প্রশ্নোত্তরে মৌর্য সাম্রাজ্য | General Knowledge on Maurya Empire

প্রশ্নোত্তরে মৌর্য সাম্রাজ্য | General Knowledge on Maurya Empire

প্রশ্নোত্তরে মৌর্য সাম্রাজ্য


General Knowledge quiz on Maurya Empire





ভারতের ইতিহাস 


 Indian History





1. কত খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য পাটালিপুত্র দখল করেন?




... Correct answer is B)
321 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য পাটালিপুত্র দখল করেন



2. চন্দ্রগুপ্ত কোন রাজাকে সিংহাসনচ্যুত করে পাটালিপুত্র দখল করেছিলেন?




... Correct answer is A)
চন্দ্রগুপ্ত ধননন্দকে সিংহাসনচ্যুত করে পাটালিপুত্র দখল করেছিলেন



3. মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিল?




... Correct answer is B)
মেগাস্থিনিস সেলুকাসের রাজদূত হিসেবে ভারতে এসেছিল



4. মেগাস্থিনিস এর লেখা বইটির নাম কি ?




... Correct answer is D)
মেগাস্থিনিস এর লেখা বইটির নাম ইন্ডিকা



5. অশোক কত খ্রীষ্টপূর্বাব্দে সিংহাসনের অধিকার লাভ করেছিলেন ?




... Correct answer is C)
264 খ্রীষ্টপূর্বাব্দে অশোক সিংহাসনের অধিকার লাভ করেছিলেন



6. অশোকের 'মাস্কি' শিলালিপি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে ?




... Correct answer is C)
অশোকের 'মাস্কি' শিলালিপি 1915 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে



7. 'মাস্কি' শিলালিপি অনুসারে অশোকের নাম কি ছিল ?




... Correct answer is A)
'মাস্কি' শিলালিপি অনুসারে অশোকের নাম ছিল প্রিয়দর্শী



8. অশোকের শিলালিপি কোন লিপি দ্বারা রচিত ?




... Correct answer is D)
অশোকের শিলালিপি ব্রাহ্মী লিপি দ্বারা রচিত



9. সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত ছিলেন ?




... Correct answer is B)
সম্রাট অশোক উপগুপ্ত নামক বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত ছিলেন



10. কোন রাজার রাজসভা 'নবরত্ন' এর জন্য বিখ্যাত ছিল ?




... Correct answer is B)
দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা 'নবরত্ন' এর জন্য বিখ্যাত ছিল



11. সম্রাট অশোকের পিতার নাম কি ?




... Correct answer is C)
সম্রাট অশোকের পিতার নাম বিন্দুসার



12. সম্রাট অশোকের রাজত্বকালে কোন বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল?




... Correct answer is C)
সম্রাট অশোকের রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল



13. অশোকের প্রধান প্রস্তর লিপির সংখ্যা কয়টি?




... Correct answer is D)
অশোকের প্রধান প্রস্তর লিপির সংখ্যা 14 টি



14. সম্রাট অশোকের সবচেয়ে উঁচু স্তম্ভ লিপিটি হল রামপূর্বা। এই রামপূর্বা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত ?




... Correct answer is A)
সম্রাট অশোকের সবচেয়ে উঁচু স্তম্ভ লিপিটি হল রামপূর্বা। এই রামপূর্বা বর্তমানে বিহার রাজ্যে অবস্থিত



15. অশোকের ধর্ম চক্র দন্ডের সংখ্যা কত ছিল ?




... Correct answer is B)
অশোকের ধর্ম চক্র দন্ডের সংখ্যা ছিল 24টি



16. ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভে কোন পশুর মূর্তিটি নেই ?




... Correct answer is D)
ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের মহিষের মূর্তিটি নেই



17. কৌটিল্যের অর্থশাস্ত্র আনুমানিক কত খ্রীষ্টপূর্বাব্দে রচিত হয়েছিল ?




... Correct answer is B)
কৌটিল্যের অর্থশাস্ত্র আনুমানিক 650 খ্রীষ্টপূর্বাব্দে রচিত হয়েছিল



18. মৌর্য যুগের 'আয়ুধিয়' কর, কি প্রকারের কর ?




... Correct answer is A)
মৌর্য যুগের 'আয়ুধিয়' কর, সৈনিকদের দ্বারা প্রদত্ত কর



19. মৌর্য যুগের ক্যালেন্ডার অনুযায়ী ১ অয়ন বলতে কী বোঝায় ?




... Correct answer is C)
মৌর্য যুগের ক্যালেন্ডার অনুযায়ী ১ অয়ন বলতে বোঝায় 6 মাস



20. এদের মধ্যে কোনটি অশোকের শিলালিপির ভাষা নয় ?




... Correct answer is D)
এদের মধ্যে রোমান ভাষাটি অশোকের শিলালিপির ভাষা নয়



21. মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?




... Correct answer is C)
মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ