Quiz on West Bengal - প্রশ্নোত্তরে পশ্চিমবঙ্গ

Quiz on West Bengal - প্রশ্নোত্তরে পশ্চিমবঙ্গ

Quiz on West Bengal


প্রিয় পাঠক, আজ আমারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয়ে আলোকপাত করবো প্রশ্নোত্তের মাধ্যমে। এখনে আমরা জানবো পশ্চিমবঙ্গের রাজ্যে পশু, পাখি, ফুল, গাছের নাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্যের সময়কাল ইত্যাদি এমনিতর বিভিন্ন বিষয় দিয়ে সাজানো হয়েছে আজকের প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গের অধিবাসী হয়ে বিষয়গুলি যেমন জানা প্রয়োজন তেমনি চাকরির পরীক্ষার জন্য প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ। আশা করি সকল প্রকার ছাত্র-ছাত্রীদের বিষয়টি খুব ভালো লাগবে। ক্যুইজ অন পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ ক্যুইজ, ছোটদের ক্যুইজ বা ছোটদের প্রশ্ন উত্তর হিসেবেও আমরা প্রশ্নগুলো কে দেখতে পারি। তাই আজকের বিষয় পশ্চিমবঙ্গ। আশা করি আপনাদের এই উদ্যোগটি ভালো লাগবে । আপনাদের পরীক্ষায় প্রস্তুতিতে যদি আমাদের এই অংশগুলি সাহায্য করে তবে নিজেদের কৃতার্থ মনে করব । আপনাদের কোন প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন যাতে করে আমরা আমাদের এই Blog-টিকে আরো উন্নততর করে গড়ে তুলতে পারি যেগুলো আপনাদের প্রয়োজন এটাতে সাহায্য করবে।

প্রশ্নোত্তরের মাধ্যমে পশ্চিমবঙ্গ


1. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর (State Animal) নাম কি ?





... Answer is C) মেছো বাঘ

পশ্চিমবঙ্গের রাজ্য পশুর (State Animal of West Bengal) নাম মেছো বাঘ (Fishing Cat)। স্থানীয় ভাবে অনেকে একে বাঘরোল নামে ডাকে।




2. পশ্চিমবঙ্গের রাজ্য পাখি (State Bird) কোনটি ?





... Answer is D) মাছরাঙা

পশ্চিমবঙ্গের রাজ্য পাখি (State Bird of West Bengal) হল সাদাবুক মাছরাঙা (White-breasted kingfisher)।




3. পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের (State flower) নাম কি ?





... Answer is B) শিউলি

পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের (State flower of West Bengal) নাম শিউল (Night-flowering jasmine)। এই ফুল শেফালি বা জেসমিন বা পারিজাত নামেও পরিচিত।




4.পশ্চিমবঙ্গের রাজ্য গাছের(State Tree) কোনটি?





... Answer is A) ছাতিম

পশ্চিমবঙ্গের রাজ্য গাছের (State Tree of West Bengal) নাম ছাতিম(Blackboard Tree or Devil Tree)। ছাতিম গাছকে শয়তান গাছও বলা হয়।




5. পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলার নাম কি ?





... Answer is A) কলকাতা

পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলার নামটি হল কলকাতা । কলকাতা জেলার আয়তন ১৮৫ বর্গ কিলোমিটার।




6. পশ্চিমবঙ্গের প্রথম কোথায় পাটকল স্থাপিত হয় ?





... Answer is A) রিষড়া

1855 সালে পশ্চিমবঙ্গের প্রথম কোথায় পাটকল স্থাপিত হয় রিষড়া ।




7. পশ্চিমবঙ্গের কোন জেলায় ডলোমাইট পাওয়া যায় ?





... Answer is D) আলিপুরদুয়ার

পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ডলোমাইট পাওয়া যায়।




8. পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশনের নাম কি ?





... Answer is A) ঘুম

পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশনের নাম ঘুম। এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। সমুদ্রতল থেকে ঘুম স্টেশনের উচ্চতা 2,258 মিটার




9. পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম মেট্রোরেল কত সালে যাত্রা শুরু করে ?





... Answer is C) 1984

পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম মেট্রোরেল 1984 সালে যাত্রা শুরু করে কলকাতা শহরে।




10. কলকাতা হাই কোর্ট কত সালে স্থাপিত হয় ?





... Answer is D) 1862

কলকাতা হাই কোর্ট স্থাপিত হয় 1লা জুলাই, 1862 সাল। এটি ভারতের প্রথম তথা সবচেয়ে পুরাতন হাই কোর্ট




11. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সেতু কোনটি ?





... Correct answer is D) জয়ী সেতু

পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সেতুর নাম জয়ী সেতু । জয়ী সেতুর দৈর্ঘ্য 2700 মিটার এটি তিস্তা(Teesta) নদীর উপর নির্মিত।




12. পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি ?





... Correct answer is B) সিদ্রাপং

পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দার্জিলিং জেলার সিদ্রাপং। এটি 1897 সালে স্থাপিত হয়েছিল।




13. পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় ?





... Answer is C) বিধান চন্দ্র রায় কে


পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় ডঃ বিধান চন্দ্র রায় কে। তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন।




14. ক্যালকাতা পাবলিক লাইব্রেরি বা বর্তমানে ন্যাশনাল লাইব্রেরি কত সালে স্থাপিত হয় ?





... Correct answer is B) 1836

ক্যালকাতা পাবলিক লাইব্রেরি বা বর্তমানে ন্যাশনাল লাইব্রেরি স্থাপিত হয় 21 জুলাই, 1836 সালে পশ্চিমবঙ্গের কলকাতায় ।




15. ন্যাশনাল মিউজিয়াম কত সালে স্থাপিত হয় ?





... Correct answer is A) 1814

ন্যাশনাল মিউজিয়াম স্থাপিত হয় 1814 সালে পশ্চিমবঙ্গের কলকাতায়



16. পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবথিত ?





... Correct answer is D) খরগপুর

পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম খরগপুরে অবথিত। খরগপুরের রেলওয়ে প্ল্যাটফর্ম 1072 মিটার দীর্ঘ ।




17. পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম নোবেল প্রাইজ পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কত সালে নোবেল প্রাইজ পেয়েছিল ?





... Answer is B) 1913

রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল প্রাইজ পেয়েছিল।




18. হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?





... Correct answer is B) মুর্শিদাবাদ

হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত।




19. পশ্চিমবঙ্গে বিদ্যুতিক ট্রাম কত সালে যাত্রা শুরু করে ?





... Correct answer is D) 1902

পশ্চিমবঙ্গে বিদ্যুতিক ট্রাম যাত্রা শুরু হয় 1902 সালে। যদিও 1873 সালে কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল।




20. পশ্চিমবঙ্গ রাজ্যের মোট আয়তন কত বর্গ কিলোমিটার?





... Correct answer is C) 88752

পশ্চিমবঙ্গ রাজ্যের মোট আয়তন 88752 বর্গ কিলোমিটার।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ