ভারতের কিছু উল্লেখযোগ্য নদী বাঁধ
Important Dams of India
সরকারি চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞানের বিষয়ে যে সব প্রশ্ন এসে থাকে তাদের মধ্যে ভারতের বিভিন্ন নদী বাঁধের নাম একটি খুবই কমন বিষয়। বাঁধ গুলি কোন রাজ্যে এবং কোন নদীতে অবস্থিত এগুলি জানা খুব প্রয়োজন। আজকের এমনই 20 টি বাঁধ নিয়ে আলোচনা করবো আশা করব। এই আলোচনাটি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে যেমন উপযোগী হবে তেমনি ছাত্র-ছাত্রীদের সাধারণ জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে সমান কার্যকরী ভূমিকা পালন করবে।
প্রশ্নোত্তরের মাধ্যমে ভারতের উল্লেখযোগ্য কিছু নদী বাঁধ
... Answer is B) মহানদী
হীরাকুঁদ বাঁধটি ওড়িশা রাজ্যের অন্তর্ভুক্ত মহানদী নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলসেচ।
... Answer is A) শতদ্রু
ভাকরা নাঙ্গাল বাঁধটি পাঞ্জাব রাজ্যের অন্তর্ভুক্ত শতদ্রু নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলসেচ।
... Answer is D) নর্মদা
সর্দার সরোবর বাঁধটি গুজরাত রাজ্যের অন্তর্ভুক্ত নর্মদা নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদন করা।
... Answer is C) গঙ্গা
ফারাক্কা বাঁধটি পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত গঙ্গা নদীতে অবস্থিত। এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধির মাধ্যমে পরিবহন ব্যবস্থার প্রসারণ ও জলসেচ ।
... Answer is A) বরাকর
মাইথন বাঁধটি ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্ভুক্ত বরাকর নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য বন্যা নিয়ন্ত্রণ ও জলবিদ্যুৎ উৎপাদন করা।
... Answer is C) চম্বল
রানাপ্রতাপ সাগর বাঁধটি রাজস্থান রাজ্যের অন্তর্ভুক্ত চম্বল নদীতে অবস্থিত। এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা ও জলসেচ।
... Answer is B) ময়ূরাক্ষী
ম্যাসেঞ্জার বাঁধটি পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত ময়ূরাক্ষী নদীতে অবস্থিত। এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা ও জলসেচ।
... Answer is A) চম্বল
গান্ধী সাগর বাঁধটি মধ্য প্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত চম্বল নদীতে অবস্থিত। এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা ও জলসেচ।
... Answer is D) তাপ্তি
উকাই বাঁধটি গুজরাত রাজ্যের অন্তর্ভুক্ত তাপ্তি নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা ও জলসেচ।
... Answer is D) ভাগীরথী
তেহরী বাঁধটি উত্তরাঞ্চল রাজ্যের অন্তর্ভুক্ত ভাগীরথী নদীতে অবস্থিত। এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা।
... Correct answer is A) চেনাব
হালাল বাঁধটি জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্ত চেনাব নদীতে অবস্থিত। এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা।
... Correct answer is C) কাবেরী
মেত্তুর বাঁধটি তামিলনাড়ু রাজ্যের অন্তর্ভুক্ত কাবেরী নদীতে অবস্থিত। এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা।
... Answer is D) শোন
বান সাগর বাঁধটি মধ্য প্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত শোন নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদন করা।
... Correct answer is B) বেতয়া
রাজঘাট বাঁধটি উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশ রাজ্যের যৌথ উদ্যোগে বেতয়া নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলবিদ্যুৎ উৎপাদন করা।
... Correct answer is A) কৃষ্ণা
নাগার্জুন সাগর বাঁধটি উত্তর প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে কৃষ্ণা নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদন করা।
... Correct answer is B) কাবেরী
কৃষ্ণরাজা সাগর বাঁধটি কর্নাটক রাজ্যের অন্তর্ভুক্ত কাবেরী নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলসংরক্ষণ ও জলসেচ।
... Answer is D) ভবানী
ভবানী সাগর বাঁধটি তামিলনাড়ু রাজ্যের অন্তর্ভুক্ত ভবানী নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদন করা।
... Correct answer is A) বিপাশা
পং বাঁধটি হিমাচল প্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত বিপাশা বা বিস নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদন করা।
... Correct answer is C) চেনাব বা চন্দ্রভাগা
বাগলিহার বাঁধটি জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্ত চেনাব বা চন্দ্রভাগা নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলবিদ্যুৎ উৎপাদন করা।
... Correct answer is A) পেরিয়ার
ইদুক্কি বাঁধটি কেরল রাজ্যের অন্তর্ভুক্ত পেরিয়ার নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলবিদ্যুৎ উৎপাদন করা।
1. হীরাকুঁদ বাঁধ কোন নদীতে অবস্থিত?
... Answer is B) মহানদী
হীরাকুঁদ বাঁধটি ওড়িশা রাজ্যের অন্তর্ভুক্ত মহানদী নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলসেচ।
2. ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Answer is A) শতদ্রু
ভাকরা নাঙ্গাল বাঁধটি পাঞ্জাব রাজ্যের অন্তর্ভুক্ত শতদ্রু নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলসেচ।
3. সর্দার সরোবর বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Answer is D) নর্মদা
সর্দার সরোবর বাঁধটি গুজরাত রাজ্যের অন্তর্ভুক্ত নর্মদা নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদন করা।
4. ফারাক্কা বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Answer is C) গঙ্গা
ফারাক্কা বাঁধটি পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত গঙ্গা নদীতে অবস্থিত। এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধির মাধ্যমে পরিবহন ব্যবস্থার প্রসারণ ও জলসেচ ।
5. মাইথন বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Answer is A) বরাকর
মাইথন বাঁধটি ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্ভুক্ত বরাকর নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য বন্যা নিয়ন্ত্রণ ও জলবিদ্যুৎ উৎপাদন করা।
6. রানাপ্রতাপ সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Answer is C) চম্বল
রানাপ্রতাপ সাগর বাঁধটি রাজস্থান রাজ্যের অন্তর্ভুক্ত চম্বল নদীতে অবস্থিত। এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা ও জলসেচ।
7. ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Answer is B) ময়ূরাক্ষী
ম্যাসেঞ্জার বাঁধটি পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত ময়ূরাক্ষী নদীতে অবস্থিত। এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা ও জলসেচ।
8. গান্ধী সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Answer is A) চম্বল
গান্ধী সাগর বাঁধটি মধ্য প্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত চম্বল নদীতে অবস্থিত। এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা ও জলসেচ।
9. উকাই বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Answer is D) তাপ্তি
উকাই বাঁধটি গুজরাত রাজ্যের অন্তর্ভুক্ত তাপ্তি নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা ও জলসেচ।
10. তেহরী বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Answer is D) ভাগীরথী
তেহরী বাঁধটি উত্তরাঞ্চল রাজ্যের অন্তর্ভুক্ত ভাগীরথী নদীতে অবস্থিত। এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা।
11. সালাল বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Correct answer is A) চেনাব
হালাল বাঁধটি জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্ত চেনাব নদীতে অবস্থিত। এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা।
12. মেত্তুর বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Correct answer is C) কাবেরী
মেত্তুর বাঁধটি তামিলনাড়ু রাজ্যের অন্তর্ভুক্ত কাবেরী নদীতে অবস্থিত। এই বাঁধের প্রধান উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন করা।
13. বান সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Answer is D) শোন
বান সাগর বাঁধটি মধ্য প্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত শোন নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদন করা।
14. রাজঘাট বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Correct answer is B) বেতয়া
রাজঘাট বাঁধটি উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশ রাজ্যের যৌথ উদ্যোগে বেতয়া নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলবিদ্যুৎ উৎপাদন করা।
15. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Correct answer is A) কৃষ্ণা
নাগার্জুন সাগর বাঁধটি উত্তর প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে কৃষ্ণা নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদন করা।
16. কৃষ্ণরাজা সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Correct answer is B) কাবেরী
কৃষ্ণরাজা সাগর বাঁধটি কর্নাটক রাজ্যের অন্তর্ভুক্ত কাবেরী নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলসংরক্ষণ ও জলসেচ।
17. ভবানী সাগর বাঁধটি কোন নদীতে অবস্থিত ?
... Answer is D) ভবানী
ভবানী সাগর বাঁধটি তামিলনাড়ু রাজ্যের অন্তর্ভুক্ত ভবানী নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদন করা।
18. পং বাঁধটি কোন নদীতে অবস্থিত ?
... Correct answer is A) বিপাশা
পং বাঁধটি হিমাচল প্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত বিপাশা বা বিস নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদন করা।
19. বাগলিহার বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Correct answer is C) চেনাব বা চন্দ্রভাগা
বাগলিহার বাঁধটি জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্ত চেনাব বা চন্দ্রভাগা নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলবিদ্যুৎ উৎপাদন করা।
20. ইদুক্কি বাঁধ কোন নদীতে অবস্থিত ?
... Correct answer is A) পেরিয়ার
ইদুক্কি বাঁধটি কেরল রাজ্যের অন্তর্ভুক্ত পেরিয়ার নদীতে অবস্থিত । এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলবিদ্যুৎ উৎপাদন করা।
0 মন্তব্যসমূহ
Your comment will be visible after approval