি সস্তাতর ও রপ্তানির দাম বাড়ে 

( C ) আমদানি ও রপ্তানি দুইয়েরই দাম বাড়ে 

( D ) আমদানি ও রপ্তানির উপর কোনাে প্রভাব পড়ে না 


Answer: (A)



40. স্যার সি.ভি. রমন Nobel পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য ? 

( A ) বিক্ষেপণ 

( B ) বিচ্ছুরণ 

( C ) ব্যতিচার 

( D ) সমবর্তন 


Answer: (A)



41. দীনবন্ধু মিত্র রচিত 'নীল দর্পণ' গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ? 

( A ) বাংলার কারিগর 

( B ) নীল চাষি 

( C ) ভূমিহীন মজুর 

( D ) উপরােক্ত প্রতিটি শ্রেণিরই


Answer: (B)



42. L , M , N , 0 , P , Q , R , S এবং T অক্ষরগুলি পরপর আছে। এই অক্ষরগুলির পরিবর্তে 1 থেকে 9 সংখ্যাগুলি ধরা হল । কিন্তু এইগুলি পরপর নয় । এক্ষেত্রে P হল 4। P ও T- এর পার্থক্য হল 5। N ও T- এর পার্থক্য হল 3। তাহলে N- এর জন্য কোন সংখ্যাটি ধরা হয়েছে ? 

( A ) 7 

( B ) 5 

( C ) 4 

( D ) 6 


Answer: (D)



43. কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের ( 23 শে নভেম্বর , 1919 খ্রিঃ ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন ? 

( A ) মহাত্মা গান্ধী 

( B ) সুভাষচন্দ্র বসু 

( C ) চিত্তরঞ্জন দাস 

( D ) মতিলাল নেহেরু 


Answer: (A)



44. একটি শুঁয়োপােকা মাটি থেকে 75 inclies উঁচু একটি খুঁটি বেয়ে উঠছে । দিনের বেলায় সে 5 inches উপরে ওঠে আবার রাতের বেলায় 4 inches করে নেমে যায় । তাহলে সে খুটির উপরে প্রথম কখন পৌঁছবে ? 

( A ) 70 তম দিনে 

( B ) 71 তম দিনে 

( C ) 72 তম দিনে 

( D ) 75 তম দিনে 


Answer: (B)



45. কে ‘ ম্পিরিট অব ইসলাম ' লিখেছিলেন ? 

( A ) আবদুল ওয়াহাব 

( B ) থিয়ােডাের বেক 

( C ) সৈয়দ আমীর আলী 

( D ) মহসিন উল - মুলক


Answer: (C)



46. International Day of the Tropics প্রতি বছর পালন করা হয় 

( A ) 23 শে মার্চ 

( B ) 4 ঠা জুলাই 

( C ) 22 শে সেপ্টেম্বর 

( D ) 26 শে জুন 


Answer: (D)



47. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয় ? 

( A ) 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন 

( B ) 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন 

( C ) 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন 

( b ) 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন


Answer: (A)



48. সােমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

( A ) মধ্যপ্রদেশ 

( B ) কর্ণাটক 

( C ) অন্ধ্রপ্রদেশ  

( D ) মহারাষ্ট্র 


Answer: (C)



49. খােদা - ই - খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 

( A ) আব্বাস তায়েবজী 

( B ) খান আব্দুল গফফর খান 

( C ) মৌলানা আজাদ 

( D ) ডঃ আনসারি 


Answer: (B)



50. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিবঙ্গকে স্পর্শ করেছে ? 

( A ) 4 

( B ) 6 

( C ) 5 

( D ) 3 


Answer: (C)



51. আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন ? 

( A ) লাল্লুজী লাল 

( B ) পদ্মাকর ভট্ট 

( C ) প্রেমচাঁদ 

( D ) হরিশচন্দ্র 


Answer: (D)



52. কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয় ? 

( A ) 14 জানুয়ারি , 1969 

( B ) 4 ডিসেম্বর , 1969 

( C ) 27 জানুয়ারি , 1969 

( D ) 16 আগস্ট , 1969 


Answer: (A)



53. ক্ষুদ্রতম সংমিশ্রণ সংখ্যাটি হল 

( A ) 1 

( B ) 2 

( C ) 4 

( D ) 3 


Answer: (C)



54. কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে ?  

( A ) 1991 

( B ) 1990 

( C ) 1992 

( D ) 1994 


Answer: (C)



55. নীচে একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া হলঃ 

1. এটির ঝাড়খণ্ডের রাঁচি মালভূমিতে উৎস । 

2. এটি বেতলা জাতীয় উদ্যানের উত্তরের অংশ দিয়ে প্রবাহিত হয় । 

3. এটি একটি শােন নদীর শাখা নদী ।

উপরের তথ্যভিত্তিতে নদীটি চিহ্নিত করুনঃ 

( A ) উত্তরে কোয়েল নদী

( B ) মেচি নদী 

( C ) মহানন্দা নদী

( D ) মহাদায়ী নদী  


Answer: (A)



56. বােঘাজকোই গুরুত্বপূর্ণ কারণ , 

A ) এই জায়গাটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল । 

( B ) আদি - বৈদিক সাহিত্য এখানেই রচিত হয় । 

( C ) এখানে প্রাপ্ত লেখমালা - য় বৈদিক দেব - দেবীদের নাম উল্লিখিত আছে ।

( D ) উপরের কোনােটিই নয় । 


Answer: (C)



57. নিম্নোক্তদের মধ্যে আলাই দরওয়াজা ’ - র নির্মাতা কে ? 

( A ) আলাউদ্দিন খিলজী 

( B ) আকবর 

( C ) মহম্মদ বিন তুঘলক 

( D ) জাহাঙ্গীর 


Answer: (A)



58.  D, C ও E- এর চেয়ে লম্বা । A, E- এর মত লম্বা নয় । C, A- এর চেয়ে লম্বা । D, B- এর মত লম্বা নয় । তাহলে, দ্বিতীয় উচ্চতম ব্যক্তিটি কে ? 

( A ) B 

( B ) C 

( C ) D 

( D ) E 


Answer: (C)



59. উত্তর গােলার্ধের জন্য সঠিক জোড়গুলি শনাক্ত করুন : 

1. মকর সংক্রান্তি - ডিসেম্বর 22nd 

2. জলবিষুব - সেপ্টেম্বর 23rd 

3. কর্কট সংক্রান্তি - জুন 21st

4. মহাবিষুব – মার্চ 21st 

প্রদত্ত কোড থেকে সঠিক উত্তরটি চয়ন করুনঃ 

( A ) 1 এবং 2 

( B ) 2 এবং 3 

( C ) 3 এবং 4 

( D ) সবকটি সঠিকভাবে মেলে 


Answer: (D)



60. মােট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 census- এ পশ্চিমবঙ্গের স্থান হল

( A ) দশম

( B ) চতুর্থ 

( C ) দ্বিতীয়

( D ) পঞ্চম


Answer: (B)


WBCS preliminary question paper solved with answer key

MCQ Test on above Questions

WBCS Preliminary Exam 2020

Part-2 of WBCS 2020

Question of

Good Try!

Corrected out of Questions!

Percentage

আরও পড়ার জন্য নিচের পোষ্টগুলোও দেখতে পারেন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ