WBCS Preliminary Exam Question Paper Solution 2002
Indian History and Indian National Movement
ভারতের ইতিহাস ও ভারতের স্বাধীনতা সংগ্রাম
প্রিয় পাঠক আপনারা যারা WBPSC-এর WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতির সুবিধার্থে WBCS প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে আশাকরি প্রশ্নগুলি আপনাদের পড়াশোনাতে সাহায্য করবেন। একই ভাবে বিভিন্ন বছরের প্রশ্নোত্তর নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকবেন।
WBCS Prelim Exam Question 2002
প্রশ্ন: নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে চিপকো আন্দোলনের সাথে জড়িত ?
(A) বাবা আমতে
(B) সুন্দরলাল বহুগুণা
(C) মেধা পাটেকর
(D) অরুন্ধতী রায়
উত্তর : B
প্রশ্ন: নিন্মলিখিতগুলির মধ্যে কোনটি ত্রিপিটকের ( তিন পেটিকা) অন্তর্গত নয়
(A) জাতক
(B) বিনয়
(C) সুত্ত
(D) অভিধম্ম
উত্তর : A
প্রশ্ন: বৌদ্ধ প্রথা ও ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য মৌরিয় নামক
(A) শুদ্র
(B) বৈশ্য
(C) ব্রাহ্মণ
(D) ক্ষত্রিয়
উত্তর : A
প্রশ্ন: ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয় ?
(A) রাজা রামমোহন রায়
(B) রাজা রাধাকান্ত দেব
(C) কেশব চন্দ্র সেন
(D) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর : A
প্রশ্ন: নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি গান্ধার শিল্প সম্বন্ধে প্রযোজ্য ?
(i) এই শিল্পরীতি অনুযায়ীই প্রথম বুদ্ধ মূর্তি গঠিত হয়েছিল,
(ii) গান্ধার শিল্পিরা সাদা পাথরে মূর্তি রচনা করতেন,
(iii) এই শিল্প ইন্দো-গ্রীক শিল্পরীতি নামেও পরিচিত,
(iv) এই শিল্পরীতি মথুরা শিল্পরীতি থেকে উন্নত ছিল
(A) i, ii এবং iii
(B) i এবং ii
(C) i এবং iv
(D) iii এবং iv
উত্তর : A
প্রশ্ন : ঋকবেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল
(A) ইন্দ্র
(B) অগ্নি
(C) সাবিত্রী
(D) ঊষা
উত্তর : B
প্রশ্ন : ভারতবর্ষে ব্রিটিশ আধিপত্য স্থাপনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হল
(A) ওয়ান্ডিওয়াশের যুদ্ধ
(B) পলাশীর যুদ্ধ
(C) মেবারের যুদ্ধ
(D) শ্রীরঙ্গাপত্তনমের যুদ্ধ
উত্তর : B
প্রশ্ন : বাংলায় কলকাতা অনুশীলন সমিতি স্থাপন করেন ?
(A) সতীশচন্দ্র বসু
(B) প্রমথনাথ মিত্র
(C) বারীন ঘোষ
(D) অশ্বিনী কুমার দত্ত
উত্তর : B
প্রশ্ন : ইখতা বলতে কি বোঝায় ?
(A) জ্যেষ্ঠ সন্তানের উত্তরাধিকার লাভ করার বিধি
(B) সামরিক কর্মচারীদের প্রদত্ত শাসকের খাস জমি
(C) যুদ্ধে লুন্ঠিত সম্পদের উপর রাষ্ট্রের এক-তৃতীয়াংশ ভাগ
(D) বেতনের পরিবর্তে প্রদত্ত জমির রাজস্ব আদায়ের অধিকার
উত্তর : B
প্রশ্ন : কোন ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব ফাঁসিতে প্রাণ দেন
(A) কাকোরি মামলা
(B) লাহোর ষড়যন্ত্র মামলা
(C) মিরাট ষড়যন্ত্র মামলা
(D) হরকত উল মুজাহিদিন
উত্তর : B
প্রশ্ন : নিম্নলিখিত মুসলিম নেতৃবৃন্দের মধ্যে কোনজন ১৯০৫ সালের বয়কট আন্দোলনের সাথে ছিলেন না ?
(A) আব্দুল রসুল
(B) লিয়াকত হুসেন
(C) আব্দুল হালিম গজনভি
(D) নবাব সলিমুল্লাহ
উত্তর : D
প্রশ্ন : চৌরিচোরা ঘটনার পর _______ আন্দোলন প্রত্যাহার করা হয়।
(A) ভারত ছাড়ো
(B) আইন অমান্য
(C) কৃষক
(D) অসহযোগ
উত্তর : D
প্রশ্ন : "মাস্টারদা" নামে পরিচিত ছিলেন
(A) লোকনাথ বল
(B) সূর্য সেন
(C) গণেশ ঘোষ
(D) অনন্ত সিংহ
উত্তর : B
প্রশ্ন : কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায়
(A) ত্রয়োদশ শিলালেখে
(B) দ্বাদশ শিলালেখে
(C) ভাব্রু শিলালেখে
(D) অষ্টম শিলালেখে
উত্তর : B
প্রশ্ন : এঁদের মধ্যে কে নরম পন্থী নন ?
(A) গোপালকৃষ্ণ গোখলে
(B) দাদাভাই নৌরজি
(C) ফিরোজ শাহ মেহতা
(D) বিপিনচন্দ্র পাল
উত্তর : D
প্রশ্ন : জিওল, শাসগনি এবং তঙ্কা - সুলতানী আমলের এই তিন মুদ্রা হল যথাক্রমে এই ধাতুর তৈরি
(A) তামা, রুপো, রুপো
(B) সোনা, তামা, সিসা
(C) রুপো, সোনা, তামা
(D) রূপো, সোনা, রুপো
উত্তর : A
প্রশ্ন : "ভারতের মহান বৃদ্ধ" নামে পরিচিত
(A) মহাত্মা গান্ধী
(B) মদনমোহন মালব্য
(C) সীতারাম কেশরী
(D) দাদাভাই নৌরজি
উত্তর : D
প্রশ্ন : নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন
(A) কালাশোক
(B) মহাপদ্ম
(C) ধননন্দ
(D) নাগদশক
উত্তর : B
প্রশ্ন : "পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে এস আমরা কুঠারাঘাত করি, ডালপালাগুলি নিজের থেকেই খসে পড়বে"- এই উক্তি কার
(A) প্রথম বাজিরাও
(B) শিবাজী
(C) বালাজি বিশ্বনাথ
(D) নানা ফড়নবিশ
উত্তর : A
প্রশ্ন : নিন্মলিখিত রাজাদের মধ্যে কারা প্রথমে ব্রাহ্মণদের ভূমিদান করে ?
(A) শুঙ্গ
(B) কাণ্ব
(C) সাতবাহন
(D) শক এবং কুষাণ
উত্তর : A
প্রশ্ন : সিন্ধু সভ্যতার সময়কাল হল
(A) নব্য প্রস্তর যুগ
(B) প্রাচীন প্রস্তর যুগ
(C) মধ্য প্রস্তর যুগ
(D) তাম্র প্রস্তর যুগ
উত্তর : A
প্রশ্ন : "ভারতীয় সমস্যার একমাত্র সমাধান ভারত বিভাজন"- বলেনঃ
(A) ফজলুল হক
(B) মহম্মদ ইকবাল
(C) চৌধুরী রহমত আলী
(D) মহম্মদ আলী জিন্নাহ
উত্তর : D
প্রশ্ন : মুসলিম লীগ ঘোষিত প্রত্যক্ষ সংগ্রাম কবে শুরু হয় ?
(A) আগষ্ট ১২, ১৯৪৬
(B) আগষ্ট ১৪, ১৯৪৬
(C) আগষ্ট ১৫, ১৯৪৬
(D) আগষ্ট ১৬, ১৯৪৬
উত্তর : D
প্রশ্ন : "করেঙ্গে ইয়ে মরেঙ্গে"- আন্দোলনের মন্ত্র ছিল
(A) অসহযোগ
(B) খিলাফত
(C) ভারত ছাড়ো
(D) আইন অমান্য
উত্তর : C
প্রশ্ন : ১৯০৮ মজঃফরপুরের কুখ্যাত বিচারক কিংসফোর্ডের প্রাণনাশের চেষ্টা করেছিলেন-
(১) ক্ষুদিরাম বোস (২) প্রফুল্ল চাকী (৩) বারীন্দ্র ঘোষ (৪) সত্যেন বসু
(A) ১
(B) ১ এবং ২
(C) ৩ এবং ৪
(D) ১,২ এবং ৪
উত্তর : B
প্রশ্ন : ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে "একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতা যুদ্ধ"- এই বলে অভিহিত করেন কে?
(A) স্যার জন সিলে(Seeley)
(B) রমেশচন্দ্র মজুমদার
(C) বিনায়ক দামোদর সাভারকার
(D) বেঞ্জামিন ডিসরেলি(Disraeli)
উত্তর : C
প্রশ্ন : এদেশে প্রথম বাংলা সংবাদপত্র কোনটি
(A) সমাচার দর্পণ
(B) সংবাদ কৌমদী
(C) সংবাদ প্রভাকর
(D) যুগান্তর
উত্তর : A
প্রশ্ন : "ফরওয়ার্ড ব্লক" রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন
(A) চিত্তরঞ্জন দাস
(B) মতিলাল নেহেরু
(C) সুভাষচন্দ্র বসু
(D) বিপিন বিহারী গাঙ্গুলি
উত্তর : C
প্রশ্ন : "Servants of India society" প্রতিষ্ঠা করেন
(A) বি. জি. তিলক
(B) জি. কে. গোখলে
(C) লালা লাজপত রায়
(D) বিপিনচন্দ্র পাল
উত্তর : B
প্রশ্ন : বিখ্যাত ডান্ডি অভিযান শুরু হয়
(A) মার্চ, ১৯৩০
(B) এপ্রিল, ১৯৩০
(C) মে, ১৯৩১
(D) জুন, ১৯৩১
উত্তর : A
প্রশ্ন : ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয় ?
(A) লর্ড লিটন
(B) লর্ড রিপন
(C) লর্ড ডাফরিন
(D) লর্ড ল্যান্সডাউন
উত্তর : C
প্রশ্ন : প্রথম গোল টেবিল বৈঠকের (১৯৩০) সময় বৃটেনের প্রধানমন্ত্রী ছিলেন
(A) বলডুইন
(B) র্যামসে ম্যাকডোনাল্ড
(C) নেভিল চেম্বারলেন
(D) উইনস্টন চার্চিল
উত্তর : B
প্রশ্ন : শিকাগো ধর্ম-মহাসম্মেলন অনুষ্ঠিত হয় _______ সালে।
(A) ১৮৮০
(B) ১৮৯০
(C) ১৮৯৩
(D) ১৯০০
উত্তর : C
প্রশ্ন : "শের-ই-পাঞ্জাব" বলে পরিচিত ছিলেন
(A) ভগৎ সিং
(B) অজিত সিং
(C) লালা লাজপত রাই
(D) লালা হরদয়াল
উত্তর : C
প্রশ্ন : ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে "ভারতের প্রথম জাতীয় সংগ্রাম" বলে কে অভিহিত করেন ?
(A) তিলক
(B) সাভারকর
(C) অরবিন্দ ঘোষ
(D) রমেশচন্দ্র মজুমদার
উত্তর : B
প্রশ্ন : সাতবাহনের আমলে একটি গুরুত্বপূর্ণ বন্দর হল
(A) সোপারা
(B) তক্ষশীলা
(C) মথুরা
(D) পাটালিপুত্র
উত্তর : A
প্রশ্ন : ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নির্গমনের তত্ত্ব প্রথম প্রবর্তন করেন
(A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(B) গোপালকৃষ্ণ গোখলে
(C) দাদাভাই নৌরজি
(D) রমেশচন্দ্র দত্ত
উত্তর : D
প্রশ্ন : আবদুর রজ্জাক কোন শাসকের রাজ্যে পর্যটন করেন?
(A) মহম্মদ বিন তুঘলক
(B) আলাউদ্দিন খলজী
(C) শামসুদ্দীন ইলিয়াস
(D) দ্বিতীয় দেবরায়
উত্তর : D
প্রশ্ন : কৃষ্ণদেব রায় তাঁর বিখ্যাত গ্রন্থ "অমুক্তমাল্যদা" রচনা করেন ______ ভাষা
(A) তেলেগু
(B) কন্নড়
(C) তামিল
(D) মালয়ালম
উত্তর : A
প্রশ্ন : শিবাজী ১৬৬৫ খ্রিষ্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন কার সাথে ?
(A) শায়েস্তা খান
(B) আফজল খান
(C) জয়সিংহ
(D) রাজপুত্র মুয়াজ্জম
উত্তর : C
প্রশ্ন : ১৯০৭ সালে জার্মানীতে ভারতের ত্রিবর্ণ-রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন
(A) শ্যামাজী কৃষ্ণবর্মা
(B) মাদাম ভিখাজী রুস্তম কামা
(C) সাভারকার
(D) মদনলাল ধিংরা
উত্তর : B
প্রশ্ন : ভারত সরকার রাউলাট আইন প্রবর্তন করেন ______ খ্রিস্টাব্দে
(A) ১৯১৮
(B) ১৯১৯
(C) ১৯২০
(D) ১৯২১
উত্তর : B
0 মন্তব্যসমূহ
Your comment will be visible after approval