দশম শ্রেণি - অংক - কষে দেখি : 4
গণিত প্রকাশ - অধ্যায় : 4আয়তঘন
WBBSEClass XMathExercise - 4Rectangular Parallelopiped or Cuboid
কষে দেখি - 4
1. আমরা পরিবেশের 4 টি আয়তঘনাকার ও 4 টি ঘনক আকার বস্তুর নাম লিখি ।
উত্তর:
পরিবেশের 4 টি আয়তঘনাকার বস্তুর নাম - ইট, দেশলাই বাক্স, মোবাইল বক্স, বই বা আলমারি।
পরিবেশের 4 টি ঘনক বস্তুর নাম - লুডোর ছক্কা, চিনির দানা, কর্পূর দানা, রুবিকস কিউব।
2. পাশের আয়তঘনাকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি।
উত্তর:
আয়তঘনাকার চিত্রের তলগুলি হল - ABCD, EFGH, ADFE, BCGH, ABHE, DCGF,
আয়তঘনাকার চিত্রের ধারগুলি হল - AB, BC, CD, DA, EF, FG, GH, HE, AE, DF, BH, CG.
আয়তঘনাকার চিত্রের শীর্ষ বিন্দুগুলি হল -A, B, C, D, E, F, G, H
3. একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মি., 4 মি. ও 3 মি. হলে, ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি।
উত্তর:
আমরা জানি, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য= $\sqrt{a²+b²+c²}$ একক [যেখানে, a = দৈর্ঘ্য, b = প্রস্থ এবং c = উচ্চতা
এখানে, সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য (a) = 5 মি.
প্রস্থ (b) = 4 মি.
উচ্চতা (c) = 3 মি.
∴ ঘরের সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য = $\sqrt{a²+b²+c²}$ মি.
= $5\sqrt{2}$ মি.
Ans. ঘরের সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য $5\sqrt{2}$ মি.
4. একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে, ঘনকটির আয়তন হিসাব করে লিখি।
উত্তর:
ধরি, ঘনকের বাহুর দৈর্ঘ্য = a মিটার
সুতরাং ঘনকের ক্ষেত্রফল = (বাহু)² বর্গ একক
= a² বর্গ মিটার
প্রশ্নানুযায়ী,
a² = 64
বা, a = $\sqrt{64}$
= $\sqrt{8×8}$
= 8
সুতরাং ঘনকের বাহুর দৈর্ঘ্য = 8 মিটার
এবং ঘনকের আয়তন = (বাহু)³ ঘন মিটার
= (8)³ ঘন মিটার
= 512 ঘন মিটার
Ans. ঘনকটির আয়তন 512 ঘন মিটার
5. আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং ৪ ডেসিমি. গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘন মিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি।
উত্তর:
বকুলতলা গ্রামে খালের চওড়া বা প্রস্থ = 2 মিটার
গভীরতা = ৪ ডেসিমি.
= 0.8 মিটার
এবং ধরি খালটির লম্বা বা দৈর্ঘ্য = a মিটার
সুতরাং খালের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা ঘন মিটার
= 2 × 0.8 × a ঘন মিটার
= 1.6a ঘন মিটার
প্রশ্নানুযায়ী,
1.6a = 240
বা, a = $\frac{240}{1.6}$
বা, a = 150
সুতরাং খালটির লম্বা বা দৈর্ঘ্য 150 মিটার
Ans. বকুলতলা গ্রামের খালটি 150 মিটার লম্বা।
6. একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য $4\sqrt{3}$ সেমি. হলে, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি ।
উত্তর:
দেওয়া আছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য $4\sqrt{3}$ সেমি.
আমরা জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য= বাহু×$\sqrt{3}$ একক
প্রশ্নানুযায়ী,
বাহু×$\sqrt{3}$ = 4$\sqrt{3}$
বা, বাহু = $\frac{4\sqrt{3}}{\sqrt{3}}$
বা, বাহু = 4
ঘনকের বাহুর দৈর্ঘ্য = 4 সেমি.
সুতরাং ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল = 6 × (বাহু)² বর্গ একক
= 6 × (4)² বর্গ সেমি.
= 6 × 16 বর্গ সেমি.
= 96 বর্গ সেমি.
Ans. ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল 96 বর্গ সেমি.
7. একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি. হলে, ঘনকটির ঘনফল হিসাব করে লিখি।
উত্তর:
আমরা জানি, ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি = 12 × বাহু একক
প্রশ্নানুযায়ী,
12 × বাহু = 60
বা, বাহু = $\frac{60}{12}$
বা, বাহু = 5
অর্থাৎ ঘনকের একটি বাহুর দৈর্ঘ্যে = 5 সেমি.
সুতরাং ঘনকটির ঘনফল = (বাহু)³ ঘন সেমি.
= (5)³ ঘন সেমি.
= 125 ঘন সেমি.
Ans. ঘনকটির ঘনফল 125 ঘন সেমি.
৪. যদি একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি. হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি।
উত্তর:
আমরা জানি, ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি = 6 × (বাহু)² বর্গ একক
প্রশ্নানুযায়ী,
6 × (বাহু)² = 216
বা, (বাহু)² = $\frac{216}{6}$
বা, (বাহু)² = 36
বা, বাহু = $\sqrt{36}$
বা, বাহু = 6
অর্থাৎ ঘনকের একটি বাহুর দৈর্ঘ্যে = 6 সেমি.
সুতরাং ঘনকটির ঘনফল = (বাহু)³ ঘন সেমি.
= (6)³ ঘন সেমি.
= 216 ঘন সেমি.
Ans. ঘনকটির ঘনফল 216 ঘন সেমি.
9. একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি.। তাকে সমান আয়তনবিশিষ্ট দুটি ঘনক-এ পরিণত করা হলে, প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি।
উত্তর:
সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি.
অর্থাৎ সমান আয়তনবিশিষ্ট দুটি ঘনক আয়তন 432 ঘন সেমি.
সুতরাং একটি ঘনক আয়তন $\frac{432}{2}$ ঘন সেমি.
= 216 ঘন সেমি.
সুতরাং ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য = $\sqrt[3]{216}$ সেমি.
= $\sqrt[3]{6×6×6}$ সেমি.
= 6 সেমি.
Ans. প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 6 সেমি.
10. একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কী হবে হিসাব করে লিখি।
উত্তর:
ধরি, মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য = $a$ একক
সুতরাং মূল ঘনকের ঘনফল = $(a)³$ ঘন একক
এবার ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে,
পরিবর্তিত ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য = ($a - a×50%$) একক
= ($a - a×\frac{50}{100}$) একক
= ($a - a×\frac{1}{2}$) একক
= $\frac{2a-a}{2}$ একক
= $\frac{a}{2}$ একক
সুতরাং পরিবর্তিত ঘনকের ঘনফল = $(\frac{a}{2})³$ ঘন একক
= $\frac{a³}{8}$ ঘন একক
প্রশ্নানুযায়ী,
মূল ঘনকের ঘনফল : পরিবর্তিত ঘনকের ঘনফল
= $a³$ : $\frac{a³}{8}$
= $8a³$ : $a³$
= 8 : 1
Ans. মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত = 8 : 1
11. একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3 : 2 : 1 এবং উহার আয়তন 384 ঘন সেমি. হলে, বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি।
উত্তর:
সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য : প্রস্থ : উচ্চতা = 3 : 2 : 1
ধরি, বাক্সের দৈর্ঘ্য 3a সেমি.
সুতরাং বাক্সের প্রস্থ 2a সেমি.
এবং বাক্সের উচ্চতা a সেমি.
সুতরাং বাক্সের আয়তন = 3a×2a×a ঘন সেমি.
= 6a³ ঘন সেমি.
প্রশ্নানুযায়ী,
6a³ = 384
বা, a³ = $\frac{384}{6}$
বা, a³ = 64
বা, a = $\sqrt[3]{64}$
বা, a = $\sqrt[3]{4×4×4}$
বা, a = 4
সুতরাং বাক্সের দৈর্ঘ্য 3×4 = 12 সেমি.
বাক্সের প্রস্থ 2×4 = 8 সেমি.
এবং বাক্সের উচ্চতা 4 সেমি.
সুতরাং বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল
= 2( দৈর্ঘ্য × প্রস্থ + প্রস্থ × উচ্চতা + উচ্চতা × দৈর্ঘ্য) বর্গ একক
= 2( 12 × 8 + 8 × 4 + 4 × 12) বর্গ সেমি.
= 2(96 + 32 + 48) বর্গ সেমি.
= 2 × 176 বর্গ সেমি.
= 352 বর্গ সেমি.
Ans. বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি.
12. একটি চা-এর বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি., 6 ডেসিমি. এবং 5.4 ডেসিমি.। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা. 350 গ্রাম। কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা. হলে, 1 ঘন ডেসিমি. চা-এর ওজন কত হবে তা হিসাব করে লিখি।
উত্তর:
চা-এর বাক্সের ভিতরের দৈর্ঘ্য = 7.5 ডেসিমি.
প্রস্থ = 6 ডেসিমি.
উচ্চতা = 5.4 ডেসিমি.
সুতরাং চা-এর বাক্সের ভিতরের ঘনফল = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন একক
= (7.5 × 6 × 5.4) ঘন ডেসিমি.
= 243 ঘন ডেসিমি.
চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা. 350 গ্রাম বা 52.350 কিগ্রা.
খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা. বা 3.750 কিগ্রা.
সুতরাং শুধু চা-এর ওজন = (52.350 - 3.750) কিগ্রা.
= 48.600 কিগ্রা.
= 48600 গ্রাম
অর্থাৎ 243 ঘন ডেসিমি. চা-এর ওজন 48600 গ্রাম
1 ঘন ডেসিমি. চা-এর ওজন $\frac{48600}{243}$ গ্রাম
=200 গ্রাম
Ans. 1 ঘন ডেসিমি. চা-এর ওজন 200 গ্রাম
13. একটি বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেমি., বেধ 1 মিলিমি. এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি. পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে x এর মান কত হবে তা হিসাব করে লিখি।
উত্তর:
8.4 গ্রাম ওজন বিশিষ্ট পিতলের আয়তন 1 ঘন সেমি.
1 গ্রাম ওজন বিশিষ্ট পিতলের আয়তন $\frac{1}{8.4}$ ঘন সেমি.
4725 গ্রাম ওজন বিশিষ্ট পিতলের আয়তন $\frac{1×4725}{8.4}$ ঘন সেমি.
= 562.5 ঘন সেমি.
বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেমি.
সুতরাং প্রস্থ x সেমি.
এবং বেধ 1 মিলিমি. = 0.1 সেমি.
পিতলের প্লেটের মোট আয়তন x × x × 0.1 ঘন সেমি
= 0.1x² ঘন সেমি
প্রশ্নানুযায়ী,
0.1x² = 562.5
বা, x² = $\frac{562.5}{0.1}$
বা, x² = 5625
বা, x = $\sqrt{5625}$
বা, x = $\sqrt{75×75}$
বা, x = 75
Ans. x এর মান 75
14. চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে। তাই রাস্তার দু-পাশে 30 টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মি. এবং ৪ মি. হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘন মিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি।
উত্তর:
প্রতিটি গর্তের দৈর্ঘ্য = 14 মি.
প্রস্থ = ৪ মি.
ধরি, প্রতিটি গর্তের গভীরতা = x মি.
সুতরাং একটি গর্তের আয়তন= দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা ঘন একক
= 14 × 8 × x ঘন মি.
= 112x ঘন মি.
সুতরাং 30 টি গর্তের আয়তন = 30 × 112x ঘন মি.
= 3360x ঘন মি.
প্রশ্নানুযায়ী,
3360x = 2520
বা, x = $\frac{2520}{3360}$
বা, x = $\frac{84}{114}$
বা, x = $\frac{6}{8}$
বা, x = $\frac{3}{4}$
বা, x = 0.75
অর্থাৎ প্রতিটি গর্তের গভীরতা = 0.75 মি. বা 75 সেমি.
Ans. প্রতিটি গর্তের গভীরতা 75 সেমি.
15. ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির $\frac{1}{3}$ অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি।
উত্তর:
চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার = 12 ডেসিমি.
সুতরাং চৌবাচ্চাটির আয়তন = (12)³ ঘন ডেসিমি.
= 1728 ঘন ডেসিমি.
সুতরাং 1728 ঘন ডেসিমি. = 1728 লিটার
আবার, 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির জলপূর্ণ থাকে $\frac{1}{3}$ অংশ
সুতরাং চৌবাচ্চাটির 1 অংশ = $\frac{3×64}{2}$ বালতি
= 96 বালতি
বা 1 বালতি = $\frac{1728}{96}$ লিটার
Ans. প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে।
0 মন্তব্যসমূহ
Your comment will be visible after approval