প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান
General knowledge for Comparative Exam
সাধারণ জ্ঞান যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সিরিজের প্রথম পর্বে আমরা কিছু মৌলিক ও গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নোত্তর উপস্থাপন করছি, যা PSC, রেল, ব্যাংক, সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সহায়ক হবে।
এই পর্বে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলি, খেলাধুলা এবং সমসাময়িক ঘটনাবলি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। নিয়মিত চর্চার মাধ্যমে পরীক্ষায় ভালো ফল অর্জন করা সম্ভব।
পরবর্তী পর্বে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে হাজির হবো। নিয়মিত আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন--
রেলওয়ে গ্রুপ D পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো—
1. ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়?
উত্তর: 16 এপ্রিল, 1853
2. ভারতের প্রথম যাত্রীবাহী রেল স্টেশন কোনটি?
উত্তর: বোরিবন্দর, যা বর্তমানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস নামে পরিচিত।
3. ভারতের কোন ট্রেন দীর্ঘতম পথ অতিক্রম করে?
উত্তর: বিবেক এক্সপ্রেস যা ডিব্রুগড় (আসাম) থেকে কন্যাকুমারী (তামিলনাড়ু) পর্যন্ত চলাচল করে।
4. ভারতের বৃহত্তম রেলস্টেশন কোনটি?
উত্তর: হাওড়া জংশন (পশ্চিমবঙ্গ)। এই স্টেশনের প্লাটফর্ম সংখ্যা 23 টি
5. ভারতের প্রথম বুলেট ট্রেন কোন রুটে চালু হতে চলেছে?
উত্তর: মুম্বাই – আহমেদাবাদ
6. ভারতের সবচেয়ে ব্যস্ত রেলওয়ে স্টেশন কোনটি?
উত্তর: হাওড়া জংশন
7. IRCTC-এর পূর্ণরূপ কী?
উত্তর: Indian Railway Catering and Tourism Corporation
8. PNR-এর পূর্ণরূপ কী?
উত্তর : Passenger Name Record
9. ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়?
উত্তর: কলকাতা (1984 সালে)
10. ভারতের দ্রুততম ট্রেন (2024) কোনটি?
উত্তর: বন্দে ভারত এক্সপ্রেস (160 কিমি/ঘন্টা)
11. ভারতের সবচেয়ে দীর্ঘ রেলসেতু কোনটি?
উত্তর: বগীবিল ব্রিজ (ব্রহ্মপুত্র নদ, আসাম) । এই সেতুর দৈর্ঘ্য 4.94 কিলোমিটার। এই সেতুতে রেল ও সড়ক দুটি পথই অবস্থিত।
12. ভারতীয় রেলওয়ে কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
উত্তর: রেল মন্ত্রণালয় (Ministry of Railways)
13. মানুষের দেহে মোট কতটি হাড় থাকে?
উত্তর: ২০৬টি
14. সূর্যের শক্তির উৎস কী?
উত্তর: নিউক্লিয়ার ফিউশন
15. জলের রাসায়নিক সংকেত কী?
উত্তর: H₂O
16. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
উত্তর: হাইড্রোজেন (H₂)
17. কোন গ্যাস অক্সিজেনের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর: হিলিয়াম (He)
18. ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়?
উত্তর: ২৬ জানুয়ারি, ১৯৫০
19. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: ড. রাজেন্দ্র প্রসাদ
20. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ?
উত্তর: জওহরলাল নেহেরু
21. স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ?
উত্তর: জন মথাই (15-08-1957 to 22-09-1948)
22. ভারতের জাতীয় প্রতীক কোনটি ?
উত্তর: অশোক স্তম্ভ (সারনাথে অবস্থিত)
23. ভারতের জাতীয় পতাকার নকশাকার কে ছিলেন?
উত্তর: পিংগালি ভেঙ্কাইয়া
24. ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ‘দরিদ্র নারায়ণের সেবক’ কাকে বলা হত?
উত্তর: মহাত্মা গান্ধী
25. ভারতের বৃহত্তম রাজ্য (আয়তন অনুসারে) কোনটি?
উত্তর: রাজস্থান
26. ভারতের জনবহুল রাজ্য কোনটি?
উত্তর: উত্তরপ্রদেশ
27. ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: গঙ্গা
28. বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি?
উত্তর: প্রশান্ত মহাসাগর
29. বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?
উত্তর: সাহারা মরুভূমি
30. পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর: মাউন্ট এভারেস্ট
31. ক্রিকেটে এক ওভারে কতটি বল করা হয়?
উত্তর: ৬টি
32. ভারতের জাতীয় খেলা কোনটি?
উত্তর: হকি । (নথিভুক্ত ভাবে ভারতের কোন জাতীয় খেলা নেই । ঐতিহাসিক ভাবে হকি খেলা ভারতের জাতীয় খেলা হিসাবে মনে করা হয়)
33. ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন দল?
উত্তর: অস্ট্রেলিয়া
34. অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা কত বছর অন্তর অনুষ্ঠিত হয়?
উত্তর: প্রতি ৪ বছর অন্তর
35. “ড্রিবল” শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: বাস্কেটবল ও ফুটবল
36. ভারতের বর্তমান (2024) প্রধানমন্ত্রী কে?
উত্তর: নরেন্দ্র দামোদরদাস মোদী
37. ভারতের বর্তমান (2024) রাষ্ট্রপতি কে?
উত্তর: দ্রৌপদী মুর্মু
38. G20 শীর্ষ সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ভারত (নয়াদিল্লি)
39. কোন দেশ বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ?
উত্তর: চীন (কিছু রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের পর ভারত এগিয়ে গেছে)
40. নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে?
উত্তর: নোবেল পুরস্কার প্রধানত সুইডেন থেকে প্রদান করা হয়। তবে, শান্তির জন্য নোবেল পুরস্কার একমাত্র নরওয়ে থেকে প্রদান করা হয়।
0 মন্তব্যসমূহ
Your comment will be visible after approval