ইতিহাস - সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ
WBBSE
Madhyamik History MCQ
History - Select the correct answer
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরিক্ষায় যেসব প্রশ্ন আসে সেরকম কিছু প্রশ্ন নিয়ে এই আলোচনা শুরু করা হল । আজ আমারা ইতিহাসের এক নম্বরের প্রশ্ন - সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ বিষয়ের উপর কিছু প্রশ্ন দেওয়া হল। আশা করি ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় এর মধ্য থেকে কমন আসবে। মাধ্যমিকে যে সব History MCQ প্রশ্ন থাকে সেগুলো নিয়েই আমাদের এই আলোচনা।
১. 'বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা' বলা হয়-
(ক) চার্লস উইলকিন্সকে
(খ) মার্শম্যানকে
(গ) উইলিয়ম কেরীকে
(ঘ) উইলিয়াম ওয়ার্ডকে
উত্তর: (ক) চার্লস উইলকিন্সকে
২. মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন-
(ক) সুরেন্দ্রনাথ সেন।
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) শশীভূষণ চৌধুরী
(ঘ) বিনায়ক দামোদর সাভারকার
উত্তর: (গ) শশীভূষণ চৌধুরী
৩. দলিতদের 'হরিজন' আখ্যা দিয়েছিলেন-
(ক) জ্যোতিবা ফুলে
(খ) নারায়ণ গুরু
(গ) গান্ধীজী
(ঘ) আম্বেদকর
উত্তর: (গ) গান্ধীজী
৪. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-
(ক) ৪ই জানুয়ারী
(খ) ২৩শে ফেব্রুয়ারী
(গ) ৪ঠা মার্চ
(ঘ) ৫ই জুন
উত্তর: (ঘ) ৫ই জুন
৫. মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল-
(ক) যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(খ) নরেন্দ্রনাথ রায়
(গ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য
(ঘ) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
উত্তর: (গ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য
৬. কেকের দেশ বলা হয়-
(ক) ফ্রান্সকে
(খ) স্কটল্যান্ডকে
(গ) ভারতবর্ষকে
(ঘ) আয়ার্ল্যান্ডকে
উত্তর: (খ) স্কটল্যান্ডকে
৭. দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন-
(ক) ১৮৩০ খ্রি:
(খ) ১৮৩৩ খ্রি:
(গ) ১৮৪২ খ্রি:
(ঘ) ১৮৫০ খ্রি:
উত্তর: (গ) ১৮৪২ খ্রি:
৮. হিন্দুমেলার সম্পাদক ছিলেন-
(ক) নবগোপাল মিত্র
(খ) গণেন্দ্রনাথ ঠাকুর
(গ) রাজনারায়ণ বসু
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (ক) নবগোপাল মিত্র
৯. সতীদাহ প্রথা রদ হয়-
(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে।
উত্তর: (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
১০. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন-
(ক) অরবিন্দ ঘোষ
(খ) সতীশচন্দ্র বসু
(গ) যোগেশচন্দ্র ঘোষ
(ঘ) প্রমথনাথ বসু
উত্তর: (ঘ) প্রমথনাথ বসু
১১. 'নারী সত্যাগ্রহ সমিতি' প্রতিষ্ঠিত হয়েছিল-
(ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়
(খ) অসহযোগ আন্দোলনের সময়
(গ) আইন অমান্য আন্দোলনের সময়
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনের সময়
উত্তর: (গ) আইন অমান্য আন্দোলনের সময়
১২. রেশম আবিষ্কৃত হয় প্রাচীন-
(ক) ভারতে
(খ) রোমে
(গ) পারস্যে
(ঘ) চীনদেশে
উত্তর: (ঘ) চীনদেশে
১৩. বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন-
(ক) বীনা দাস
(খ) কল্পনা দত্ত
(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
(ঘ) সুনীতি চৌধুরী
উত্তর: (ক) বীনা দাস
১৪. যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়-
(ক) কাশ্মীর
(খ) হায়দ্রাবাদ
(গ) জুনাগড়
(ঘ) জয়পুর
উত্তর: (গ) জুনাগড়
১৫. বামাবোধিনীর 'বামা' আসলে-
(ক) বালিকারা
(খ) নববিবাহিতারা
(গ) বিধবারা
(ঘ) সমগ্র নারী জাতি
উত্তর: (ঘ) সমগ্র নারী জাতি
১৬. রবীন্দ্রনাথ 'গোরা' উপন্যাস লেখেন-
(ক) সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে
(খ) বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে
(গ) ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে
(ঘ) অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে
উত্তর: (খ) বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে
১৭. কোন বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির সঙ্গে শিক্ষণ দেওয়া হয়-
(ক) কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
(খ) বেনারস বিশ্ববিদ্যালয়ে
(গ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে
(ঘ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে
উত্তর: (গ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে
১৮. তেভাগা আন্দোলন সংঘটিত হয়েছিল-
(ক) হায়দ্রাবাদে
(খ ) উত্তর প্রদেশে
(গ) মাদ্রার্জে
(ঘ) বাংলাদেশে
উত্তর: (ঘ) বাংলাদেশে
১৯. 'দেশবন্ধু' নামে পরিচিত ছিলেন-
(ক) সতীশচন্দ্র সামন্ত
(খ) চিত্তরঞ্জন দাস
(গ) বীরেন্দ্রনাথ শাসমল
(ঘ) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
উত্তর: (খ) চিত্তরঞ্জন দাস
২০. এখানে আলাদা গোত্রের উপাদানটি হল-
(ক) ভারতমাতা
(খ) গোরা
(গ) আনন্দমঠ
(ঘ) বর্তমান ভারত
উত্তর: (ক) ভারতমাতা
২১. বেঙ্গল কেমিক্যাল্-এর প্রতিষ্ঠাতা ছিলেন-
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) প্রফুল্ল চন্দ্র রায়
(গ) মেঘনাদ সাহা
(ঘ) মহেন্দ্রলাল সরকার
উত্তর: (খ) প্রফুল্ল চন্দ্র রায়
২২. অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট নারী-
(ক) বীণা দাস
(খ) সিস্টার নিবেদিতা
(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
(ঘ) উর্মিলা দেবী
উত্তর: (ঘ) উর্মিলা দেবী
২৩. বি. ভি. দল যুক্ত ছিল-
(ক) বুড়িবালামের যুদ্ধে
(খ) বালাকোটের যুদ্ধে
(গ) চাইবাসার যুদ্ধে
(ঘ) অলিন্দ যুদ্ধ
উত্তর: (ঘ) অলিন্দ যুদ্ধ
২৪. 'বলাদর্শন' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(ক) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) উমেশচন্দ্র দত্ত
(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
উত্তর: (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৫. বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন-
(ক) দুদুমিঞা
(খ) তিতুমীর
(গ) বিরসা মুণ্ডা
(ঘ) রামরতন মল্লিক।
উত্তর: (খ) তিতুমীর
২৬. কোন বিদ্রোহ 'উলগুলান' নামে পরিচিত?
(ক) মুণ্ডা বিদ্রোহ
(খ) কোল বিদ্রোহ
(গ) সাঁওতাল বিদ্রোহ
(ঘ) ভীল বিদ্রোহ।
উত্তর: (ক) মুণ্ডা বিদ্রোহ
২৭. ব্রহ্মানন্দ উপাধি ছিল-
(ক) কেশবচন্দ্র সেনের
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুরের
(গ) আনন্দমোহন বসুর
(ঘ) শিবনাথ শাস্ত্রীর
উত্তর: (ক) কেশবচন্দ্র সেনের
২৮. 'ভারতসভা' প্রতিষ্ঠা হয়-
(ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৭ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
২৯. বারদৌলি সত্যাগ্রহ পরিচালনা কে করেন?
(ক) মহাত্মা গান্ধি
(খ) বল্লভভাই প্যাটেল
(গ) জে বি কৃপালিনী
(ঘ) মহাদেব দেশাই
উত্তর: (খ) বল্লভভাই প্যাটেল
৩০. খুৎকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে তা হল-
(ক) সাঁওতাল
(খ) মুণ্ডা
(গ) কোল
(ঘ) চুয়াড়
উত্তর: (খ) মুণ্ডা
৩১. 'The Government of India Act' আইনটি পাস হয়-
(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
৩২. 'বর্ণপরিচয়' প্রকাশিত হয়েছিল-
ক) ১৮৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে।
উত্তর: (গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
৩৩. সর্বভারতীয় কিষাণসভা প্রতিষ্ঠিত হয়-
(ক) কলকাতায়
(খ) বোম্বাইয়ে
(গ) কানপুরে
(ঘ) লখনউ-তে
উত্তর: (ঘ) লখনউ-তে
৩৪. বাংলার নমঃশূদ্ররা মূলত-
(ক) কৃষিজীবী
(খ) শিক্ষক
(গ) কারখানার শ্রমিক
(ঘ) পুরোহিত শ্রেণি
উত্তর: (ক) কৃষিজীবী
৩৫. বাংলায় অরন্ধন দিবস পালিত হয় ১৯০৫ খ্রিস্টাব্দের-
(ক) ১৫ই অক্টোবর
(খ) ১৭ই ডিসেম্বর
(গ) ১৮ই ডিসেম্বর
(ঘ) ১৬ই অক্টোবর
উত্তর: (ঘ) ১৬ই অক্টোবর
৩৬. কথাকলি নৃত্য কোন অঞ্চলের নৃত্য?
(ক) কর্ণাটক
(খ) মালাবার
(গ) ওড়িশা
(ঘ) মণিপুর
উত্তর: (খ) মালাবার
৩৭. দেশীয় রাজ্য ছিল না-
(ক) বোম্বে
(খ) ভোপাল
(গ) হায়দরাবাদ
(ঘ) জয়পুর।
উত্তর: (ক) বোম্বে
৩৮. 'ছেড়ে আসা গ্রাম'-এর রচয়িতা হলেন-
(ক) দক্ষিণারঞ্জন বসু
(খ) অন্নদাশঙ্কর রায়
(গ) সুনীল গঙ্গোপাধ্যায়
(ঘ) কালীপ্রসাদ মুখোপাধ্যায়
উত্তর: (ক) দক্ষিণারঞ্জন বসু
৩৯. 'এ ট্রেন টু পাকিস্তান' লিখেছেন-
(ক) জওহরলাল নেহরু
(খ) ভি. পি. মেনন
(গ) সলমন রুশদি
(ঘ) খুশবন্ত সিং
উত্তর: (ঘ) খুশবন্ত সিং
৪০. 'জীবনের ঝরাপাতা' আত্মজীবনীটি রচনা করেন-
(ক) বিপিনচন্দ্রপাল
(খ) মহাত্মা গান্ধি
(গ) সরলা দেবী
(ঘ) মণিকুন্তলা সেন।
উত্তর: (গ) সরলা দেবী
৪১. 'গ্রামবার্তা প্রকাশিকা' প্রকাশিত হয়-
(ক) যশোর
(খ) রানাঘাট
(গ) কুষ্টিয়া
(ঘ) বারাসাত থেকে।
উত্তর: (গ) কুষ্টিয়া
৪২. সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন-
(ক) শিবনাথ শাস্ত্রী
(খ) শ্রী রামকৃষ্ণ
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) রাজা রামমোহন রায়
উত্তর: (খ) শ্রী রামকৃষ্ণ
৪৩. নববিধান প্রতিষ্ঠা করেছিলেন-
(ক) দয়ানন্দ সরস্বতী
(খ) কেশবচন্দ্র সেন
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (খ) কেশবচন্দ্র সেন
৪৪. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়-
(ক) দুইটি স্তরে
(খ) তিনটি স্তরে
(গ) চারটি স্তরে
(ঘ) পাঁচটি স্তরে
উত্তর: (খ) তিনটি স্তরে
৪৫. রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়-
(ক) গোদাবরী উপত্যকায়
(খ) ওড়িশায়
(গ) মালাবার অঞ্চলে
(ঘ) কোঙ্কন উপকূলে
উত্তর: (ক) গোদাবরী উপত্যকায়
৪৬. 'বন্দে মাতরম্' সংগীতটি রচিত হয়-
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
৪৭, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন-
(ক) সংগীত শিল্পী
(খ) নাট্যকার
(গ) কবি
(ঘ) ব্যঙ্গচিত্রশিল্পী
উত্তর: (ঘ) ব্যঙ্গচিত্রশিল্পী
৪৮. ভারতের প্রথম ভাইসরয় হলেন-
(ক) লর্ড বেন্টিংক
(খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড হেস্টিংস
(ঘ) লর্ড ওয়েলেসলি
উত্তর: (খ) লর্ড ক্যানিং
৪৯. বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন-
(ক) গণিতশাস্ত্রের
(খ) রসায়নশাস্ত্রের
(গ) পদার্থবিদ্যার
(ঘ) উদ্ভিদবিদ্যার
উত্তর: (গ) পদার্থবিদ্যার
৫০. জাতীয় শিক্ষা পরিষদ ' যাদবপুর বিশ্ববিদ্যালয়ে' পরিণত হয়-
(ক) ১৯৫০ খ্রি.
(খ) ১৯৫২ খ্রি.
(গ) ১৯৫৪ খ্রি.
(ঘ) ১৯৫৫ খ্রি.
উত্তর: (ঘ) ১৯৫৫ খ্রি.
৫১. 'ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পাটি' যুক্ত ছিল-
(ক) রাওলাট সত্যাগ্রহে
(খ) অসহযোগ আন্দোলনে
(গ) বারদৌলি সত্যাগ্রহে
(ঘ) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে
উত্তর: (ঘ) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে
৫২. 'মিরাট ষড়যন্ত্র মামলা' (১৯২৯) হয়েছিল-
(ক) জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে
(খ) বিপ্লবীদের বিরুদ্ধে
(গ) শ্রমিক নেতাদের বিরুদ্ধে
(ঘ) কৃষক নেতাদের বিরুদ্ধে
উত্তর: (গ) শ্রমিক নেতাদের বিরুদ্ধে
৫৩. কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন
(ক) বীরেন্দ্রনাথ শাসমল
(খ) বাবা রামচন্দ্র
(গ) ফজলুল হক
(ঘ) প্রফুল্লচন্দ্র সেন
উত্তর: (গ) ফজলুল হক
৫৪. মাতঙ্গিনী হাজরা 'ভারত ছাড়ো' আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে-
(ক) তমলুক
(খ) বরিশাল
(গ) পুরুলিয়া
(ঘ) চট্টগ্রাম
উত্তর: (ক) তমলুক
৫৫. 'দীপালি সংঘ' গঠিত হয়-
(ক) ঢাকায়
(খ) বরিশালে
(গ) মেদিনীপুরে
(ঘ) চট্টগ্রামে
উত্তর: (ক) ঢাকায়
৫৬. স্বদেশবান্ধব সমিতি গড়ে তোলেন-
(ক) পুলিনবিহারী দাস
(খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) শচীন্দ্রপ্রসাদ বসু
(ঘ) অশ্বিনীকুমার দত্ত
উত্তর: (ঘ) অশ্বিনীকুমার দত্ত
৫৭. মহারাজ হরি সিং ছিলেন-
(ক) জুনাগড়ের রাজা
(খ) ত্রিবাঙ্কুর-এর রাজা
(গ) কাশ্মীরের রাজা
(ঘ) কোচবিহারের রাজা
উত্তর: (গ) কাশ্মীরের রাজা
৫৮. চম্পারন অবস্থিত
(ক) বাংলায়
(খ) বিহারে
(গ) গুজরাটে
(ঘ) পাঞ্জাব
উত্তর: (খ) বিহারে
৫৯. সত্যজিৎ রায় যুক্ত ছিলেন-
(ক) খেলার
(খ) শহরের
(গ) নারীর
(ঘ) শিল্পচর্চার ইতিহাসে।
উত্তর: (ঘ) শিল্পচর্চার ইতিহাসে।
৬০. নিষিদ্ধ শহর বলা হয়-
(ক) লাসাকে
(খ) বেইজিংকে
(গ) রোমকে
(ঘ) কনসনটিনোপলকে
উত্তর: (ক) লাসাকে
৬১. বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল -
(ক) সাপ্তাহিক
(খ) পাক্ষিক
(গ) মাসিক
(ঘ) বাৎসরিক
উত্তর: (গ) মাসিক
৬২. নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল-
(ক) নদীয়াতে
(খ) ঢাকায়
(গ) শ্রীরামপুরে
(ঘ) কলকাতায়
উত্তর: (খ) ঢাকায়
৬৩. রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন-
(ক) অক্ষয়কুমার দত্ত
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুব
(গ) রামচন্দ্র বিদ্যাবাগীশ
(ঘ) তারাচাঁদ চক্রবর্তী
উত্তর: (খ) দেবেন্দ্রনাথ ঠাকুব
৬৪. বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্রটি হল -
(ক) সমাচার দর্পণ
(খ) সম্বাদ প্রভাকর
(গ) ব্রাহ্মণ সেবধি
(ঘ) বাঙাল গেজিটি
উত্তর: (ঘ) বাঙাল গেজিটি
৬৫. হিন্দু কলেজ স্থাপিত হয়-
(ক) ১৮১৭ খ্রি
(খ) ১৮৫৬ খ্রি
(গ) ১৯০৫ খ্রি
(ঘ) ১৯১৮ খ্রি
উত্তর: (ক) ১৮১৭ খ্রি
৬৬. বঙ্গভঙ্গ রদ হয়-
(ক) ১৯০৫
(খ) ১৯১১
(গ) ১৯১৪
(ঘ) ১৯১৯
উত্তর: (খ) ১৯১১
৬৭. জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় -
(ক) ১৯০৫
(খ) ১৯০৬
(গ) ১৯১১
(ঘ) ১৯১৯
উত্তর: (খ) ১৯০৬
৬৮. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান -
( ক) জাতীয় কংগ্রেস
(খ) জমিদার সভা
(গ) ভারতসভা
(ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
উত্তর: (ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
৬৯. ভারতের লৌহ মানব বলা হয়-
( ক) গান্ধীজী
(খ) নেহেরু
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) বি. আর আম্বেদকর
উত্তর: (গ) বল্লভভাই প্যাটেল
৭০. দীপালী সংঘ প্রতিষ্ঠা করেন
(ক) লীলা নাগ
(খ) বীণা দাস
(গ) কল্পনা দত্ত
(ঘ) প্রীতিলতা
উত্তর: (ক) লীলা নাগ
৭১. ভারতমাতা চিত্রটি আঁকেন
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) নন্দলাল বসু
(গ) গগনেন্দ্র নাথ ঠাকুর
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
৭২. বীর সাভারকারের মতে, ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ ছিল-
(ক) পলাশী যুদ্ধ
(খ) ১৮৫৭ এর বিদ্রোহ
(গ) ভারত ছাড়ো আন্দোলন
(ঘ) সন্ন্যাসী ফকির বিদ্রোহ
উত্তর: (খ) ১৮৫৭ এর বিদ্রোহ
৭৩. দেশপ্রান নামে পরিচিত
(ক) বীরেন্দ্র নাথ শাসমল
(খ) রামমোহন রায়
(গ) সুরেন্দ্র নাথ
(ঘ) বিদ্যাসাগর
উত্তর: (ক) বীরেন্দ্র নাথ শাসমল
৭৪. বিধবা বিবাহ আইন পাশ হয়
(ক) ১৮৫৬ খ্রি
(খ) ১৮২৯ খ্রি
(গ) ১৮১৫ খ্রি
(ঘ) ১৮৮২ খ্রি
উত্তর: (ক) ১৮৫৬ খ্রি
৭৫. গান্ধীবুড়ি নামে পরিচিত
(ক) কল্পনা দত্ত
(খ) বীণা দাস
(গ) মাতঙ্গিনী হাজরা
(ঘ) প্রীতিলতা
উত্তর: (গ) মাতঙ্গিনী হাজরা
৭৬. সেতিহাস বগুড়ার বৃত্তান্ত গ্রন্থটির লেখক হলেন-
(ক) কালিকমল ঘোষ
(খ) কালিকমল মুখার্জী
(গ) কালিকমল ব্যানার্জী
(ঘ) কালিকমল সার্ব্বভৌম
উত্তর: (ঘ) কালিকমল সার্ব্বভৌম
৭৭. 'অ্যানাল স্কুল' এর সঙ্গে যুক্ত ছিলেন না-
(ক) ই.এইচ. কার
(খ) মার্ক বুখ
(গ) লুসিয়েন ফেবর
(ঘ) জুরগেন কোকা
উত্তর: (ক) ই.এইচ. কার
৭৮. ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল-
(ক) রাজা রামমোহন রায়
(খ) ডেভিড হেয়ার
(গ) কালীপ্রসাদ সিং
(ঘ) ড্রিংক ওয়াটার বিটন(বেথুন)
উত্তর: (গ) কালীপ্রসাদ সিং
৭৯. ভারতে শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতির প্রবর্তন করেন-
(ক) চার্লস উড
(খ) মেকলে
(গ) লর্ড আমহার্স্ট
(ঘ) হোরেন উইলমন
উত্তর: (খ) মেকলে
৮০. নব্যবঙ্গ বলা হয়-
(ক) ডিরোজিওর শিষ্যদের
(খ) বিদ্যাসাগরের শিষ্যদের
(গ) রাজা রামমোহন রায়ের শিষ্যদের
(ঘ) বিবেকানন্দের শিষ্যদের।
উত্তর: (ক) ডিরোজিওর শিষ্যদের
৮১. 'বিপ্লব' কথার অর্থ হল-
(ক) পরিবর্তন
(খ) ধীর পরিবর্তন
(গ) আমূল পরিবর্তন
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) আমূল পরিবর্তন
৮২. মেদিনীপুরের চূয়াড় অধ্যুষিত অঞ্চলকে বলা হত-
(ক) ছয়াড়মহল
(খ) খাসমহল
(গ) জলমহল
(ঘ) জঙ্গলমহল
উত্তর: (ঘ) জঙ্গলমহল
৮৩. যে ভাইসরয়ের আমলে ইলবার্ট বিল বিতর্ক দেখা যায়-
(ক) লর্ড লিটন
(খ) লর্ড রিপন
(গ) লর্ড বেন্টিঙ্ক
(ঘ) লর্ড নর্থব্রক
উত্তর: (খ) লর্ড রিপন
৮৪. বর্তমান ভারত কে রচনা করেন-
(ক) স্বামী বিবেকানন্দ
(খ) স্বামী অভেদানন্দ
(গ) স্বামী গম্ভীরানন্দ
(ঘ) স্বামী আত্মস্থানন্দ
উত্তর: (ক) স্বামী বিবেকানন্দ
৮৫. বাংলার গুটেনবার্গ নামে পরিচিত হলেন-
(ক) চার্লস ফোর
(খ) চার্লস উইলকিনস
(গ) ব্রাখি হ্যালহেড
(ঘ) ওয়ারেন হেস্টিংস
উত্তর: (খ) চার্লস উইলকিনস
৮৬. শিশুশিক্ষা গ্রন্থটি রচনা করেন-
(ক) রামরাম বসু
(খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) মদনমোহন তর্কালঙ্কার
উত্তর: (ঘ) মদনমোহন তর্কালঙ্কার
৮৭. লাঙল যার, জমি তার শ্লোকটি ছিল-
(ক) বাংলার কৃষকদের
(খ) তেলেঙ্গানার কৃষকদের
(গ) গুজরাটের কৃষকদের
(ঘ) ত্রিবাঙ্কুরের কৃষকদের
উত্তর: (ক) বাংলার কৃষকদের
৮৮. ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়-
(ক) ১৯৩০ খ্রীঃ
(খ) ১৯১৭ খ্রীঃ
(গ) ১৯২৫ খ্রীঃ
(ঘ) ১৯২৯ খ্রীঃ
উত্তর: (গ) ১৯২৫ খ্রীঃ
৮৯. ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন-
(ক) মাদাম কামা
(খ) সরোজিনী নাইডু
(গ) অরুনা আসফ আলী
(ঘ) কুমুদিনী মিত্র।
উত্তর: (খ) সরোজিনী নাইডু
৯০. ভারতে বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন-
(ক) ক্ষুদিরাম বসু
(খ) বারীন্দ্রকুমার ঘোষ
(গ) সতীশচন্দ্র বসু
(ঘ) বাসুদেব বলবন্ত ফাদকে
উত্তর: (ঘ) বাসুদেব বলবন্ত ফাদকে
৯১. ভারতবিভাগের পরিকল্পনা ঘোষিত হয়েছিল -
(ক) ওয়াভেল পরিকল্পনায়
(খ) মন্ত্রী মিশনের পরিকল্পনায়
(গ) মাউন্টব্যাটেন পরিকল্পনায়
(ঘ) রাজাজি সূত্রে।
উত্তর: (খ) মন্ত্রী মিশনের পরিকল্পনায়
৯২. ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন-
(ক) জওহরলাল নেহেরু
(খ) মহাত্মা গান্ধি
(গ) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
(ঘ) কে. এন মুন্সী
0 মন্তব্যসমূহ
Your comment will be visible after approval