WBCS Prelim Exam 2020
Question (Part 2)
WBCS Exam Preparation
প্রিয় পাঠক, আমরা আজ থেকে West Bengal Public Service Commission দ্বারা আয়োজিত West Bengal Civil Service Exam-এর প্রস্তুতি হিসেবে প্রিলিমিনারি পরীক্ষার বিভিন্ন অংশ নিয়ে নিয়মিত আলোচনা করব । আশা করি আপনাদের এই উদ্যোগটি ভালো লাগবে । আপনাদের পরীক্ষায় প্রস্তুতিতে যদি আমাদের এই অংশগুলি সাহায্য করে তবে নিজেদের কৃতার্থ মনে করব । আপনাদের কোন প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন যাতে করে আমরা আমাদের এই Blog-টিকে আরো উন্নততর করে গড়ে তুলতে পারি যেগুলো আপনাদের প্রয়োজন এটাতে সাহায্য করবে । আপনাদের জন্য আজকে থাকলো 2020 সালের ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কিছু প্রশ্ন ।
26. গােদাবরী ও কৃষ্ণার ব - দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী?
( A ) কল্লেরু হ্রদ
( B ) পুলিকট হ্রদ
( C ) চিলিকা হ্রদ
( D ) লােকতাক হ্রদ
Answer: (A)
27. বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হল
( A ) ভারত
( B ) আমেরিকা যুক্তরাষ্ট্র
( C ) চিন
( D ) অস্ট্রেলিয়া
Answer: (A)
28. 'NATGRID' শুরু হবে
( A ) 31 শে ডিসেম্বর 2020 - এর মধ্যে
( B ) 31 শে ডিসেম্বর 2019 - এর মধ্যে
( C ) 31 শে মার্চ 2020 - এর মধ্যে
( D ) 15 ই আগস্ট 2020 - এর মধ্যে ।
Answer: (A)
29. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল
( A ) ভারতীয় ন্যাশানাল কংগ্রেস
( B ) ইন্ডিয়ান লিগ
( C ) ভারতীয় সাংবিধানিক সভা
( D ) উপরের কোনােটিই নয়
Answer: (C)
30. ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি ( কুঠী ) নির্মাণ করেন ?
( A ) বােম্বে
( B ) সুরাট
( C ) সুতানুটি
( D ) মাদ্রাজ
Answer: (B)
31. A হল C- এর ছেলে । C এবং Q দুই বােন । Z হল Q- এর মা । P হল Z- এর ছেলে । A ও P- এর মধ্যে সম্পর্ক কী ?
( A ) ভাই
( B ) মামা
( C ) কাকা
( D ) দাদু
Answer: (B)
32. অ্যাক্ট III , 1872 কী ছিল ?
( A ) সমাজ সংস্কার আইন
( B ) জুরী আইন
( C ) রাজস্ব আইন
( D ) শাসনসংক্রান্ত আইন
Answer: (A)
33. নীচের কোনটি অন্যদের থেকে আলাদা ?
( A ) Zoology
( B ) Physiology
( C ) Botany
( D ) Philosophy
Answer: (D)
34. কে অ্যাংলাে - ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ?
( A ) দয়ানন্দ সরস্বতী
( B ) লালা হংসরাজ
( C ) আত্মারাম পান্ডুরঙ্গ
( D ) মহাদেব গােবিন্দ রানাডে
Answer: (B)
35. ভারতের প্রথম ‘G.I. Tag’ প্রাপ্ত পদার্থ হল
( A ) এলাচ
( B ) দার্জিলিং চা
( C ) বাসমতি চাল
( D ) গােবিন্দভােগ চাল
Answer: (B)
36. একটি নির্দিষ্ট নিয়ম মেনে নীচের টেবিলে সংখ্যাগুলি বসানাে হয়েছে । ' ? ' চিহ্নিত স্থানের সঠিক সংখ্যাটি কত হবে ?
5 | 9 | 14 | 20 |
9 | 17 | 27 | ? |
( A ) 35
( B ) 37
( C ) 39
( D ) 41
Answer: (C)
37. Census 2011-এ পশ্চিমবঙ্গের literacy rate হল
( A ) 97 %
( B ) 70 %
( C ) 80 %
( D ) 77 %
Answer: (D)
38. কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারী মর্যাদা দেওয়া হয়েছে এবং UNESCO-র দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে ?
( A ) Santali ভাষা
( B ) Kurukh ভাষা
( C ) Kurmali ভাষা
( D ) Sadri ভাষা
Answer: (B)
39. ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় depreciate করে তখন
( A ) আমাদের রপ্তানি সস্তাতর ও আমদানির দাম বাড়ে
( B ) আমদানি সস্তাতর ও রপ্তানির দাম বাড়ে
( C ) আমদানি ও রপ্তানি দুইয়েরই দাম বাড়ে
( D ) আমদানি ও রপ্তানির উপর কোনাে প্রভাব পড়ে না
Answer: (A)
40. স্যার সি.ভি. রমন Nobel পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য ?
( A ) বিক্ষেপণ
( B ) বিচ্ছুরণ
( C ) ব্যতিচার
( D ) সমবর্তন
Answer: (A)
41. দীনবন্ধু মিত্র রচিত 'নীল দর্পণ' গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ?
( A ) বাংলার কারিগর
( B ) নীল চাষি
( C ) ভূমিহীন মজুর
( D ) উপরােক্ত প্রতিটি শ্রেণিরই
Answer: (B)
42. L , M , N , 0 , P , Q , R , S এবং T অক্ষরগুলি পরপর আছে। এই অক্ষরগুলির পরিবর্তে 1 থেকে 9 সংখ্যাগুলি ধরা হল । কিন্তু এইগুলি পরপর নয় । এক্ষেত্রে P হল 4। P ও T- এর পার্থক্য হল 5। N ও T- এর পার্থক্য হল 3। তাহলে N- এর জন্য কোন সংখ্যাটি ধরা হয়েছে ?
( A ) 7
( B ) 5
( C ) 4
( D ) 6
Answer: (D)
43. কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের ( 23 শে নভেম্বর , 1919 খ্রিঃ ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?
( A ) মহাত্মা গান্ধী
( B ) সুভাষচন্দ্র বসু
( C ) চিত্তরঞ্জন দাস
( D ) মতিলাল নেহেরু
Answer: (A)
44. একটি শুঁয়োপােকা মাটি থেকে 75 inclies উঁচু একটি খুঁটি বেয়ে উঠছে । দিনের বেলায় সে 5 inches উপরে ওঠে আবার রাতের বেলায় 4 inches করে নেমে যায় । তাহলে সে খুটির উপরে প্রথম কখন পৌঁছবে ?
( A ) 70 তম দিনে
( B ) 71 তম দিনে
( C ) 72 তম দিনে
( D ) 75 তম দিনে
Answer: (B)
45. কে ‘ ম্পিরিট অব ইসলাম ' লিখেছিলেন ?
( A ) আবদুল ওয়াহাব
( B ) থিয়ােডাের বেক
( C ) সৈয়দ আমীর আলী
( D ) মহসিন উল - মুলক
Answer: (C)
46. International Day of the Tropics প্রতি বছর পালন করা হয়
( A ) 23 শে মার্চ
( B ) 4 ঠা জুলাই
( C ) 22 শে সেপ্টেম্বর
( D ) 26 শে জুন
Answer: (D)
47. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয় ?
( A ) 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
( B ) 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন
( C ) 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন
( b ) 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
Answer: (A)
48. সােমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
( A ) মধ্যপ্রদেশ
( B ) কর্ণাটক
( C ) অন্ধ্রপ্রদেশ
( D ) মহারাষ্ট্র
Answer: (C)
49. খােদা - ই - খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
( A ) আব্বাস তায়েবজী
( B ) খান আব্দুল গফফর খান
( C ) মৌলানা আজাদ
( D ) ডঃ আনসারি
Answer: (B)
50. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিবঙ্গকে স্পর্শ করেছে ?
( A ) 4
( B ) 6
( C ) 5
( D ) 3
Answer: (C)
51. আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন ?
( A ) লাল্লুজী লাল
( B ) পদ্মাকর ভট্ট
( C ) প্রেমচাঁদ
( D ) হরিশচন্দ্র
Answer: (D)
52. কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয় ?
( A ) 14 জানুয়ারি , 1969
( B ) 4 ডিসেম্বর , 1969
( C ) 27 জানুয়ারি , 1969
( D ) 16 আগস্ট , 1969
Answer: (A)
53. ক্ষুদ্রতম সংমিশ্রণ সংখ্যাটি হল
( A ) 1
( B ) 2
( C ) 4
( D ) 3
Answer: (C)
54. কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে ?
( A ) 1991
( B ) 1990
( C ) 1992
( D ) 1994
Answer: (C)
55. নীচে একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া হলঃ
1. এটির ঝাড়খণ্ডের রাঁচি মালভূমিতে উৎস ।
2. এটি বেতলা জাতীয় উদ্যানের উত্তরের অংশ দিয়ে প্রবাহিত হয় ।
3. এটি একটি শােন নদীর শাখা নদী ।
উপরের তথ্যভিত্তিতে নদীটি চিহ্নিত করুনঃ
( A ) উত্তরে কোয়েল নদী
( B ) মেচি নদী
( C ) মহানন্দা নদী
( D ) মহাদায়ী নদী
Answer: (A)
56. বােঘাজকোই গুরুত্বপূর্ণ কারণ ,
A ) এই জায়গাটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল ।
( B ) আদি - বৈদিক সাহিত্য এখানেই রচিত হয় ।
( C ) এখানে প্রাপ্ত লেখমালা - য় বৈদিক দেব - দেবীদের নাম উল্লিখিত আছে ।
( D ) উপরের কোনােটিই নয় ।
Answer: (C)
57. নিম্নোক্তদের মধ্যে আলাই দরওয়াজা ’ - র নির্মাতা কে ?
( A ) আলাউদ্দিন খিলজী
( B ) আকবর
( C ) মহম্মদ বিন তুঘলক
( D ) জাহাঙ্গীর
Answer: (A)
58. D, C ও E- এর চেয়ে লম্বা । A, E- এর মত লম্বা নয় । C, A- এর চেয়ে লম্বা । D, B- এর মত লম্বা নয় । তাহলে, দ্বিতীয় উচ্চতম ব্যক্তিটি কে ?
( A ) B
( B ) C
( C ) D
( D ) E
Answer: (C)
59. উত্তর গােলার্ধের জন্য সঠিক জোড়গুলি শনাক্ত করুন :
1. মকর সংক্রান্তি - ডিসেম্বর 22nd
2. জলবিষুব - সেপ্টেম্বর 23rd
3. কর্কট সংক্রান্তি - জুন 21st
4. মহাবিষুব – মার্চ 21st
প্রদত্ত কোড থেকে সঠিক উত্তরটি চয়ন করুনঃ
( A ) 1 এবং 2
( B ) 2 এবং 3
( C ) 3 এবং 4
( D ) সবকটি সঠিকভাবে মেলে
Answer: (D)
60. মােট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 census- এ পশ্চিমবঙ্গের স্থান হল
( A ) দশম
( B ) চতুর্থ
( C ) দ্বিতীয়
( D ) পঞ্চম
Answer: (B)
0 মন্তব্যসমূহ
Your comment will be visible after approval