Science Activity Task for Class VIII (Final -2021)

Science Activity Task for Class VIII (Final -2021)

চূড়ান্ত অ্যাক্টিভিটি টাস্ক - 2021

পরিবেশ ও বিজ্ঞান

অষ্টম শ্রেণি

পূর্ণমান ৫০



১ . ঠিক উত্তর নির্বাচন করো: 1x6=6

প্রশ্ন: ১.১ চাপের SI একক হলো - ( ক ) নিউটন ( খ ) নিউটন বর্গমিটার ( গ ) নিউটন / বর্গমিটার ( ঘ ) নিউটন / বর্গমিটার ।

উত্তর: ( গ ) নিউটন / বর্গমিটার


প্রশ্ন: ১.২ আইসোবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের - ( ক ) ভর সমান ( খ ) প্রোটনসংখ্যা সমান ( গ ) নিউটনসংখ্যা সমান ( ঘ ) ভরসংখ্যা সমান।

উত্তর: ( ঘ ) ভরসংখ্যা সমান।


প্রশ্ন: ১.৩ যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরোনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো - ( ক ) মাইটোকনড্রিয়া ( খ ) রাইবোজোম গ ) নিউক্লিয়াস ( ঘ ) লাইসোজোম ।

উত্তর: ( ঘ ) লাইসোজোম


প্রশ্ন: ১.৪ যেটি তড়িৎবিশ্নেষ্য নয় সেটি হলো – ( ক ) সোডিয়াম ক্লোরাইড ( খ ) অ্যামোনিয়াম সালফেট ( গ ) গ্লুকোজ ( ঘ ) অ্যাসেটিক অ্যাসিড

উত্তর: ( গ ) গ্লুকোজ


প্রশ্ন: ১.৫ ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হলো – ( ক ) সঞ্চয়ী পুকুর ( খ ) হ্যাচারি ( গ ) পালন পুকুর ( ঘ ) আঁতুর

উত্তর: ( খ ) হ্যাচারি


প্রশ্ন: ১.৬ মৌমাছিনের জীবনে চারটি দশার সঠিক ক্রমটি হলো ---- ( ক ) ডিম → পিউপা → লার্ভা → পূর্ণাঙ্গ
( খ ) ডিম →লার্ভা → পূর্ণাঙ্গ → পিউপা
( গ ) ডিম →লার্ভা → পিউপা → পূর্ণাঙ্গ
( ঘ ) ভিম → পূর্ণাঙ্গ → লার্ভা → পিউপা

উত্তর: ( গ ) ডিম →লার্ভা → পিউপা → পূর্ণাঙ্গ



২. শূন্যস্থান পূরণ করে : 1x3=3

প্রশ্ন: ২.১ কোনো কঠিন অনুঘটককে গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ____ যায়।

উত্তর: বেড়ে


প্রশ্ন: ২.২ ____ কম্পনই ব্জ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে।

উত্তর: বায়ুর


প্রশ্ন: ২.৩ _____ উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে।

উত্তর: ক্যাফিনের



৩. ঠিক বাক্যের পাশে (✔) আর ভুল বাক্যের পাশে (X) চিহ্ন দাও: 1x3=3

প্রশ্ন: ৩.১ স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয়।

উত্তর: ঠিক (✔)


প্রশ্ন: ৩.২ জারণ ও বিজারণ প্রক্রিয়া সব সময় একসঙ্গে ঘটে।

উত্তর: ঠিক (✔)


প্রশ্ন: ৩.৩ সবুজ চায়ে ভিটামিন K পাওয়া যায়।

উত্তর: ঠিক (✔)



8. সংক্ষিপ্ত উত্তর দাও: 1x6=6

প্রশ্ন: ৪.১ এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে ?

উত্তর: এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী ৯.৮ নিউটন (9.8 N) বল দিয়ে আকর্ষণ করে


প্রশ্ন: ৪.২ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো- Na , Fe , ( H ) , Cu , Au । এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো ।

উত্তর: এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎধনাত্মক ধাতুটি হলো সোডিয়াম (Na)


প্রশ্ন: ৪.৩ চোখের রেটিনায় উপস্থিত কোন কোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে ?

উত্তর: চোখের রেটিনায় উপস্থিত দন্ডাকার রডকোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে।


প্রশ্ন: ৪.৪ আলুর যে এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখো ?

উত্তর: আলুর যে এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম হলো ক্যাটালেজ


প্রশ্ন: ৪.৫ বায়ুর মধ্যে দিয়ে তড়িৎচলাচল ঘটা সম্ভব কীসের জন্য ?

উত্তর: বায়ুর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে তড়িৎচলাচল ঘটা সম্ভব ।


প্রশ্ন: ৪.৬ মুরগী পালনের একটি আধুনিক পদ্ধতি হলো ‘ডিপ - লিটার' । 'লিটার' কী ?

উত্তর: লিটার হলো পোলট্রি হাঁস-মুরগি পালনের জন্য বিশেষ শয্যা। অর্থাৎ বিচালি (ছোট ছোট করে কাটা খড়), কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ আর যবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে নিজের ঘরের মেঝেতে পোলট্রি হাঁস-মুরগি জন্য তৈরি শয্যাই হয় লিটার। (Page - 226)


৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : 2x7=14

প্রশ্ন: ৫.১ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং K রাশিটির SI একক উল্লেখ করো ।

উত্তর: কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হলো, F = K $\frac{ q₁ × q₂}{r²}$   

 এখানে q₁ এবং q₂ হলো তড়িতাহিত বস্তু দুটির আধানের পরিমাণ, r হলো তড়িতাহিত বস্তু দুটির মধ্যে দূরত্ব, এবং F হলো বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল - এর মান। এবং K হলো ধ্রুবক। (Page - 25)


K রাশিটির SI এককটি হলো {নিউটন x (মিটার)²}/কুলম্ব²।       (Page - 26)


প্রশ্ন: ৫.২ খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বিশেষ বৈশিষ্ট দেখা যায় ?

উত্তর: খুব শুকনো পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে যে যে বিশেষ বৈশিষ্ট দেখা যায় তা হলো -
(১) এই সব প্রাণীদের ত্বক অপেক্ষাকৃত পুরু হয় যাতে জল বেরিয়ে যেতে না পারে।
(২) কোন কোন প্রাণী এস্টিভেশন বা গরম ঘুমে চলে যায়। এসময় এদের শ্বাসক্রিয়া ও হৃদকম্পনের হার কমে যায়।
(৩) কোন কোন প্রাণীর পা খুব লম্বা হয় যাতে দ্রুত দৌড়াতে বা লাফাতে পারে। এতে তপ্ত বালির সরাসরি সংস্পর্শে আসার সম্ভাবনা কমে।


আবার, খুব ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে যে যে বিশেষ বৈশিষ্ট দেখা যায় তা হলো:

(১) অনেক প্রাণী শীতঘুমে চলে যায়। এসময় এদের শ্বাসক্রিয়া ও হৃদকম্পনের হার কমে যায়।
(২) অনেক প্রাণীর শরীর লোমে ঢাকা থাকে যা সূর্যের আলো শোষণ করে শরীর গরম রাখে।
(৩) অনেক প্রাণীর চামড়ার নীচে পুরু ফ্যাট থাকে যা শরীর গরম রাখতে সাহায্য করে।

প্রশ্ন: ৫.৩ উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন ?

উত্তর: রাসায়নিক বিক্রিয়ার শুরুতে শক্তির প্রয়োজন হয় আর উষ্ণতা বাড়লে পদার্থের অনুদের গতিশক্তি বাড়ে। তাই উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। (Page - 92)


প্রশ্ন: ৫.৪ ইনফ্লুয়েঞ্জা রোগে কী কী লক্ষণ দেখা যায় ?

উত্তর: ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস ঘটিত শাসরোগ। এটি একটি ভীষণ ছোঁয়াচে রোগ। সাধারণত হাঁচি, কাশি, কফের মাধ্যমে এ রোগ সংক্রমিত হয়। ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ গুলি হলো- ভয়াবহ জ্বর, ঘাম, কাঁপুনি, মাথার যন্ত্রণা গাঁটে গাঁটে ব্যথা ইত্যাদি দুর্বলতা বমি ডায়রিয়া ইত্যাদি। (Page - 171)


প্রশ্ন: ৫.৫ জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কী করে বুঝবে ?

উত্তর: জলে অ্যামোনিয়াম ক্লোরাইড (NHCl) দ্রবীভূত হওয়ার মিনিট দুয়েকের মধ্যে দেখা গেল টেস্টটিউবের বাইরের গায়ে ফোঁটা ফোঁটা জল জমেছে এর কারণ জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হওয়ার পরেই দ্রবণটি ঠান্ডা হয়ে যায় ফলে টেস্টটিউবের গায়ে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ফোঁটা ফোঁটা জলকনায় পরিনত হয়ে পরে। এর থেকে বোঝা যায় বিক্রিয়াটি তাপগ্রাহী পরিবর্তন।(Page- 99)


প্রশ্ন: ৫.৬ যক্ষ্মা রোগের লক্ষণ কী কী ?

উত্তর: যক্ষ্মা বা টিবি ব্যাকটেরিয়া ঘটিত ভীষণ ছোঁয়াচে বায়ুবাহিত রোগ। সাধারণত কফ, কাশি এমনকি থুতু ও লালার মাধ্যমে এ রোগ সংক্রমিত হয়। যক্ষ্মা রোগের লক্ষণ গুলি হলো ভয়াবহ কাশি ও কাশির সঙ্গে রক্ত পড়া। সাধারণত রাতের দিকে কাশি বাড়ে, সাথে প্রচন্ড ঘাম হয় ও রোগীর ওজন ক্রমশ কমতে থাকে। (Page - 171)


প্রশ্ন: ৫.৭ কোশপর্দার গঠন ব্যাখ্যা করো ।

উত্তর: কোষের চারদিকে প্রোটিন ও লিপিড অনু দিয়ে তৈরি পর্দাকে কোষ পর্দা বলে। আবার লিপিডের স্তর দুটির মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন এর কোন ভাসমান অবস্থায় থাকে। (Page - 182)


৬. তিন - চারটি বাক্যে উত্তর দাও : 3x6=18

প্রশ্ন: ৬.১ সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল , মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কীরকমের তা এঁকে দেখাও ।

উত্তর: বই থেকে দেখে নাও(ছকের ভিতরে) পৃষ্ঠা নং- 91.


প্রশ্ন: ৬.২ এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো ।

উত্তর: এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন- এন্ডোপ্লাজমীয় জালিকা প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয় নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। কতগুলো পর্দা বেষ্টিত নানা আকারের নল দ্বারা ইহা গঠিত হয়। এরা সাইটোপ্লাজম কে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্টে ভাগ করে। কোনো কোনো পর্দার বাইরের দিকে প্রোটিন সংশ্লেষকারী রাইবোজোম থাকে ফলে এদের অমসৃণ দেখায়। আবার কোনো কোনো পর্দার বাইরের দিকে রাইবোজোম না থাকায় এগুলি মসৃণ হয়। (Page - 183)

এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ: এন্ডোপ্লাজমীয় জালিকা বিভিন্ন কোষীয় বস্তুর (প্রোটিন ও লিপিড) সংশ্লেষ, পরিবহন ও সঞ্চয়ে অংশগ্রহণ করে। (Page - 183)


প্রশ্ন: ৬.৩ তামার আপেক্ষিক তাপ 0.09 cal / g° C । 70 গ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 20° C বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা নির্ণয় করো।

উত্তর: আমরা জানি গৃহীত বা বর্জিত তাপ = পদার্থের ভর x আপেক্ষিক তাপ x উষ্ণতার পার্থক্য

এখানে তামার ভর = 70 গ্রাম ; আপেক্ষিক তাপ = 0.09 cal / g° C ; উষ্ণতার পার্থক্য = 20° C

গৃহীত তাপ = 70 x 0.09 x 20

গৃহীত তাপ = 126 ক্যালোরি


প্রশ্ন: ৬.৪ “ জৈব সার অজৈব সারের চেয়ে ভালো " – বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো ।

উত্তর: জৈব সার অজৈব সারের চেয়ে ভালো - এ কথা বলার কারণ:
1. জৈব সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায়।
2. জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়। ফলে মাটির মধ্য দিয়ে বিভিন্ন গ্যাসের আদান-প্রদান ভালো হয়।
3. মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার।
4. জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। অপরদিকে রাসায়নিক সারের বা অজৈব সারের অনিয়ন্ত্রিত ব্যবহার মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়ার কাজে বাধা সৃষ্টি করে ও মাটির উর্বরতা শক্তি কমিয়ে দেয়। অজৈব সার মাটির অম্ল ও ক্ষারের ভারসাম্য নষ্ট করে ও অনেক সময় জলদূষণের কারণ হয়ে ওঠে । তাই বলা যায় "জৈব সার ও অজৈব সারের চেয়ে ভালো" (Page - 207)


প্রশ্ন: ৬.৫ কোনো তরলের বাম্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?

উত্তর: কোনো তরলের বাম্পায়নের হার যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হলো:
(১) তাপ: তরলের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়।
(২) উপরিতলের ক্ষেত্রেফল: তরলের উপরিতলের ক্ষেত্রেফল বেশি হলে বাষ্পায়নের হার দ্রুত হয়।
(৩) বায়ু চলাচল: তরলের ওপর বায়ু চলাচল বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়।
(৪) তরলের প্রকৃতি: তরলের বাষ্পায়ন হার তরলের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন জলের তুলনায় স্পিরিট খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। (Page - 36)


প্রশ্ন: ৬.৬ কীভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরি করা হয় ?

উত্তর: কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরি করার জন্য একটি সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। এরপর অন্য মাছের মাথা থেকে সংগৃহীত পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওঐ বাছাই করা মাছেদের ইনজেকশন করা হয়। পুরুষ ও স্ত্রী মাছের কোনটাকে কখন কতবার ইনজেকশন দেওয়া হবে তার নির্দিষ্ট নিয়ম আছে। এই পিটুইটারি ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। এই শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে ডিম পোনা তৈরি হয়। (Page - 224)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ