Quiz on Physics
প্রশ্নোত্তরে পদার্থ বিজ্ঞান
1. পরমাণুর ব্যাস মাপার একক কোনটি?
পরমাণুর ব্যাস মাপার একক "ফার্মি"
2. বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক কোন উষ্ণতায় হয়ে থাকে?
4°C উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয়
3. কোন বস্তুর ওজন পৃথিবীতে 24 kg হলে চাঁদে ওজন কত?
পৃথিবীতে ওজন 24 kg হলে চাঁদে ওজন হবে 4 kg
4. পৃথিবীর দৈনিক গতির জন্য পার্থিব বস্তুর ওজন
পৃথিবীর দৈনিক গতির জন্য পার্থিব বস্তুর ওজন হ্রাস পায়।
5. সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে তা কি ধরনের তাপ?
সূর্য থেকে পৃথিবীতে বিকীর্ণ পদ্ধতিতে তাপ এসে পৌঁছায়।
6. 1 টন = কত কেজি ?
1 টন = 1,000 কেজি
7. বিভব পার্থক্যের একক কি
বিভব পার্থক্যের একক হল ভোল্ট
8. বল × সময় = ?
বল × সময় = ঘাত
9. হিম মিশ্রণের বা হিমমিশ্রের উষ্ণতা কত?
হিম মিশ্রণের বা হিমমিশ্রের উষ্ণতার মান -23°C.
10. তড়িৎ শক্তির একক কি ?
তড়িৎ শক্তির একক হল ওয়াট-ঘন্টা
11. নিম্নের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
এগুলির মধ্যে স্টিল মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি।
12. বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে?
বৈদ্যুতিক বাতির মধ্যে যে নিষ্ক্রিয় গ্যাস থাকে তা হল - আর্গন।
13. বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি?
বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম ব্যারোমিটার
14. বায়ুতে শব্দের বেগ কত?
বায়ুতে শব্দের বেগ 330 মি/সে.
15. সূর্য যে পদ্ধতিতে তাপ ও আলো সৃষ্টি করে তা হল -
সূর্য যে পদ্ধতিতে তাপ ও আলো সৃষ্টি করে তা হল - নিউক্লিয় সংযোজন
16. নিচের কোনটি অপসারী লেন্স?
অবতল লেন্স হল অপসারী লেন্স
17. বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলে?
বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে
18. নিচের কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ?
জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি জল
19. কোন প্রতিবিম্ব কে পর্দায় ধরা যায়না, কিন্তু তার ছবি তোলা যায়?
অসদবিম্বকে পর্দায় ধরা যায়না, কিন্তু তার ছবি তোলা যায়
20. মরীচিকা কোন ধরনের প্রতিবিম্ব?
মরীচিকা এক ধরনের অসদবিম্ব
0 মন্তব্যসমূহ
Your comment will be visible after approval