পদ পরিবর্তন - বাংলা ব্যাকারন || Pad Paribartan : Bengali Grammar

পদ পরিবর্তন - বাংলা ব্যাকারন || Pad Paribartan : Bengali Grammar

পদ পরিবর্তন

বাংলা ব্যাকরণ
পঞ্চম থেকে দশম শ্রেণীর জন্য

Pad Paribartan

Class V to X


পদ পরিবর্তন - বাংলা ব্যাকারন - বিশেষ্য থেকে বিশেষণ পদ পরিবর্তন - পদান্তর - বাংলা পদ পরিবর্তন - Bengali Grammar - Pad Paribartan - Pod Poribartan - bangla bakaran.



আজকের অধ্যায়ে আমারা বাংলা পদ পরিবর্তন নিয়ে আলোচনা করব। ক্লাস ফাইভ (পঞ্চম শ্রেণী) থেকে ক্লাস টেন (দশম শ্রেণী) পর্যন্ত প্রতিটি ক্লাসে পদ পরিবর্তন পড়ানো ও শেখানো হয়। এবং ছাত্র-ছাত্রীদের কাছে এই পদ পরিবর্তন অনেক সময় ভীতির কারণ হয়ে দাঁড়ায়। ছাত্র-ছাত্রীদের কাছে এই পদ পরিবর্তন যাতে করে সহজ হয় তাই বেশ কিছু পদ পরিবর্তন নিচে দেওয়া হল। ছাত্র ছাত্রীদের কাছে আমাদের প্রয়াস যদি কাজে লাগে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। 

আমাদের প্রয়াস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেন জানাবেন।

পদ পরিবর্তনে যাওয়ার আগে পদ নিয়ে কিছু কথা জেনে নেওয়া যাক।

প্রশ্ন: পদ কাকে বলে?

উত্তর: শব্দ বা ধাতু বিভক্তি-সহকারে বাক্যের মধ্যে ব‍্যবহৃত হলে তাকে পদ বলে। বা অন্য ভাবে বলা যায় বাক‍্যে ব‍্যবহৃত শব্দ বা ধাতুকে পদ বলে।

প্রশ্ন: পদ কত প্রকার ও কি কি?

উত্তর: প্রচলিত শব্দের অর্থের ভিত্তিতে পদ পাঁচ প্রকার। যথা-
1. বিশেষ্য
2. বিশেষণ
3. সর্বনাম
4. অব্যয়
5. ক্রিয়া

আজ আমরা শুধুমাত্র পদ পরিবর্তন নিয়ে আলোচনা করব বলেই পদের প্রকারভেদ গুলোর আলোচনা থেকে বিরত থাকলাম। পরবর্তীতে পদের এই প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। 

ব্যাকরণের নিয়ম অনুসারে বাক‍্যের মধ‍্যে ব‍্যবহৃত না হ‌ওয়া পর্যন্ত কোনো শব্দের পদ-পরিচয় স্পষ্ট হয় না বা বোঝা যায় না। বিশেষত সেটি বিশেষ্য না বিশেষণ। তবুও প্রচলিত ধারণা অনুযায়ী প্রতিটি শব্দের‌ মোটামুটি একটা পদ-পরিচয় আছে। এই ধারণা থেকেই আমরা বিশেষ্য থেকে বিশেষণ পদ পরিবর্তনের একটি তালিকা প্রস্তুত করেছি যা ছাত্র ছাত্রীদের কাজে লাগবে বলেই আমাদের বিশ্বাস।


প্রশ্ন: পদ পরিবর্তন কাকে বলে বা পদান্তর বলতে কি বোঝ?

উত্তর: প্রচলিত শব্দার্থের ভিত্তিতে একটি শব্দকে বিশেষ‍্য রূপ থেকে বিশেষণ রূপে বা বিশেষণ থেকে বিশেষ‍্য রূপে পরিবর্তিত করাকে পদ পরিবর্তন বা পদান্তর বলে। 


পদ পরিবর্তন : বিশেষ্য থেকে বিশেষণ



বিশেষ্য বিশেষণ
অংশআংশিক
অখণ্ডতাঅখণ্ড
অগ্নিআগ্নেয়
অঙ্গআঙ্গিক
অঞ্চলআঞ্চলিক
অণুআণবিক
অধিষ্ঠানঅধিষ্ঠিত
অধিষ্ঠানঅধিষ্ঠাত্রী
অধুনাআধুনিক
অধ্যয়নঅধীত
অনুগমনঅনুগত
অনুরোধঅনুরুদ্ধ
অনুসরণঅনুসৃত
অন্তঅন্তিম
অন্তরআন্তরিক
অপমানঅপমানিত
অবগুণ্ঠনঅবগুণ্ঠিত
অবধারণাঅবধারিত
অবসানঅবসিত
অবিনাশঅবিনশ্বর
অভিধাঅভিহিত
অভিধানআভিধানিক
অভেদঅভিন্ন
অরন্যআরন্যক
অরুণিমাঅরুণ
অর্থআর্থিক
অলংকারঅলংকৃত
অশ্রুসাশ্রু



বিশেষ্য বিশেষণ
আকাশআকাশি
আকৃতিআকৃত  
আক্রমণআক্রান্ত
আঘাতআহত 
আতিশয্যঅতিশয়
আত্মীয়আত্মীয়তা
আদরআদুরে
আদিআদ্য
আদেশআদিষ্ট  
আধানআহিত  
আধিক্যঅধিক
আধিপত্যঅধিপতি
আনন্দ আনন্দিত
আনুকূল্যঅনুকূল
আবরণআবৃত  
আরম্ভআরম্ভিত
আরোহণআরূঢ়
আলস্যঅলস
আলোআলোকিত
আশ্বাসআশ্বস্ত
আশ্রমআশ্রমিক
আশ্রয়আশ্রিত
আসনআসীন
আহারআহার্য
আহ্বানআহুত



বিশেষ্য বিশেষণ
ইক্ষুঐক্ষব
ইচ্ছাঐচ্ছিক
ইতরঐতরেয়
ইতিহাসঐতিহাসিক
ইন্দ্রঐন্দ্র
ইন্দ্রজালঐন্দ্রজালিক
ইন্দ্রিয়ঐন্দ্রিয়
ইহঐহিক



বিশেষ্য বিশেষণ
ঈশ্বরঐশ্বরিক



বিশেষ্য বিশেষণ
উৎকণ্ঠাউৎকণ্ঠিত
উৎকর্ষউৎকৃষ্ট  
উত্তরউত্তুরে
উত্তরণউত্তীর্ণ
উত্তাপ উত্তপ্ত
উদয়উদিত
উদ্ধারউদ্ধৃত
উদ্ভবউদ্ভূত
উদ্ভাবনাউদ্ভাবিত
উপনিষদঔপনিষদিক
উপস্থিতিউপস্থিত



বিশেষ্য বিশেষণ
ঋজুতাঋজু
ঋদ্ধিঋদ্ধ
ঋষিআর্ষ 



বিশেষ্য বিশেষণ
একঐকিক
একতাএক



বিশেষ্য বিশেষণ
ওষ্ঠঔষ্ঠ্য



বিশেষ্য বিশেষণ
ঔচিত্যউচিত
ঔৎসুক্যউৎসুক
ঔদার্যউদার
ঔদাস্যউদাস



বিশেষ্য বিশেষণ
কথাকথিত
কন্যাকানীন
করুণকারুণ্য
কর্ষণকর্ষিত
কল্পনাকল্পিত
কল্পনাকাল্পনিক
কাগজকাগুজে
কাজকেজো
কাঠিন্যকঠিন
কাতরতাকাতর
কাপড়কাপুড়ে
কামনাকাম্য
কায়কায়িক
কারুণ্যকরুণ
কুসুমকুসুমিত
কেশকৈশিক
কোপকুপিত
ক্লান্তিক্লান্ত
ক্লেদক্লিন্ন
ক্লেশক্লিষ্ট



ক্ষ

বিশেষ্য বিশেষণ
ক্ষণক্ষণিক
ক্ষীণতাক্ষীণ
ক্ষোভক্ষুব্ধ



বিশেষ্য বিশেষণ
খণ্ডখণ্ডিত
খরখরতা
খেলাখেলোয়াড়



বিশেষ্য বিশেষণ
গঙ্গাগাঙ্গেয়
গঠনগঠিত
গমনগম‍্য
গাঁগেঁয়ো
গাছগেছো
গানগেয়
গুরুত্বগুরু  
গৃহস্থগার্হস্থ্য  
গ্যাসগ্যাসীয়
গ্রহণগৃহীত
গ্রামগ্রাম্য
গ্রাসগ্রস্ত



বিশেষ্য বিশেষণ
ঘনত্বঘন  
ঘরঘরোয়া  
ঘাঘেয়ো
ঘাটঘেটো  
ঘাসঘেসো
ঘৃণাঘৃণিত
ঘৃণাঘৃণ্য



বিশেষ্য বিশেষণ
চমৎকারচমৎকৃত
চমৎকারিত্বচমৎকার
চালাকচালাকি
চিন্তাচিন্তিত



বিশেষ্য বিশেষণ
ছন্দছান্দিক
ছন্দহীনতাছন্দহীন
ছায়াছায়াময়
ছেদ ছিন্ন
ছোটত্বছোটো



বিশেষ্য বিশেষণ
জগৎ জাগতিক
জঙ্গলজংলি
জন্তুজান্তব
জন্মজন্মিত
জন্ম জাত
জবাবজবাবি
জবাবজবাবদিহি
জলজলো
জলজলীয়
জাতিজাতীয়
জাহাজজাহাজী
জীবজৈব
জীবনজৈবনিক
জীবনজীবিত
জীবনজীবন্ত
জ্যামিতিজ্যামিতিক



বিশেষ্য বিশেষণ
ঝড়ঝড়ো
ঝড়ঝোড়ো



বিশেষ্য বিশেষণ
ত‍্যাগত‍্যক্ত
ত‍্যাগত‍্যাজ‍্য 
ত্রাসত্রস্ত



বিশেষ্য বিশেষণ
দখলদখলি
দম্ভদাম্ভিক  
দর্শনদৃশ‍্য
দর্শনদর্শনীয়  
দলদলীয়
দহনদাহ্য
দাঁতদেঁতো
দানবদানবীয়
দামদামি
দিনদৈনিক
দীক্ষাদীক্ষিত
দীনদৈন্য
দুঃখদুঃখিত
দুধদুধেল
দুর্লঙ্ঘ্যতাদুর্লঙ্ঘ্য
দূরত্বদূর
দেশদেশীয়
দেশদেশজ
দৈর্ঘ্যদীর্ঘ
দোষদুষ্ট
দ্বন্দ্বদ্বান্দ্বিক



বিশেষ্য বিশেষণ
ধীরতাধীর
ধৈর্যধীর



বিশেষ্য বিশেষণ
নগরনাগরিক
নতুনত্বনতুন
নবীনতানবীন
নামনামক
নাশনশ্বর
নাশনষ্ট
নিত্যতানিত্য
নিধননিহত
নিধাননিহিত  
নিবিড়তানিবিড়
নিমিত্তনৈমিত্তিক
নিয়মনিয়মিত
নিয়মনিয়ত  
নিরাপত্তানিরাপদ
নির্গমননির্গত
নির্দেশ নির্দিষ্ট
নির্বাচননির্বাচিত
নির্মাণনির্মিত
নিশানৈশ
নীলিমানীল
নুননোনা
নৌনাব্য



বিশেষ্য বিশেষণ
পক্ষপাক্ষিক
পথপাথেয়
পরিত্যাগপরিত‍্যাজ‍্য
পরিবারপারিবারিক
পরীক্ষাপরীক্ষিত
পশুপাশবিক
পশ্চিমপশ্চিমা
পাহাড়পাহাড়ি
পিতাপৈতৃক
পুজাপূজ্য
পুরপৌর
পুরুষপৌরুষ
পৃথিবীপার্থিব
পেটপেটুক
পোষপোষ্য
প্রকৃতিপ্রাকৃতিক
প্রণামপ্রণত
প্রতিষ্ঠাপ্রতিষ্ঠিত
প্রত্যাগমনপ্রত্যাগত
প্রদর্শনপ্রদর্শিত
প্রবেশপ্রবিষ্ট
প্রমাণপ্রামাণ্য
প্রলোভনপ্রলুব্ধ
প্রসিদ্ধিপ্রসিদ্ধ
প্রাচুর্যপ্রচুর
প্রাধান্যপ্রধান
প্রাবল্যপ্রবল 
প্রারম্ভপ্রারম্ভিক  



বিশেষ্য বিশেষণ
ফলফলিত
ফাঁসফাঁসুড়ে
ফুলফুলেল



বিশেষ্য বিশেষণ
বড়ত্ববড়
বৎসবৎসল
বৎসরবাৎসরিক
বনবন্য
বন্ধুবন্ধুসুলভ
বর্জনবর্জিত
বর্ণনাবর্ণিত
বর্ধনবর্ধিত
বসন্ত বাসন্তী
বস্তুবাস্তব  
বাজারবাজারি
বায়ুবায়বীয়
বার্ধক্যবৃদ্ধ
বালিবেলে  
বিকারবিকৃত
বিকিরণবিকিরিত
বিক্রয়বিক্রীত
বিঘ্নবিঘ্নিত
বিচারবিচার্য  
বিড়ম্বনাবিড়ম্বিত
বিধানবিহিত
বিধিবৈধ
বিনাশবিনষ্ট
বিপদবিপন্ন
বিবাদবিবাদি
বিভেদবিভিন্ন
বিরাটত্ববিরাট
বিশ্বাসবিশ্বস্ত
বিশ্রামবিশ্রান্ত
বিশ্লেষণবিশ্লিষ্ট
বিষণ্ণবিষণ্ণতা
বিষাদবিষণ্ণ
বুদ্ধবৌদ্ধ
বুদ্ধিবৌদ্ধিক
বুদ্ধিমত্তাবুদ্ধিমান
বৃহস্পতিবার্হস্পত্য
বেদবৈদিক
বেদ বৈদিক
বৈকল্যবিকল
বৈশাখবৈশাখী
ব্যথাব্যথিত
ব‍্যবধানব‍্যবহিত  
ব্যয়ব্যয়িত
ব্যাঘাতব্যাহত
ব্যাপ্তিব্যাপ্ত
ব্রতব্রতী



বিশেষ্য বিশেষণ
ভক্তিভক্ত
ভদ্রভদ্রতা
ভয়ভয়ানক
ভয়ভীত
ভাতভেতো
ভারতভারতীয়
ভূগোলভৌগোলিক
ভূতভৌতিক
ভেদভেদ‍্য  
ভোজনভোজ্য
ভোর ভোরাই
ভ্রমণভ্রাম্যমাণ



বিশেষ্য বিশেষণ
মজবুতিমজবুত
মত্ততামত্ত
মনমানসিক
মন্ত্রমন্ত্রপূত
মন্দত্বমন্দ
মলিনতামলিন
মহানতামহান
মাছ মেছো
মাটিমেটে
মাঠমেঠো
মাদকতামাদক
মায়ামায়াবী
মালিন্যমলিন
মাসমাসিক
মিথ্যেমিথ্যুক
মুক্তিমুক্ত
মুখমৌখিক
মুহূর্তমৌহূর্তিক
মৃৎমৃন্ময়
মেঘমেঘলা
মেজাজমেজাজি
মেয়াদমেয়াদি
মোহমুগ্ধ



বিশেষ্য বিশেষণ
যন্ত্রযান্ত্রিক 
যাচনাযাচিত 



বিশেষ্য বিশেষণ
রংরঙিন
রক্তরক্তিম
রচনারচিত
রাখালরাখালিয়া
রাগরাগী
রাগ রাগত
রাজারাজকীয়
রেখারৈখিক  
রোগরুগ্ন  



বিশেষ্য বিশেষণ
লক্ষ্যলক্ষিত 
লজ্জালজ্জিত
লম্বালম্বাটে
লিখনলিখিত  
লেপনলিপ্ত
লোকলৌকিক
লোকলৌকিক
লোপলুপ্ত
লোভলুব্ধ
লোভলোভী
লোমলোমশ



বিশেষ্য বিশেষণ
শক্তিশাক্ত
শব্দশাব্দিক
শরৎশারদীয়
শরৎশারদীয়া
শরীরশারীরিক
শহরশহুরে
শাস্ত্রশাস্ত্রীয়
শিক্ষাশিক্ষিত
শোধনশুদ্ধ
শোধনশোধিত
শোভাশোভিত
শ্যামলিমাশ্যামল
শ্যামলীশ্যামল
শ্রবণশ্রুত



বিশেষ্য বিশেষণ
সংখ্যাসাংখ্য  
সংঘাতসাংঘাতিক
সংযম সংযত 
সংস্থাপনসংস্থাপিত
সঙ্গমসঙ্গত  
সঞ্চয়সঞ্চিত
সন্দেহসন্ধিগ্ধ
সন্নিধানসন্নিহিত
সপ্তাহসাপ্তাহিক
সবুজসবজে
সবুজতাসবুজ
সময়সাময়িক
সমরসামরিক
সমাধিসমাহিত
সমাধিসমাধিস্থ
সমাসসমস্ত
সম্পদসম্পন্ন 
সম্ভাব্যতাসম্ভাব্য
সর্বনাশসর্বনাশা
সর্বনাশসব্বোনেশে
সহজতাসহজ
সহনসহ‍্য
সহনসহনীয়
সাঁওতালসাঁওতালি
সাদৃশ্যসদৃশ
সাধুতাসাধু
সিন্ধুসৈন্ধব
সুখসুখী
সুখসুখকর
সুখসুখময়
সুরসুরেলা
সূর্যসৌর
সৃষ্টিসৃষ্ট
সেচসিক্ত
সৌজন্যসুজন
সৌন্দর্যসুন্দর
সৌষ্ঠবসুষ্ঠু
সৌহার্দ্যসুহৃদ
স্থানস্থানীয়
স্থিতিস্থির
স্নানস্নাত
স্নেহস্নিগ্ধ
স্বপ্নস্বপ্নিল
স্বর্গস্বর্গীয়
স্বর্ণস্বর্ণালি



বিশেষ্য বিশেষণ
হরণহৃত
হাটহাটুরে
হাতহাতুড়ে
হিংসাহিংসুটে
হিংসাহিংসাত্মক
হৃদয়হার্দিক


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ