Harappa Civilization
GK on Indus valley Civilization
প্রশ্নোত্তরে হরপ্পা সভ্যতা
প্রাচীন ভারতের ইতিহাস
বৈদিক যুগের ইতিহাস
1. ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি?
ভারতের প্রাচীনতম সাহিত্য "বেদ"
2. আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম কি ছিল?
আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম ছিল "গরু"
3. হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়?
হরপ্পা সভ্যতা "1921" সালে আবিষ্কৃত হয়
4. মহেঞ্জোদারো কথাটির অর্থ কি ?
মহেঞ্জোদারো কথাটির অর্থ "মৃতের স্তুপ"
5. লোথাল কোথায় অবস্থিত ?
লোথাল শহরটি "গুজরাটে" অবস্থিত
6. ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতার নাম কি ?
ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতার নাম "মেহেরগড়"
7. ঐতিহাসিকরা সিন্ধু সভ্যতাকে কোন যুগের সঙ্গে সম্পর্কিত বলেছেন ?
ঐতিহাসিকরা সিন্ধু সভ্যতাকে "নব্য প্রস্তর যুগের" সঙ্গে সম্পর্কিত বলেছেন
8. সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না ?
সিন্ধু সভ্যতার অধিবাসীরা "লোহার" ব্যবহার জানতো না
9. কোন পশুর উল্লেখ সিন্ধু সভ্যতায় পাওয়া যায় না ?
"ঘোড়ার" উল্লেখ সিন্ধু সভ্যতায় পাওয়া যায় না
10. সিন্ধু সভ্যতার যুগের ঘরগুলো কোন পদার্থে নির্মিত ?
সিন্ধু সভ্যতার যুগের ঘরগুলো "ইট" দিয়ে নির্মিত
11. ঋকবেদে স্তোত্রের সংখ্যা কত ?
ঋকবেদে স্তোত্রের সংখ্যা "1028"
12. গায়ত্রী মন্ত্র কোন বেদে বর্ণিত আছে?
গায়ত্রী মন্ত্র "ঋকবেদে" বর্ণিত আছে
13. যজ্ঞের স্তোত্রগুলি কোন বেদে পাওয়া যায়?
যজ্ঞের স্তোত্রগুলি "সামবেদে" পাওয়া যায়
14. কোন বেদে যাগ-যজ্ঞ ও তার ক্রিয়া-কলাপ এর নির্দেশ পাওয়া যায় ?
"যজুর্বেদে" যাগ-যজ্ঞ ও তার ক্রিয়া-কলাপ এর নির্দেশ পাওয়া যায়
15. আর্য জাতি ভারতের কোন অঞ্চলে প্রথম বসবাস শুরু করেন ?
আর্য জাতি ভারতের "পাঞ্জাবে" প্রথম বসবাস শুরু করেন
16. সিন্ধু সভ্যতার অধিবাসীরা এদের মধ্যে কোন দেশের সাথে বাণিজ্যিক ভাবে যুক্ত ছিল ?
সিন্ধু সভ্যতার অধিবাসীরা "মেসোপটেমিয়ার" সাথে বাণিজ্যিক ভাবে যুক্ত ছিল
17. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কোন টি?
সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল "কৃষিকাজ"
18. ঋকবৈদিক যুগের প্রধান দেবতা নাম কি ছিল ?
ঋকবৈদিক যুগের প্রধান দেবতা নাম ছিল "অগ্নি"
19. বৈদিক যুগে 'কুলপা' কথাটির অর্থ কি?
বৈদিক যুগে 'কুলপা' কথাটির অর্থ "পরিবার প্রধান"
20. কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল?
"মধ্য এশিয়া" থেকে আর্যরা ভারতে এসেছিল
0 মন্তব্যসমূহ
Your comment will be visible after approval