Nabanna Scholarship 2025
Uttarkanya Scholarship 2025
Financial Assistance From Chief Minister’s Relief Fund (CMRF) 2025
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতা 2025
Financial Assistance from CMRF কি ও কেন:
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের যে সব স্কলারশিপ বা আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে তাদের মধ্যে Swami Vivekananda Merit Cum Means Scholarship পর অন্যতম হল -
Financial Assistance From Chief Minister’s Relief Fund And Chief Minister’s Discretionary Fund.
অথবা,
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতা।
অনেকে এই আর্থিক সহযোগিতাকে নবান্ন স্কলারশিপ ( Nabanna Scholarship,) বা উত্তরকন্যা স্কলারশিপ (Uttarkanya Scholarship) বা মুখ্যমন্ত্রী স্কলারশিপ (Chief Minister Scholarship) বলে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে এটি আর্থিক সহযোগিতা(Financial Assistance) যা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রীর বিচক্ষণ তহবিল(Chirf Minister's Relief and discretionary Fund) থেকে দেয়া হয়।
Financial Assistance from CMRF একটি আর্থিক সহযোগিতা যা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রীর বিচক্ষণ তহবিল থেকে দেয়া হয়। সেই সব ছাত্র-ছাত্রীদের এই আর্থিক সহযোগিতা দেওয়া হয় যারা পড়াশোনাতে ভালো কিন্তু বাড়ির আর্থিক অবস্থা দুর্বল এবং যারা অন্য কোনো তহবিল থেকে আর্থিক অনুদান বা সহযোগিতা পায় না।
এই আর্থিক সহযোগিতা পাওয়ার যোগ্যতা :
Financial Assistance from CMRF পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের যে সব যোগ্যতার প্রয়োজন তা হল-
1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
2. পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো বোর্ড/ কাউন্সিল/ বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের/ উচ্চমাধ্যমিক বা সমমানের/ স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে।
3. নম্বর
a) একাদশ (XI) ও দ্বাদশ (XII) শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর হবে 50% বা তার বেশি কিন্তু 60% এর কম। এক্ষেত্রে মনে রাখতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় যদি তার নম্বর 60% বা তার বেশি হয় তবে সে আবেদনের যোগ্য নয়। সে আবেদন করবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (Swami Vivekananda Merit Cum Means Scholarship)
b) স্নাতক স্তরে (Graduation বা B.A. / B.Sc. / B.Com.) পাঠরত ছাত্র-ছাত্রীদের উচ্চমাধ্যমিকে (HS) বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর হবে 50% বা তার বেশি কিন্তু 60% এর কম। এক্ষেত্রেও মনে রাখতে হবে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় যদি তার নম্বর 60% বা তার বেশি হয় তবে সে আবেদনের যোগ্য নয়। সে আবেদন করবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (Swami Vivekananda Merit Cum Means Scholarship)।
c) স্নাতকোত্তর পর্যায়ে ( Post Graduation বা M.A. / M.Sc. / M.Com.) পাঠরত ছাত্র-ছাত্রীদের স্নাতক স্তরের (Graduation বা B.A. / B.Sc. / B.Com.) নম্বর হবে 50% বা তার বেশি কিন্তু 53% এর কম।
4. পরিবারের মাসিক আয়
সকল বিভাগের ছাত্র-ছাত্রীদের পারিবারিক মাসিক আয় হবে সর্বাধিক 10000/- টাকা বা বার্ষিক 120000 টাকা।
একই কোর্স/ পর্যায়ের জন্য কোনও সরকারি/বেসরকারি বৃত্তি/উপবৃত্তি ভোগ করছেন না।
বিশেষ জ্ঞাতব্য
* একই কোর্স/ ক্লাসের জন্য অন্য কোনও সরকারি/বেসরকারি বৃত্তি/ উপবৃত্তি পেয়ে থাকলে এই আর্থিক সহযোগিতার জন্য আবেদন করতে পারবেন না।
* সকল বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়মিত (Regular Student) হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর থেকে বর্তমান শ্রেণীর মধ্যবর্তী কোন শিক্ষাবর্ষ নষ্ট (Year Drop / Gap) করা যাবে না।
* যে সব ছাত্র-ছাত্রী বিবেকানন্দ স্কলারশিপের যোগ্য অর্থাৎ যাদের প্রাপ্ত নম্বর 60% বা তার বেশী তাদের অবশ্যই বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হবে। নম্বরের কারণে বা অন্য কোন কারণে পরবর্তী বছর গুলোতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ না পেলেও পরের বছর গুলোতেও এই আর্থিক সহযোগিতার জন্য আবেদন করতে পারবেন না।
আবেদন করতে হবে অনলাইন (Online)-এর মাধ্যমে। Offline বা সরাসরি জমা দেবার কোন ব্যবস্থা নেই।
আবেদন করার লিংক https://cmrf.wb.gov.in
10th class এর Admit-এ উল্লেখিত Roll no. দিয়ে ও Mobile no. দিয়ে প্রথমে Registration করতে হবে। Registration-এর 90 দিনের মধ্যে application process complete করে Submit করতে হবে। 90 দিনের মধ্যে submit না করলে Registration বাতিল হয়ে যাবে। এবং আগামী এক বছরের মধ্যে আর Registration করতে পারবেনা।
আবেদন করার সময় যে সব বিবরণ হাতের কাছে প্রস্তুত রাখবেন সেগুলো হল -
1. শিক্ষার্থীর নাম ( দশম শ্রেণীর পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) অনুসারে )
2. অভিভাবকের নাম
3. বয়স
4. দশম শ্রেণীর রোল নম্বর এবং বছর
5. পিন সহ সম্পূর্ণ ঠিকানা
6. আবেদন করার সময় মোবাইল নম্বর এবং মোবাইলটি আপনার হাতের কাছে রাখুন
7. ই-মেইল আইডি (ঐচ্ছিক)
8. আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের ব্যাঙ্কের বিবরণ (ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএস কোড)। অ্যাকাউন্ট-টি অবশ্যই Savings Bank অ্যাকাউন্ট হবে এবং চালু অবস্থায় থাকবে।
Upload করার জন্য প্রয়োজনীয় নথি বা কাগজপত্র :
Financial Assistance from CMRF- এ আবেদন করার জন্য যেসব নথি বা কাগজপত্র upload করতে হবে সেগুলোকে প্রথমে আলাদা আলাদা ভাবে স্ক্যান(Scan) বা ফটো তুলে pdf (প্রতিটি নথি 500 kb এর মধ্যে) রুপে রূপান্তরিত করে রাখুন। প্রয়োজন নথিগুলি নিম্নরূপ-
1. Application (আবেদন পত্র) : আবেদন পত্র অবশ্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সম্মোধন করে লিখতে হবে। আবেদনপত্রে যেসব অংশগুলি অবশ্যই থাকবে সেগুলি হল আবেদকের সম্পূর্ণ নাম ও ঠিকানা, ফোন নম্বর, বাবা বা মায়ের পেশা, বর্তমান শিক্ষার বিবরণ ও কি বিষয়ের আবেদন করছেন অর্থাৎ কেন আর্থিক সহযোগিতা চাওয়া হচ্ছে। (নমুনা Application নিচে দেওয়া আছে)। আবেদনকারী নিজের হাতে সাদা কাগজে আবেদন (Application) করতে পারেন অথবা Printed Application ব্যবহার করতে পারেন। আবেদন পত্রের শেষে অবশ্যই আবেদনকারীর স্বাক্ষর (Signature) থাকবে।
2. Self Declaration (স্ব-ঘোষণাপত্র): Self declaration বা স্ব-ঘোষণাপত্রটিও আবেদনকারী নিজের হাতে সাদা কাগজে লিখতে পারেন অথবা Printed self Declaration ব্যবহার করতে পারেন। Self Declaration-এ যেসব বিষয় গুলি উল্লেখ থাকবে তা হলো আবেদনকারীর সম্পূর্ণ পরিচিতি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম সহ যে শ্রেণীতে পাঠরত তার বিবরণ এবং বর্তমান শিক্ষাবর্ষে সে কোনরূপ আর্থিক সহযোগিতা পেয়েছে কিনা তার উল্লেখ। ঘোষণাপত্রটিতে অবশ্যই আবেদনকারীর স্বাক্ষর ও তার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দ্বারা স্বাক্ষরিত (Counter-Signed) হতে হবে। (নমুনা Self Declaration নিচে দেওয়া আছে)
3. Recommendation Letter (সুপারিশ পত্র): MLA / MP দেওয়া Recommendation Letter (সুপারিশ পত্র)-এ যে সব বিষয়গুলো উল্লেখ থাকবে সেগুলো হলো আবেদনকারীর সম্পূর্ণ পরিচয়, তাদের আর্থিক অবস্থার বর্ণনা এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদনকারীর জন্য সুপারিশ যাতে করে আবেদনকারীকে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়। বিকল্প হিসেবে MLA / MP যদি আবেদনকারীর Application (আবেদন পত্র)-এ Sign and seal (স্বাক্ষর ও সিলমোহর) করে দেন তাহলে Application-টিকেই Application ও Recommendation দুটোই ধরা হবে। তখন আলাদা করে MLA / MP এর Recommendation Letter-এর দরকার হবে না।
4. Income Certificate (আয়ের শ্ংসাপত্র): Jt BDO / BDO / SDO / Executive Office-এর দেওয়া Income Certificate (আয়ের শ্ংসাপত্র)। পঞ্চায়েত এলাকায় সাধারণত BDO / Jt. BDO এবং পৌরসভা এলাকায় সাধারণত Executive Office আয়ের শ্ংসাপত্র বা Income Certificate প্রদান করে থাকেন। Income Certificate অবশ্যই প্রদানকারী অফিসের Letter Head-এ
থাকবে এছাড়া issuing officer-এর Sign, Seal ও date থাকবে।
5. Admit Card of Madhyamik / Equivalent Exam. (মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড)।
6.Last Qualifying Exam Marksheet.(একাদশ (XI) ও দ্বাদশ (XII) শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট। স্নাতক স্তরে (Graduation বা B.A. / B.Sc. / B.Com.) পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য উচ্চমাধ্যমিকে (HS) বা সমতুল্য পরীক্ষার মার্কশিট। এবং স্নাতকোত্তর পর্যায়ে ( Post Graduation বা M.A. / M.Sc. / M.Com.) পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য স্নাতক স্তরের (Graduation বা B.A. / B.Sc. / B.Com.) পরীক্ষার মার্কশিট )
7. Latest Admission Fee Receipt (বর্তমানে পাঠরত শ্রেণির ভর্তির রসিদ)।
8. Bank account details (ব্যাংকের পাস বই এর বর্ণনা) - ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি দিতে হবে। লক্ষ্য রাখতে হবে জেরক্স কপিতে যেন ব্যাংকের নাম, IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার, আবেদনকারীর নাম স্পষ্ট ও সঠিকভাবে উল্লেখ থাকে। মাধ্যমিকের এডমিট কার্ড অনুসারে নামের বানান ব্যাংকের অ্যাকাউন্টে ঠিক না থাকলে আর্থিক সহযোগিতা পাওয়া যাবে না।
এছাড়া যে সকল ছাত্র-ছাত্রী মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা (Diploma Eng. / B.E. / B.Tech. / MBBS / Law / Nursing / Pharmacy) প্রভৃতি কোর্স করছে তাদের আরও দুটি অতিরিক্ত কাগজ প্রয়োজন। সেগুলো হল-
9. Rank Card of JEE, NEET এই জাতীয় যে পরিক্ষা দিয়ে সে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।
10. Allotment letter for admission ( counselling দ্বারা প্রাপ্ত)
প্রতিটি Document বা কাগজ পরিস্কার ভাবে দৃশ্যমান 500kb কম সাইজের pdf Document হতে হবে।
Application Format
ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য Application ও self Declaration এর নমুনা বা Format নিচে দেওয়া হল-
যদি আবেদনকারীর বাড়ির ঠিকানা উত্তরবঙ্গের মধ্যে হয় তবে তারা শিলিগুড়ির নিকটস্থ উত্তরকন্যা অফিসের তাদের আবেদন জমা দেবে। আর যদি আবেদনকারীর বাড়ি দক্ষিণবঙ্গে হয়ে থাকে তবে তারা হাওড়া নবান্ন অফিসে তাদের আবেদন জমা দেবে। এবং সেই অনুযায়ী ঠিকানা পরিবর্তিত হবে। নিচের Format গুলো উত্তরবঙ্গের অনুযায়ী ঠিকানা দেওয়া আছে। যদি কেউ দক্ষিণবঙ্গের হয়ে থাকে তবে তারা নবান্ন অফিসের ঠিকানা দেবে।
উত্তরবঙ্গ অফিসের ঠিকানা-
To,
Uttarkanya,
Jalpaiguri- 734015
দক্ষিণবঙ্গ অফিসের ঠিকানা-
To,
Nabanna,
Howrah- 711102
Format of Application
To,
Uttarkanya,
Jalpaiguri- 734015.
Sub :- Seeking Financial Assistance for the course of H.S./ U.G./ P.G. Level
I am a permanent resident of the state of West Bengal and I am a student belonging to a poor family. I, therefore seek financial assistance from the Chief Minister’s Relief Fund and Chief Minister’s Discretionary Fund for my higher studies. My details are furnished below:
- Name of the Applicant (in block letter) :…………………………………………………….
- Father’s Name : …………………………………………………………………
- Father’s Profession : …………………………………………………………….
- Monthly Income of the Family : ……………………………………………………….
- Residential Address: Vill - ……………… P.O. - …………… P.S. - ………….….. Dist. - ……………...........….. Pin - ………….......…Phone No. …..………………..
- Sex : .………. .........………. Date of Birth: .......................... Age :……………………
- Category/ Caste (SC/ST/OBC/GENERAL) : ………….…………
- Last Qualifying Exam Passed : ………………………… In the year of ………………..
- Full Marks : …………….. Marks Obtained :……………… Percentage of Marks :…………..
- Name of the Institute presently studying : ………………………………………………………
- Name of the Course : …………………………………………………………………………
- Name of the Course : ………………………………………………………………
- Class in which studying now : …………………………..
Date :
………………………………
SELF
DECLARATION
______________________
Full Signature
of Candidate
Countersigned by
Head of the
Institution
(Signature &
Seal)
To,
Uttarkanya,
Jalpaiguri- 734015.
Sub :- Seeking Financial Assistance for the course of H.S./ U.G./ P.G. Level
I am a permanent resident of the state of West Bengal and I am a student belonging to a poor family. I, therefore seek financial assistance from the Chief Minister’s Relief Fund and Chief Minister’s Discretionary Fund for my higher studies. My details are furnished below:
- Name of the Applicant (in block letter): Anup Kumar Barman
- Father’s Name : Ratan Barman
- Father’s Profession : Farmer
- Monthly Income of the Family : 5000/-
- Residential Address: Vill - Mangal Pur P.O - Shyam Pukur..... P.S. - Dinhata.... Dist... Cooch Behar.......... Pin - ..736135........ Phone No - 9876543210......
- Sex : Male Date of Birth: 02.11.2009 Age : 16
- Category/ Caste (SC/ST/OBC/GENERAL)- SC
- Last Qualifying Exam Passed …Madhyamik …… ....In the year of …2020……..
- Full Marks …700……….. Marks Obtained …386…… Percentage of Marks …55.14....
- Name of the Institute presently studying … Shyam Pukur High School (XII) ………
- Class in which studying now … XI ………………………..
Date : 01.12.2025
Anup Kumar Barman
SELF DECLARATION
____Anup Kumar Barman_____
Full Signature of Candidate
Countersigned by
Head of the Institution
(Signature & Seal)
To,
Uttarkanya,
Jalpaiguri- 734015.
Sub :- Seeking Financial Assistance for the course of H.S./ U.G./ P.G. Level
I am a permanent resident of the state of West Bengal and I am a student belonging to a poor family. I, therefore seek financial assistance from the Chief Minister’s Relief Fund and Chief Minister’s Discretionary Fund for my higher studies. My details are furnished below:
- Name of the Applicant (in block letter): Anup Kumar Barman
- Father’s Name : Ratan Barman
- Father’s Profession : Farmer
- Monthly Income of the Family : 5000/-
- Residential Address: Vill - Mangal Pur P.O - Shyam Pukur..... P.S. - Dinhata.... Dist... Cooch Behar.......... Pin - ..736135........ Phone No - 9876543210......
- Sex : Male Date of Birth: 02.11.2007 Age : 18
- Category/ Caste (SC/ST/OBC/GENERAL)- General
- Last Qualifying Exam Passed …HS …… ....In the year of …2020……..
- Full Marks …500……….. Marks Obtained …261…… Percentage of Marks …52.2....
- Name of the Institute presently studying … Ananda Chandra College ………
- Class in which studying now … B.A- 1st Year (Bengali Honours)……………..
Date : 01.12.2020
Anup Kumar Barman
SELF DECLARATION
____Anup Kumar Barman_____
Full Signature of Candidate
Countersigned by
Head of the Institution
(Signature & Seal)
1 মন্তব্যসমূহ
Very informative
উত্তরমুছুনYour comment will be visible after approval