দশম শ্রেণি - অংক - কষে দেখি 1.5
গণিত প্রকাশ - অধ্যায় : 1
একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ
দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি
WBBSE
Class X
Math
Exercise 1.5
Nature of roots of Quadratic Equations with One Variable
যদি ax² + bx + c = 0 [যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 হয়] একটি দ্বিঘাত সমীকরণ হয় তবে, ঐ সমীকরণের নিরূপণ(Discriminant) = b² - 4ac
(i) নিরূপণ অর্থাৎ b² - 4ac = 0 হলে, সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে।
(ii) নিরূপণ অর্থাৎ b² - 4ac > 0 হলে, সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হবে।
(iii) নিরূপণ অর্থাৎ b² - 4ac < 0 হলে, সমীকরণের কোন বাস্তব বীজ থাকবে না।
কষে দেখি 1.5
1. নীচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি—
(i) 2x² + 7x + 3 = 0
উত্তর:
2x² + 7x + 3 = 0 দ্বিঘাত সমীকরণকে ax² + bx + c = 0 [a ≠ 0] দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, a = 2, b = 7 এবং c = 3
নিরূপক = b ² - 4ac
= (7)² - 4.3.3
= 49 - 36
= 13 > 0
∴ প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান।
Ans. 2x² + 7x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান।
(ii) 3x² + 2$\sqrt{6}$x + 2 = 0
উত্তর:
3x² + 2$\sqrt{6}$x + 2 = 0 দ্বিঘাত সমীকরণকে ax² + bx + c = 0 [a ≠ 0] দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, a = 3, b = 2$\sqrt{6}$ এবং c = 2
নিরূপক = b ² - 4ac
= (2$\sqrt{6}$)² - 4.3.2
= 24 - 24
= 0
∴ প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান।
Ans. 3x² + 2$\sqrt{6}$x + 2 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান।
(iii) 2x² - 7x + 9 = 0
উত্তর:
2x² - 7x + 9 = 0 দ্বিঘাত সমীকরণকে ax² + bx + c = 0 [a ≠ 0] দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, a = 2, b = -7 এবং c = 9
নিরূপক = b ² - 4ac
= (-7)² - 4.2.9
= 49 - 72
= -23 < 0
∴ প্রদত্ত দ্বিঘাত সমীকরণের কোন বাস্তব বীজ নেই।
Ans. 2x² - 7x + 9 = 0 দ্বিঘাত সমীকরণের কোন বাস্তব বীজ নেই।
(iv) $\frac{2}{5}$x² - $\frac{2}{3}$x + 1 = 0
উত্তর:
$\frac{2}{5}$x² - $\frac{2}{3}$x + 1 = 0 দ্বিঘাত সমীকরণকে ax² + bx + c = 0 [a ≠ 0] দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, a = $\frac{2}{5}$, b = -$\frac{2}{3}$ এবং c = 1
নিরূপক = b ² - 4ac
= ( -$\frac{2}{3}$)² - 4.$\frac{2}{5}$.3
= $\frac{4}{9}$ - $\frac{24}{25}$
= $\frac{100 - 216}{225}$
= - $\frac{116}{225}$
∴ প্রদত্ত দ্বিঘাত সমীকরণের কোন বাস্তব বীজ নেই।
Ans. $\frac{2}{5}$x² - $\frac{2}{3}$x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের কোন বাস্তব বীজ নেই।
2. k-এর কোন মান / মানগুলির জন্য নীচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি -
(i) 49x² + kx + 1= 0
উত্তর :
49x² + kx + 1= 0 ------ (i) [ধরি]
(i) নং সমীকরণের বীজগুলো বাস্তব ও সমান হলে,
নিরুপক = 0
∴ k² - 4.49.1 = 0
বা, k² - 4.49.1 = 0
বা, k² - 196 = 0
বা, k² = 196
বা, k = $\sqrt{196}$
বা, k = $\sqrt{14×14 }$
বা, k = ± 14
Ans. k-এর কোন মান ± 14 হলে, দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান বীজ হবে।
(ii) 3x² - 5x + 2k = 0
উত্তর:
3x² - 5x + 2k = 0 ------ (i) [ধরি]
(i) নং সমীকরণের বীজগুলো বাস্তব ও সমান হলে,
নিরুপক = 0
∴ (-5)² - 4.3.2k = 0
বা, 25 - 24k = 0
বা, -24k = -25
বা, 24k = 25
বা, k = $\frac{25}{24}$
Ans. k-এর কোন মান $\frac{25}{24}$ হলে, দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান বীজ হবে।
(iii) 9x² - 24x + k = 0
উত্তর:
9x² - 24x + k = 0 ------ (i) [ধরি]
(i) নং সমীকরণের বীজগুলো বাস্তব ও সমান হলে,
নিরুপক = 0
∴ (-24)² - 4.9.k = 0
বা, 576 - 36k = 0
বা, -36k = -576
বা 36k = 576
বা, k = $\frac{576}{36}$
বা, k = 16
Ans. k-এর কোন মান 16 হলে, দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান বীজ হবে।
(iv) 2x² + 3x + k = 0
উত্তর:
2x² + 3x + k = 0 ------ (i) [ধরি]
(i) নং সমীকরণের বীজগুলো বাস্তব ও সমান হলে,
নিরুপক = 0
∴ 3² - 4.2.k = 0
বা, 9 - 8k = 0
বা, - 8k = - 9
বা, 8k = 9
বা, k = $\frac{9}{8}$
Ans. k-এর কোন মান $\frac{9}{8}$ হলে, দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান বীজ হবে।
(v) x² - 2(5 + 2k)x + 3(7 + 10k) = 0
উত্তর:
x² - 2(5 + 2k)x + 3(7 + 10k) = 0
বা, x² - (10 + 4k)x + (21 + 30k) = 0 ------ (i) [ধরি]
(i) নং সমীকরণের বীজগুলো বাস্তব ও সমান হলে,
নিরুপক = 0
∴ {-(10 + 4k)}² - 4.1.(21 + 30k) = 0
বা, (10 + 4k)² - 4.(21 + 30k) = 0
বা, 100 + 80k + 16k² - 84 - 120k = 0
বা, 16k² - 40k + 16 = 0
বা, 2k² - 5k + 2 = 0
বা, 2k² - (4 + 1)k + 2 = 0
বা, 2k² - 4k - 1k + 2 = 0
বা, 2k(k - 2) -1(k - 2) = 0
বা, (k - 2)(2k -1) = 0
হয়, k - 2 = 0
বা, k = 2
অথবা, 2k -1 = 0
বা, 2k = 1
বা, k = $\frac{1}{2}$
Ans. k-এর কোন মান 2, $\frac{1}{2}$ হলে, দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান বীজ হবে।
(vi) (3k + 1)x² + 2(k + 1)x + k = 0
উত্তর:
(3k + 1)x² + 2(k + 1)x + k = 0 ------ (i) [ধরি]
(i) নং সমীকরণের বীজগুলো বাস্তব ও সমান হলে,
নিরুপক = 0
∴ {2(k + 1)}² - 4.(3k + 1).k = 0
বা, 4(k² + 2k + 1) - 4k(3k + 1) = 0
বা, 4k² + 8k + 4 - 12k² - 4k = 0
বা, - 8k² + 4k + 4 = 0
বা, 2k² - k - 1 = 0
বা, 2k² - (2 -1)k - 1 = 0
বা, 2k² - 2k + k - 1 = 0
বা, 2k(k - 1) + 1(k + 1) = 0
বা, (k - 1) (2k + 1) = 0
হয়, k - 1 = 0
বা, k = 1
অথবা, 2k + 1 = 0
বা, 2k = -1
বা, k = $-\frac{1}{2}$
Ans. k-এর কোন মান 1, $-\frac{1}{2}$ হলে, দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান বীজ হবে।
3. নীচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি—
(i) 4, 2 (ii) 4, -3 (iii) 4, 3 (iv) 5,3
(i) 4, 2
উত্তর:
আমরা জানি, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় α ও β হলে,
দ্বিঘাত সমীকরণটি হবে
x² - (α + β)x + αβ = 0
এক্ষেত্রে, α = 4 ও β = 2
অর্থাৎ, x² - (4 + 2)x + 4×2 = 0
বা, x² - (6)x + 8 = 0
বা, x² - 6x + 8 = 0
Ans. নির্নয় দ্বিঘাত সমীকরণটি হল x² - 6x + 8 = 0
(ii) -4, -3
উত্তর:
আমরা জানি, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় α ও β হলে,
দ্বিঘাত সমীকরণটি হবে
x² - (α + β)x + αβ = 0
এক্ষেত্রে, α = -4 ও β = -3
অর্থাৎ x² - (-4 - 3)x + (-4)×(-3) = 0
বা, x² - (-7)x + 12 = 0
বা, x² + 7x + 12 = 0
Ans. নির্নয় দ্বিঘাত সমীকরণটি হল x² + 7x + 12 = 0
(iii) -4, 3
উত্তর:
আমরা জানি, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় α ও β হলে,
দ্বিঘাত সমীকরণটি হবে
x² - (α + β)x + αβ = 0
এক্ষেত্রে, α = -4 ও β = 3
অর্থাৎ x² - (-4 + 3)x + (-4)×(3) = 0
বা, x² - (-1)x - 12 = 0
বা, x² + x - 12 = 0
Ans. নির্নয় দ্বিঘাত সমীকরণটি হল x² + x - 12 = 0
(iv) 5, -3
উত্তর:
আমরা জানি, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় α ও β হলে,
দ্বিঘাত সমীকরণটি হবে
x² - (α + β)x + αβ = 0
এক্ষেত্রে, α = 5 ও β = -3
অর্থাৎ x² - (5 - 3)x + (5)×(-3) = 0
বা, x² - 2x - 15 = 0
Ans. নির্নয় দ্বিঘাত সমীকরণটি হল x² - 2x - 15 = 0
4. $m$ - এর মান কত হলে, $4x² + 4(3m - 1)x + (m + 7) = 0$ দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যোন্যক হবে।
উত্তর:
$4x² + 4(3m - 1)x + (m + 7) = 0$
বা, $x² + \frac{4(3m - 1)}{4}x + \frac{(m + 7)}{4} = 0$
বা, $x² + (3m - 1)x + \frac{(m + 7)}{4} = 0$
ধরি, এই সমীকরণের একটি বীজ $α$
∴ অপর বীজ $\frac{1}{α}$ [∵ বীজ দুটি পরস্পর অন্যোন্যক]
∴ প্রশ্নানুযায়ী,
$\frac{(m + 7)}{4}$ = $α×\frac{1}{α}$
বা, $\frac{(m + 7)}{4}$ = 1
বা, m + 7 = 4
বা, m = 4 - 7
বা, m = -3
Ans. দ্বিঘাত সমীকরণটিতে m এর মান -3 হলে, সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যোন্যক হবে।
5. (b–c)x²+(c–a)x+ (a - b) = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, প্রমাণ করি যে, 2b=a+c
উত্তর:
(b – c)x² + (c – a)x + (a - b) = 0
এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, নিরুপক = 0
অর্থাৎ (c – a)² - 4(b – c)(a - b) = 0
বা, c² - 2ac + a² - 4(ab - b² - ac + bc) = 0
বা, c² - 2ac + a² - 4ab + 4b² + 4ac - 4bc = 0
বা, a² + 4b² + c² - 4ab - 4bc + 2ac = 0
বা, a² + (-2b)² + c² + 2.a.(-2b) + 2.(-2b).c + 2.a.c = 0
বা, (a - 2b + c)² = 0
বা, a - 2b + c = 0
বা, a + c = 2b
বা, 2b = a + c (প্রমানিত)
6. (a² + b²)x² - 2(ac + bd)x + (c² + d²)=0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, প্রমাণ করি যে, a/b=c/d
উত্তর:
(a² + b²)x² - 2(ac + bd)x + (c² + d²)=0
এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, নিরুপক = 0
অর্থাৎ {2(ac + bd)}² - 4(a² + b²)(c² + d²) = 0
বা, 4(a²c² + 2acbd + b²d²) - 4(a²c² + a²d² + b²c² + b²d²) = 0
বা, 4a²c² + 8acbd + 4b²d² - 4a²c² - 4a²d² - 4b²c² - 4b²d² = 0
বা, 8acbd - 4a²d² - 4b²c² = 0
বা, 2acbd - a²d² - b²c² = 0
বা, (ad)² - 2.ad.bc + (bc)² = 0
বা, (ad - bc)² = 0
বা, ad - bc = 0
বা, ad = bc
বা, a/b = c/d (প্রমানিত)
7. প্রমাণ করি যে, 2(a²+b²)x²+2(a+b)x+1=0 বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, যদি a≠b হয়।
উত্তর:
2(a²+b²)x²+2(a+b)x+1=0 দ্বিঘাত সমীকরণকে Ax² + Bx + C = 0 [a ≠ 0] দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, A = 2(a²+b²), b = 2(a+b) এবং c = 1
নিরূপক = B² - 4AC
= {2(a + b)}² - 4.2(a²+b²).1
= 4a² + 8ab + 4b² - 8a² - 8b²
= - 4a² + 8ab - 4b²
= - 4(a² - 2ab + b²)
= - 4(a - b)² < 0 [a ও b এর সকল মানের জন্য যদি a≠b হয়]
∴ প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অবাস্তব। (প্রমানিত)
8. 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ α ও β হলে,
(i) α² + β²
(ii) α³ + β³
(iii) $\frac{1}{α} +\frac{1}{β}$
(iv) $\frac{α²}{β} +\frac{β²}{α}$-এর মান নির্ণয় করি।
(i) α² + β²
উত্তর:
$5x² + 2x - 3 = 0$
বা, $x² + \frac{2}{5}x - \frac{3}{5} = 0$ ----- (i)
আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় α ও β সেই দ্বিঘাত সমীকরণটি হবে
x² - (α + β)x + αβ = 0 -------- (ii)
এখন (i) ও (ii) নং তুলনা করে পাই
α + β = $-\frac{2}{5}$ এবং αβ = $-\frac{3}{5}$
∴ α² + β² = (α + β)² - 2αβ
= $(-\frac{2}{5})² -2(-\frac{3}{5})$
= $\frac{4}{25} + \frac{6}{5}$
= $\frac{4+30}{25}$
= $\frac{34}{25}$
Ans. $\frac{34}{25}$
(ii) α³ + β³
উত্তর:
$5x² + 2x - 3 = 0$
বা, $x² + \frac{2}{5}x - \frac{3}{5} = 0$ ----- (i)
আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় α ও β সেই দ্বিঘাত সমীকরণটি হবে
x² - (α + β)x + αβ = 0 -------- (ii)
এখন (i) ও (ii) নং তুলনা করে পাই
α + β = $-\frac{2}{5}$ এবং αβ = $-\frac{3}{5}$
∴ α³ + β³ = (α + β)³ - 3αβ(α + β)
= $(-\frac{2}{5})³ -3(-\frac{3}{5})(-\frac{2}{5})$
= $-\frac{8}{125} - \frac{18}{25}$
= $\frac{-8-90}{125}$
= $-\frac{98}{125}$
Ans. $-\frac{98}{125}$
(iii) $\frac{1}{α} +\frac{1}{β}$
উত্তর:
$5x² + 2x - 3 = 0$
বা, $x² + \frac{2}{5}x - \frac{3}{5} = 0$ ----- (i)
আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় α ও β সেই দ্বিঘাত সমীকরণটি হবে
x² - (α + β)x + αβ = 0 -------- (ii)
এখন (i) ও (ii) নং তুলনা করে পাই
α + β = $-\frac{2}{5}$ এবং αβ = $-\frac{3}{5}$
∴ $\frac{1}{α} +\frac{1}{β}$
= $\frac{β+α}{αβ}$
= $\frac{α+β}{αβ}$
= $\frac{-\frac{2}{5}}{-\frac{3}{5}}$
= $\frac{2}{5}×\frac{5}{3}$
= $\frac{2}{3}$
Ans. $\frac{2}{3}$
(iv) $\frac{α²}{β} +\frac{β²}{α}$
উত্তর:
$5x² + 2x - 3 = 0$
বা, $x² + \frac{2}{5}x - \frac{3}{5} = 0$ ----- (i)
আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় α ও β সেই দ্বিঘাত সমীকরণটি হবে
x² - (α + β)x + αβ = 0 -------- (ii)
এখন (i) ও (ii) নং তুলনা করে পাই
α + β = $-\frac{2}{5}$ এবং αβ = $-\frac{3}{5}$
∴ $\frac{α²}{β} +\frac{β²}{α}$
= $\frac{α³+β³}{βα}$
= $\frac{(α + β)³ - 3αβ(α + β)}{βα}$
= $\frac{(-\frac{2}{5})³ -3(-\frac{3}{5})(-\frac{2}{5})}{(-\frac{3}{5})}$
= $\frac{(-\frac{8}{125} - \frac{18}{25})}{(-\frac{3}{5})}$
= $\frac{(\frac{-8-90}{125})}{(-\frac{3}{5})}$
= $\frac{(-\frac{98}{125})}{(-\frac{3}{5})}$
= $\frac{98}{125}×\frac{5}{3}$
= $\frac{98}{75}$
Ans. $\frac{98}{75}$
9. ax + bx + c = 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে, দেখাই যে, 2b² = 9ac.
উত্তর:
ধরি, ax + bx + c = 0 - এই সমীকরণের একটি বীজ $α$
সুতরাং অপর বীজ $2α$
প্রশ্নানুযায়ী,
$α + 2α$ = $-\frac{b}{a}$
বা, $3α$ = $-\frac{b}{a}$
বা, $α$ = $-\frac{b}{3a}$
এবং
$α.2α$ = $\frac{c}{a}$
বা, $2α²$ = $\frac{c}{a}$
বা, $2(-\frac{b}{3a})² = \frac{c}{a}$
বা, $\frac{2b²}{9a²} = \frac{c}{a}$
বা, $2b² = \frac{c×9a²}{a}$
বা, $2b² = 9ac$ (প্রমানিত)
10. যে সমীকরণের বীজগুলি x² + px + 1 = 0 সমীকরণের বীজগুলির অন্যোন্যক, সেই সমীকরণটি গঠন করি।
উত্তর:
ধরি, x² + px + 1 = 0 --- সমীকরণের বীজদ্বয় যথাক্রমে α ও β
∴ α + β = - p এবং αβ = 1
আবার, বীজদ্বয় α ও β এর অন্যোন্যক যথাক্রমে $\frac{1}{α}$ ও $\frac{1}{β}$
∴ $\frac{1}{α} + \frac{1}{β}$ = $\frac{β + α}{αβ}$
= $\frac{-p}{1}$
= -p
এবং $\frac{1}{α}×\frac{1}{β}$ = $\frac{1}{αβ}$
= $\frac{1}{1}$
= 1
∴ নির্নয় সমীকরণটি হবে
$x² -(\frac{1}{α} + \frac{1}{β})x + \frac{1}{α}\frac{1}{β} = 0$
বা, $x² - (-p)x + 1 = 0$
বা, $x² + px + 1 = 0$
Ans. নির্নয় সমীকরণটি হবে, x² + px + 1 = 0
11. x² + x + 1=0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি নির্ণয় করি।
উত্তর:
ধরি, x² + x + 1 = 0 --- সমীকরণের বীজদ্বয় যথাক্রমে α ও β
∴ α + β = -1 এবং αβ = 1
আবার, বীজদ্বয় α ও β এর বর্গ যথাক্রমে α² ও β²
∴ α² + β² = (α + β)² - 2αβ
= (-1)² - 2.1
= 1 - 2
= -1
এবং α²β² = (αβ)²
= (1)²
= 1
∴ নির্নয় সমীকরণটি হবে
$x² -(α² + β²)x + α²β² = 0$
বা, $x² - (-1)x + 1 = 0$
বা, $x² + x + 1 = 0$
Ans. নির্নয় সমীকরণটি হবে, x² + x + 1 = 0
12. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A.)
(A) বহুবিকল্পীয় প্রশ্ন (M.C.Q.) :
(i) x² - 6x + 2 =0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি
(a) 2 (b) -2 (c) 6 (d)-6
উত্তর:
এখানে, সমীকরণের বীজদ্বয় যথাক্রমে α ও β হলে
α + β = -(-6) = 6
Ans. (c) 6
(ii) x² - 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে, k-এর মান
(a) -2 (b) -8 (c) 8 (d) 12
উত্তর:
x² - 3x + k = 10
বা, x² - 3x + (k - 10) = 0
এখন, সমীকরণের বীজদ্বয় যথাক্রমে α ও β হলে
αβ = -2
বা, k - 10 = -2
বা, k = -2 + 10
বা, k = 8
Ans. (c) 8
(iii) ax² + bx + c = 0 (a ≠ 0) সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে, b² - 4ac হবে
(a) > 0 (b) = 0 (c) < 0 (d) কোনোটিই নয়
উত্তর:
সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে, b² - 4ac > 0 হয়।
Ans. (a) > 0
(iv) ax² + bx + c = 0 (a ≠ 0) সমীকরণের বীজদ্বয় সমান হলে
(a) $c=-\frac{b}{2a}$ (b) $c=\frac{b}{2a}$ (c) $c=-\frac{b²}{4a}$ (d) $c=\frac{b²}{4a}$
উত্তর:
সমীকরণের বীজদ্বয় বাস্তব হলে,
b² - 4ac = 0
বা, b² = 4ac
বা, 4ac = b²
বা, $c = \frac{b²}{4a}$
Ans. (d) $c=\frac{b²}{4a}$
(v) 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় α এবং β হলে, $(\frac{1}{α}+\frac{1}{β})$ - এর মান
(a) $-\frac{3}{8}$ (b) $\frac{2}{3}$ (c) -4 (d) 4
উত্তর:
সমীকরণের বীজদ্বয় α এবং β হলে
α + β = $-\frac{8}{3}$
এবং αβ = $\frac{2}{3}$
∴ $(\frac{1}{α}+\frac{1}{β})$
= $(\frac{β + α}{αβ}$
= $(\frac{α + β}{αβ}$
= $(\frac{-\frac{8}{3}}{\frac{2}{3}}$
= $-\frac{8}{3}×{\frac{3}{2}}$
= - 4
Ans. (c) - 4
(B) নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি:
(i) x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব।
Ans. মিথ্যা
[সূত্রঃ b² - 4ac = 1² - 4.1.1 = 1 - 4 = -3 <0 অর্থাৎ বীজদ্বয় বাস্তব নয়]
(ii) x² - x + 2 =0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়।
Ans. সত্য
[সূত্রঃ b² - 4ac = (-1)² - 4.1.2 = 1 - 8 = -7 <0 অর্থাৎ বীজদ্বয় বাস্তব নয়]
(C) শূন্যস্থান পূরণ করি:
(i) 7x² - 12x +18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত
উত্তর:
7x² - 12x +18 = 0 ---- সমীকরণের বীজদ্বয় α ও β হলে
α + β = $-\frac{-12}{7}$
= $\frac{12}{7}$
এবং αβ = $\frac{18}{7}$
∴ (α + β) : αβ = $\frac{12}{7}$ : $\frac{18}{7}$
= 12 : 18
= 2 : 3
Ans. 7x² - 12x +18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত 2:3
(ii) ax² + bx + c = 0 (a≠0) সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক হলে, c =
উত্তর:
ax² + bx + c = 0 ---- সমীকরণের বীজদ্বয় $α$ ও $\frac{1}{α}$ হলে
$α.\frac{1}{α}$ = $\frac{c}{a}$
বা, 1 = $\frac{c}{a}$
বা, c = a
Ans. ax² + bx + c = 0 (a≠0) সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক হলে, c = a
(iii) ax² + bx + c = 0 (a ≠ 0) সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক এবং বিপরীত (ঋণাত্মক) হলে, a + c =
উত্তর:
ax² + bx + c = 0 ---- সমীকরণের বীজদ্বয় $α$ ও $-\frac{1}{α}$ হলে,
$α. (-\frac{1}{α})$ = $\frac{c}{a}$
বা, -1 = $\frac{c}{a}$
বা, -a = c
বা, -a - c= 0
বা, a + c = 0
Ans. ax² + bx + c = 0 (a ≠ 0) সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক এবং বিপরীত (ঋণাত্মক) হলে, a + c = 0
13. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.)
(i) একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে, দ্বিঘাত সমীকরণটি লিখি।
উত্তর:
আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় α ও β সেই দ্বিঘাত সমীকরণটি হবে,
x² - (α + β)x + αβ = 0
∴ x² - (14)x + 24 = 0
বা, x² - 14x + 24 = 0
Ans. নির্নয় দ্বিঘাত সমীকরণটি হল x² - 14x + 24 = 0
(ii) kx² + 2x + 3k = 0 (k ≠ 0) সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে, k-এর মান লিখি।
উত্তর:
kx² + 2x + 3k = 0 (k ≠ 0) ---- সমীকরণের বীজদ্বয় α ও β হলে,
α + β = αβ
বা, $-\frac{2}{k}$ = $\frac{3k}{k}$
বা, $-\frac{2}{k}$ = 3
বা, k = $-\frac{2}{3}$
Ans. সমীকরণে k-এর মান $-\frac{2}{3}$
(iii) x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় α এবং β হলে, (α - β)-এর মান লিখি।
উত্তর:
x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় α এবং β হলে,
α + β = -(-22)
= 22
এবং αβ = 105
∴ α + β = 22
বা, (α + β)² = (22)²
বা, (α - β)² + 4αβ = 484
বা, (α - β)² + 4 x 105 = 484
বা, (α - β)² + 420 = 484
বা, (α - β)² = 484 -420
বা, (α - β)² = 64
বা, (α - β) = $\sqrt{64}$
বা, (α - β) = ± 8
Ans. (α - β) = ± 8
(iv) x² - x = k(2x - 1) সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, k-এর মান লিখি।
উত্তর:
x² - x = k(2x - 1)
বা, x² - x - k(2x - 1) = 0
বা, x² - x - 2kx + k = 0
বা, x² - (1 + 2k)x + k = 0
এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে,
(1 + 2k) = 0
বা, 2k = - 1
বা, k = $-\frac{1}{2}$
Ans. k-এর মান $-\frac{1}{2}$
(v) x² + bx + 12 = 0 এবং x² + bx + q = 0 সমীকরণদ্বয়ের একটি বীজ 2 হলে, q-এর মান লিখি।
উত্তর:
x² + bx + 12 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে,
(2)² + b.2 + 12 = 0
বা, 4 + 2b +12 = 0
বা, 2b +16 = 0
বা, 2b = -16
বা, b = -8
আবার, x² + bx + q = 0 সমীকরণের একটি বীজ 2 হলে,
(2)² + (-8).2 + q = 0 [∵ b = -8]
বা, 4 - 16 + q = 0
বা, -12 + q = 0
বা, q = 12
Ans. q-এর মান 12
0 মন্তব্যসমূহ
Your comment will be visible after approval