WBBSE
Class X
Math
Exercise 1:3
Quadratic Equations with One Variable
দশম শ্রেণী
অংক
কষে দেখি - 1:3
একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ
10. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ( V.S.A. )
( A ) বহুবিকল্পীয় প্রশ্ন ( M.C.Q. )
10. (A) ( i ) একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা
( a ) একটি
( b ) দুটি
( c ) তিনটি
( d ) কোনােটিই নয়
দ্বিঘাত সমীকরণ কথাটির অর্থ যে সমীকরণের বীজ দুটি। তাই এই প্রশ্নের উত্তর ( b ) দুটি
Ans. ( b ) দুটি
10. (A) ( ii ) ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে
( a ) b ≠ 0
( b ) c ≠ 0
( c ) a ≠ 0
( d ) কোনােটিই নয়
কোন সমীকরণ দ্বিঘাত কিনা তার বুঝতে হলে শ্রীধর আচার্য্য এর সূত্র দিয়ে খুব সহজেই নির্ণয় করা যায়।
কিন্তু আমারা এই সমীকরণটির ক্ষেত্রে আরো সহজ ভাবে চিন্তা করব।
এখানে a = 0 হলে, x² যুক্ত পদটিও 0 হয়ে যাবে [bx + c = 0], ফলে x এর আর দুটো বীজ থাকবে না।
তাই ax² + bx + c = 0 এই সমীকরণটি দ্বিঘাত হওয়ার একমাত্র শর্ত a ≠ 0
Ans. ( c ) a ≠ 0
10. (A) ( iii ) একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত
( a ) 1
( b ) 2
( c ) 3
( d ) কোনােটিই নয়
যেহেতু দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকে তাই দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 2.
Ans. ( b ) 2
10. (A) ( iv ) 4 ( 5x² - 7x + 2 ) = 5 ( 4x² - 6x + 3 ) সমীকরণটি
( a ) রৈখিক
( b ) দ্বিঘাত
( c ) ত্রিঘাত
( d ) কোনােটিই নয়
4 ( 5x² - 7x + 2 ) = 5 ( 4x² - 6x + 3 )
⇒ 20x² - 28x + 8 = 20x² - 30x + 15
⇒ 20x² - 28x + 8 - 20x² + 30x - 15 = 0
⇒ 2x - 7 = 0
Ans. ( a ) রৈখিক
10. (A) ( v ) $\frac{x^2}x=6$ সমীকরণটির বীজ / বীজদ্বয় ।
( a ) 0
( b ) 6
( c ) 0 ও 6
( d ) –6
$\frac{x^2}x=6$
⇒ x² = 6x
⇒ x² - 6x = 0
⇒ x(x - 6) = 0
∴ x = 6 অথবা 0
যদি x = 0 হয়, তাহলে সমীকরণটি অনির্ণেয় হয়ে যাবে তাই x = 0 হবে না। x এর মান হবে 6
Ans. ( b ) 6
10. ( B ) নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি :
10. ( B ) ( i ) ( x - 3 )² = x² - 6x + 9 একটি দ্বিঘাত সমীকরণ ।
( x - 3 )² = x² - 6x + 9
⇒ x² - 2.x.3 + (3)² = x² - 6x + 9
⇒ x² - 6x + 9 = x² - 6x + 9
সমীকরণের x² এর পদটি বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই এটি দ্বিঘাত সমীকরণ হতে পারে না।
Ans. মিথ্যা
10. ( B ) ( ii ) x² = 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5
x² = 25
⇒ x² - 25 = 0
⇒ (x)² - (5)² = 0
⇒ (x + 5) (x - 5) = 0
∴ x = -5, +5
অর্থাৎ সমীকরণের বীজ দুটি।
Ans. মিথ্যা
( C ) শূন্যস্থান পূরণ করি :
10. (C) ( i ) যদি ax² + bx + c = 0 সমীকরণটির a = 0 এবং b ≠ 0 হয় , তবে সমীকরণটি একটি ________ সমীকরণ ।
ax² + bx + c = 0 সমীকরণটিতে a = 0 এবং b ≠ 0 হলে,
bx + c = 0, যা রৈখিক সমীকরণের উদাহরণ।
Ans. যদি ax² + bx + c = 0 সমীকরণটির a = 0 এবং b ≠ 0 হয় , তবে সমীকরণটি একটি রৈখিক সমীকরণ ।
10. (C) ( ii ) যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয় , তাহলে সমীকরণটি হলাে _________.
দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হলে সমীকরণটি হবে,
(x - 1) (x - 1) = 0
⇒(x - 1)² = 0
⇒ x² - 2x + 1 = 0
Ans. যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয় , তাহলে সমীকরণটি হলাে x² - 2x + 1 = 0
10. (C) ( ii ) x² = 6x সমীকরণটির বীজদ্বয় _____ ও _____
x² = 6x
⇒ x² - 6x = 0
⇒ x(x - 6) = 0
∴ x = 6 অথবা 0
Ans. x² = 6x সমীকরণটির বীজদ্বয় 6 ও 0
11. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ( S.A. )
( i ) x² + ax + 3 = 0 সমীকরণের একটি বীজ 1 হলে , a- এর মান নির্ণয় করি ।
( ii ) x² - ( 2 + b ) x + 6 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে , অপর বীজটির মান লিখি ।
( ii ) 2x² + kx + 4 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে , অপর বীজটির মান লিখি ।
( iv ) একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যোন্যকের অন্তর 9/50 ; সমীকরণটি লিখি ।
( v ) ax² + bx + 35 = 0 সমীকরণের বীজদ্বয় –5 ও –7 হলে , a এবং b- এর মান লিখি ।
11. ( i ) x² + ax + 3 = 0 সমীকরণের একটি বীজ 1 হলে , a- এর মান নির্ণয় করি ।
উত্তর :
x² + ax + 3 = 0
x = 1 হলে
⇒ (1)² + a.1 + 3 = 0
⇒ 1 + a + 3 = 0
⇒ a + 4 = 0
⇒ a = - 4
Ans. a এর মান - 4
11. ( ii ) x² - ( 2 + b ) x + 6 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে, অপর বীজটির মান লিখি ।
উত্তর:
x² - ( 2 + b ) x + 6 = 0
x = 2 হলে
⇒ (2)² - ( 2 + b ) 2 + 6 = 0
⇒ 4 - 4 - 2b + 6 = 0
⇒ -2b + 6 = 0
⇒ -2b = - 6
⇒ b $=\frac {-6}{-2}$
⇒ b = 3
∴ x² - (2 + 3) x + 6 = 0
⇒ x² - 2x - 3x + 6 = 0
⇒ x(x - 2) - 3(x - 2) = 0
⇒ (x - 2) (x - 3) = 0
∴ x = 2, 3
∴ x² - ( 2 + b ) x + 6 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে, অপর বীজটির মান 3
Ans. অপর বীজটির মান 3
11. ( iii ) 2x² + kx + 4 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে , অপর বীজটির মান লিখি ।
উত্তর:
2x² + kx + 4 = 0
x = 2 হলে
⇒ 2(2)² + k.2 + 4 = 0
⇒ 2.4 + 2k + 4 = 0
⇒ 8 + 2k + 4 = 0
⇒ 2k + 12 = 0
⇒ 2k = -12
⇒ k $=\frac {-12}{2}$
⇒ k = - 6
∵ 2x² - 6x + 4 = 0
⇒ x² - 3x + 2 = 0
⇒ x² - (2 + 1)x + 2 = 0
⇒ x² - 2x - x + 2 = 0
⇒ x(x - 2) -1(x - 2) = 0
⇒ (x - 2) (x - 1) = 0
∵ x = 2, 1
2x² + kx + 4 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে , অপর বীজটির মান 1
Ans. অপর বীজটির মান 1
11. ( iv ) একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যোন্যকের অন্তর $\frac {9}{20}$ ; সমীকরণটি লিখি ।
ধরি,
প্রকৃত ভগ্নাংশ = $x$
∵ তার অন্যোন্যক $\frac 1x$
প্রশ্নানুযায়ী সমীকরণটি হল,
$x$ - $\frac 1x$ = $\frac {9}{20}$
Ans. $x$ - $\frac 1x$ = $\frac {9}{20}$
11. ( v ) ax² + bx + 35 = 0 সমীকরণের বীজদ্বয় –5 ও –7 হলে , a এবং b- এর মান লিখি ।
x এর মান -5 হলে,
a(-5)² + b.(-5) + 35 = 0
⇒ 25a - 5b +35 = 0
⇒ 5a - b + 7 = 0 ------ (1) নং সমীকরণ
x এর মান -7 হলে,
a(-7)² + b.(-7) + 35 = 0
⇒ 49a - 7b +35 = 0
⇒ 7a - b + 5 = 0 ------ (2) নং সমীকরণ
(1) নং সমীকরণ - (2) নং সমীকরণ করে পাই,
5a - b + 7 = 0
7a - b + 5 = 0
(-) (+) (-)
--------------------------
- 2a +2 = 0
⇒ - 2a = - 2
⇒ a = 1
a এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই
5.1 - b + 7 = 0
⇒ 5 - b +7 = 0
⇒ 12 - b = 0
⇒ - b = - 12
⇒ b = 12
Ans. a = 1, b = 12
0 মন্তব্যসমূহ
Your comment will be visible after approval